shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

উন্মাদের নীতিকথা

Retail talk all around
How many problems I am in
খুচরো কথা চারপাশে

উন্মাদের নীতিকথা

সুনীল শর্মাচার্য

উন্মাদের নীতিকথা

সৃষ্টি হয় নীরবে,

আর ধ্বংস হয় সশব্দে

.

মানুষের জগতে যা চলে

পশুদের জগতে তা চলে না

.

এমনতর, কেমনতর তুমি

বুঝতে গিয়ে আমি মূঢ়—

কাঁপে হৃদয়ভূমি!

.

অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর

আলো চাই, আরো আরো আলো

.

ভোট রাজনীতিতে কেউ ধোয়াতুলসী নয়,

তবু বিছুটিপাতা থেকে দূরে থাকুন!

.

আমাকে ভোট দিন, ভোটে জিতিয়ে আমাকে

আপনাদের ক্ষতি করার সুযোগ দিন।

জনগণের সম্পদ লোটার সুযোগ দিন…

.

যতদিন আছি

বিবেককে হত্যা করে

আন্তর্ঘাতে বাঁচি!

.

হায় রে, এক টাকার জীবন

ভেতরে একশো পয়সার দুঃখ ঝনঝন

.

অস্ত্র আছে, সৈন্য আছে

আর আছে টাকা,

জনগণ ক্ষুব্ধ হলে

দেখো সব ফাঁকা!

.

১০

বাঙালি, আত্মঘাতী বাঙালি!

পশ্চিমবঙ্গের বাঙালিদের দেখিয়া

তাহা আজ বুঝিতে পারিলাম!

.

১১

বাঙালি আর বাঙালি নেই!

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি

ধর্ম মতে ভাগ হয়ে যাচ্ছে!

জাতিসত্তায় বাঙালি কাঙালি হয়ে পড়ছে!

.

১২

দেশে এখন কোনো নেতা, মন্ত্রীর কথা আর

জনগণ বিশ্বাস করে না!

.

১৩

চিরকাল বর্গী এসে

লুটেপুটে খায়,

বাঙালি স্বভাব দেখি

পর গুণ গায়!

.

১৪

ঈশ্বরকে ঘুম থেকে ডেকে তুলি,

দেখ, দেখ, তোমাকে নিয়ে কি সব হচ্ছে!

.

১৫

এইভাবেই কি একদিন শেষ হবে

আমাদের ঐতিহ্য!

.

১৬

লাল আগুনের কেতন ওড়ে

শিমুল পলাশ বাগে,

শপথগুলো জাগলো আবার

নতুন অনুরাগে!

.

১৭

পুলিশ কখনো আমার নয়

রাজার পুলিশ,

জনগণের খেয়ে-পরে বেঁচে

মানুষকে ভুলিস!

.

১৮

স্বাধীনতার এত বছর পরেও, আমাদের দেশের ব্রিটিশ আমলের পুলিশি ব্যবস্থা,

আইনি ব্যবস্থা—এখনো বদল হলো না!

.

১৯

জীবনে কিছুই অভিজ্ঞতা হয় না,

যা হয় তা তিক্ততা!

.

২০

বাংলা সাহিত্যে ঢুকে পড়ছে সাংবাদিকতা,

সাহিত্য বাঁচাও!

.

২১

ব্যবসাদার ক্ষমতা পেলে, গোটা দেশকেই পণ্য ভাবে!

.

২২

আপদে ভরে গেল দেশ…

.

২৩

যে প্রেমে কাম নেই

সে প্রেমে দাম নেই

.

২৪

সুবিধাবাদী বুদ্ধিজীবীগণ চিরকাল ব্যবহৃত হয়,

নির্লজ্জ, বোধহীন বলদের মতো!

.

২৫

ক্ষমতার শীর্ষে যারা, তারা শুধু মানুষ ভাগ করে,

ক্ষমতার জোরে তারা অপরাধ সব হজম করে।

.

