shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

অর্ফিয়াস ও ইউরিডিসের অমর প্রেমকাহিনী

Orpheus-and-Eurydice

অর্ফিয়াস ও ইউরিডিসের অমর প্রেমকাহিনী

মনোজিৎকুমার দাস

অর্ফিয়াস ও ইউরিডিসের অমর প্রেমকাহিনী

গ্রিক পুরাণের অসাধারণ এক প্রেমগাথা হলো অর্ফিয়াস এবং ইউরিডিসের প্রেমগাথা। গ্রিক পুরাণের একটি মহাকাব্য। পুরাণানুসারে অর্ফিয়াস ছিল সর্বকালের শ্রেষ্ঠ মানব সুর স্রষ্টা। দেবতাদের পরে মরণশীলদের মধ্যে শ্রেষ্ঠতম সুরের জাদুকর এই অর্ফিয়াস।

মুলত সে ছিল একজন বাংশীবাদক। বাঁশির নাম ছিল লাইর। দেবতা হারমিসের তৈরি এ বাঁশির পূর্ণতা পেয়েছে অর্ফিয়াসের কাছে। কথিত আছে, তার সুর শুনে প্রাণীকুল থেমে যেতো, নদীর গতিপথ বদলে যেতো। গাছপালা তার শিকড় ছিঁড়ে সামনে এগিয়ে যেতো, পাথর থেকে ঝরে পড়তো কান্না। এমনও হয়েছে যে অর্ফিয়াসের সুর শুনে দেবতাদের যুদ্ধ থেমে গেছে। ঝরে যাওয়া ফুলগুলো আবার হেসেছে।

অর্ফিয়াস ছিল দেবতা অ্যাপোলোর পুত্র। অর্ফিয়াসের মাতা ছিল ক্যালিওপ যিনি ছিল পিরাসের কন্যা। অর্ফিয়াসের বাসস্থান ছিল পিম্পলিয়া, যেখানে সে তার শৈশব তার মা এবং বোনদের সাথে কাটিয়েছে। দেবতা অ্যাপোলো অর্ফিয়াসকে খুব ভালোবাসতেন এবং তিনিই প্রথম অর্ফিয়াসকে লাইর বাজানো শেখান।

অর্ফিয়াসের এই জাদুর সংগীত একবার গ্রিক অভিযাত্রিকদের নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। গ্রিক অভিযাত্রিক জেসন অর্ফিয়াসের সাহায্য নিয়েছিল সাইরেন দ্বীপ পার হবার জন্য। সাইরেন দ্বীপ ছিল নবিকদের জন্য এক ভয়ংকর দ্বীপ।

সাইরেনবাসিরা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি। তাদের গানের গলা এতই চমৎকার ছিল যে সেই গান নাবিকদের কানে পৌঁছালে নাবিকরা দ্বীপের দিকেই ধাবমান হতো। ফলে জাহাজ চূর্ণ-বিচূর্ণ হয়ে মৃত্যু হতো সবার। জেসনের দল যখন সাইরেন দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল, তখন অর্ফিয়াস তার বাঁশি বাজানো শুরু করলো। তার সুর সাইরেনদের সুরকে ছাপিয়ে গেল। নাবিকরা নিরাপদে দ্বীপ পার হতে পারলো।

গ্রিসে ফেরত আসার পর অর্ফিয়াস এক অনিন্দ্য-সুন্দরী রমণীর প্রেমে পড়লো। তার নাম ইউরিডিস। ইউরিডিসকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় অর্ফিয়াসের। প্রেমে মত্ত হয়ে অর্ফিয়াস ইউরিডিসকে তার ভালোবাসার কথা জানায়।

কোনো কুমারীর পক্ষে তার সুরের মায়াকে প্রত্যাখান করার ক্ষমতা সত্যিই ছিল না। ইউরিডিস অর্ফিয়াসকে নিরাশ করেনি। তার পবিত্র ভালোবাসা ইউরিডিস সাদরেই গ্রহণ করে। অল্প কিছুদিনের মধ্যেই তারা প্রণয়ে আবদ্ধ হয়।

কিন্তু দুর্ভাগ্য তাদের সুখকে স্থায়ী করেনি। বিয়ের দিনই ইউরিডিস তার সখীদের সাথে নিয়ে বাগানে হাঁটছিল। অ্যারিস্টাসের চোখ পড়ে ইউরিডিসের উপর। অ্যারিস্টাস কর্তৃক ধৃত হয়ে ইউরিডিস এক ভয়ঙ্কর বিষাক্ত সাপের উপরে পা ফেলে। বিষাক্ত সাপ তার ছোবল বসাতে বিন্দুমাত্র বিলম্ব করেনি। সাপের দংশনে তীব্র বিষে নীল হয়ে ইউরিডিস সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পরে।

