ইষ্টিমিষ্টি ছড়া
সুনীল শর্মাচার্য
ইষ্টিমিষ্টি ছড়া
১
খোকাবাবুর বেজায় সাহস
নেইকো কোনো ভয়,
পক্ষীরাজে চড়ে খোকা
দেশ করবে জয়!
২
শোলকুপোর পাঠশালাতে
করি লেখাপড়া,
গুরুমশায় শোনান শুধু
নানান মজার ছড়া!
৩
বুককিপিং বই রাখা নয়
হিসাব রাখা ভাই,
লাভ-লোকসান দেখার তরে
হিসাব রাখা চাই।
৪
প্রজা যদি রাজা হতো
রাজা হতো প্রজা,
সবকিছুই উল্টে যেতো
কেমন হতো মজা!
৫
ঐ নদীটার বাঁকে
ঝিলিক লতার ফাঁকে,
দোয়েল-শ্যামা ময়না-টিয়া
উড়ছে ঝাঁকে ঝাঁকে!
৬
শাপলা ফুলে মউ জমেছে
দূর গাঁয়ে ঐ আলো,
মুখটি তুলে হাসছে খোকন
ঘুচিয়ে মনের কালো!
৭
এলো আষাঢ়, ঝরে ঐ বৃষ্টি
টুপটাপ শব্দ অন্তরে,
প্রাণের পাতায় খুশির খাতায়
ভুবন মাতায় মন্তরে!
৮
এক যে ছিল মহামানব
নামটি তাহার রবি,
তিনি হলেন এই পৃথিবীর
সবার সেরা কবি!
৯
পশলা খানেক বৃষ্টি যেন
তিথি মেয়ের কান্না,
হাসলে হঠাৎ ঝরে মুখে
হীরা মানিক পান্না!
১০
বাঙালির সুখ ও দুঃখে
চারদিকে যাঁর আঁখি,
শেখ মুজিব নাম তার
আমরা স্মরণে রাখি!
১১
দরজা ছিল জানলা ছিল
ঘরের কাছে বন্দি,
চুপিচুপি সূর্য কেবল
করতো অভিসন্ধি।
…………………
সংশ্লিষ্ট আরো লেখা
সুনীল শর্মাচার্যের দশটি কবিতা
নাসিমা খাতুনের কবিতা
সুনীল শর্মাচার্যের কবিতা