ইউরিডিসের মৃত্যুতে অর্ফিয়াস শোকে পাগলপ্রায় হয়ে পড়ে। তার বিষণ্ণ সুরে দেবতারাও কেঁদে ফেলে। অর্ফিয়াস দুঃসাহসী হয়ে ওঠে। সে পাতালপুরীতে যেয়ে ইউরিডিসকে ফেরত আনার সংকল্প করে। তবে এই পথ ছিল খুবই বিপদসংকুল।

পথ চলতে চলতে সে পৌঁছায় আকেরুসিয়া নামের এমন এক উপত্যকায়, যেখান থেকে পথ গভীর হতে হতে পাতালপুরীর দিকেই নেমে গেছে। সেখানে অর্ফিয়াস এমন এক মায়ার সুর উঠালো তার বীণায়, যে সমস্ত পাতালপুরী স্তব্ধ হয়ে গেল তার সেই সুরে।

মৃত্যুপুরীর দরজায় পাহারা থাকা কুকুর সারবেরাস থমকে গেল, সিসিফাস তার কাজ ফেলে বসে রইলো বিশ্রামে, ইকসায়নের অগ্নিচক্র স্থির হলো, ট্যান্টালাস ভুলে গেল তার তৃষ্ণার কথা, ভয়ঙ্কর ফিউরি দেবীদের চোখ থেকে প্রথমবারের মতো অশ্রু ঝরল। হেডিসের রাজা ও রানী মন্ত্রমুগ্ধের মতো সেই সুর শুনলেন এবং অবশেষে ইউরিডিসকে অর্ফিয়াসের সাথে যেতে দিতে রাজি হলেন।

তবে শর্ত একটাই ছিল যে, মৃত্যুপুরী থেকে বের হবার আগে অর্ফিয়াস ইউরিডিসকে দেখতে পারবে না, যদি সে তাকায়, তবে ইউরিডিস চিরদিনের জন্য আবার হারিয়ে যাবে।

অর্ফিয়াস এ প্রস্তাব গ্রহণ করে। সে তার বাঁশি বাজিয়ে পথ অতিক্রম করছিল, পিছে ছিল ইউরিডিস। সে জানত তার পিছে থাকবে ইউরিডিস, কিন্তু তবু তাকে এক পলক দেখার জন্য তার হৃদয় আকুল হয়ে উঠলো।

যখন পথ আর বেশি বাকি নেই, অন্ধকার মিলিয়ে মর্ত্যলোকের আলো দেখা যাচ্ছে, ঠিক এসময় দেবতাদের সতর্ক বাণী অগ্রাহ্য করে অর্ফিয়াস পিছে তাকাল। সে তার হাত বাড়াল ইউরিডিসকে আলিঙ্গনের জন্য, কিন্তু ইউরিডিস দেখতে দেখতে হারিয়ে গেল।

শোকে বিহব্বল অর্ফিয়াস মৃত্যুপুরীর দরজায় এসে তার ইউরিডিসকে হারাল। পাগলপ্রায় হয়ে সে আবার মৃত্যুপুরীতে ফেরত যেতে চাইলো। কিন্তু জীবন্ত কাউকে মৃত্যুপুরীতে দেবতারা দ্বিতীয়বার ঢুকতে দিতে পারেন না। অর্ফিয়াসকে একাই মর্ত্যলোকে ফিরে যেতে হলো।

বিষণ্ণতায় ডুবে গিয়ে অর্ফিয়াস মানুষের সাহচর্য ত্যাগ করলো। তার সুরই হলো তার একমাত্র সঙ্গী। একা একা সে ঘুরে বেড়াতো থ্রেসের দুর্গম সব অঞ্চলে। তার সুরের একমাত্র শ্রোতা ছিল প্রকৃতি, গাছপালা, পর্বতমালা। নিঃস্ব, একাকী অর্ফিয়াস এভাবেই ঘুরে বেড়াতে থাকে দিনের পর দিন।

অবশেষে একদিন থ্রেসিয়ান মেইনাডরা তাকে আক্রমণ করলো তাদের দেবতাকে অবমাননার জন্য। তারা হত্যা করলো মায়ার সুরের জাদুকরকে। তারা তাকে হত্যার পর তার দ্বিখণ্ডিত মাথাকে নিক্ষেপ করলো হিব্রুস নামের এক নদীতে—যা লেসবস উপকুলে যেয়ে মিশেছে। অবশেষে মিউজরা অলিম্পিয়াসের পাদদেশে তার দেহাংশ কে সমাধিস্থ করে।

যে সমাধিক্ষেত্রে মধুর গান গেয়েই চলে নাইটেংগেল পাখিরা। তার বাঁশি অর্থাৎ লাইর খানাকে তারাদের মাঝে স্থান দেয়া হয়।

সূত্র : ইন্টারনেট

…………………

পড়ুন

গল্প

নীল কাঁচপোকা : মনোজিৎকুমার দাস

প্রবন্ধ-গবেষণা

অর্ফিয়াস ও ইউরিডিসের অমর প্রেমকাহিনী

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...