২৬

ভারতীয় আইন দেখি ধনীদের বাঁচাতে, আর

গরীবদের ফাঁসাতে!

.

২৭

নারী দিবস পালন হয়

পুরুষ দিবস নয়,

নারীর ভেতর লুকিয়ে আছে

পুরুষের জয়!

.

২৮

সভ্য হতে গিয়ে পোশাক পরি,

পোশাক আমাকে অসভ্য বানায়!

.

২৯

আমাদের চারপাশ দিন দিন

অমানবিক হয়ে যাচ্ছে!

.

৩০

সব দেখে চলেছি। দেখে দেখে হয়তো চলে যাবো। মানুষের মুক্তি হয়তো আর দেখা হবে না!

.

৩১

দরজা বললেই দুটি পাল্লা। দুটি পাল্লা মিলে ঘর। মানে নারী পুরুষ। স্বামী-স্ত্রী। ঘর প্রতীকে দুটি মানুষের মিলন চিহ্ন দরজা ধরে রাখে।

আর, এখন দুটি পাল্লার পরিবর্তে এক পাল্লা। এক পাল্লার ঘরের দরজা। মিলনের কথা নেই। মানুষ বড় একা হয়ে যাচ্ছে, এক পাল্লার দরজা তার প্রতীক।

.

৩২

ঘৃণ্য রাজনীতি আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

.

৩৩

ধর্মে মজে সারাদেশ

ভাত কাজ সুখ শেষ!

.

৩৪

দেশ যখন সমস্যায় সমস্যায় বিপন্ন, তখনই

ধর্মের মোহ হয় গাঢ়তর উৎপন্ন!

.

৩৫

নিজেকে না বদলালে, চারপাশও বদলায় না!

.

৩৬

যে রাজনৈতিক দল ধর্মকে বেশি প্রাধান্য দেয়, সে দল কখনো দেশের সার্বিক উন্নয়ন করতে পারে না!

.

৩৭

স্বপ্নটা একার, কিন্তু বাস্তবায়ন হলে সবার

.

৩৮

ঢপ দিতে দিতে ব্যক্তির বোধ, সম্মান লোপ পায়…

.

৩৯

তুমিই যদি না থাকো তো, সূর্য উঠল কি ডুবল, তাতে তোমার কি যায় আসে!

.

৪০

মানুষ চাইলে মর্তের ঈশ্বরকেও ডোবাতে পারে

.

৪১

বাঁদরের গলায় মুক্তোর মালা পড়লে যা হয়…

.

৪২

সব রাজনৈতিক দল দেখছি ভোট রাজনীতিতে

ভয়ঙ্কর, তারা শুধু মানুষের ভোট চায়, মানুষের

কল্যাণ চায় না!

.

৪৩

আগামীকাল কি হবে, আমিও জানি না, তুমিও জানো না। অতএব, আজকের দিনটাকে সুন্দরভাবে উপভোগ করো, স্মরণীয় করে রাখো!

.

৪৪

হৃদয়ের মাঝে একটি নাম

ভালোবাসার

ভালোবাসার

বাংলাদেশ বাংলাদেশ

.

৪৫

ঢপ দিতে দিতে ঢপেন্দ্র

দাড়ি রেখে রেখে কবীন্দ্র

ভাব ধরে ধরে নগেন্দ্র

দেশ খেয়ে খেয়ে খগেন্দ্র

.

৪৬

ধর্ম বিশ্বাস অলৌকিক

আর ধর্মগ্রন্থ রূপকথা!

.

৪৭

যারা দুর্নীতি করে

তারা বেশি ধর্ম ধর্ম করে

.

৪৮

গর্বের সঙ্গে বলুন আমি মানুষ।

মানবতা আমার ধর্ম!

.

৪৯

ব্যক্তি পূজো ছাড়

নিজের পূজো করো

.

৫০

কাল্পনিক স্বর্গ, বেহেশত, আর টাকা টাকা করে

মানুষের সুন্দর জীবন, সুন্দর করে উপভোগ করতে দিলো না!

.

৫১

মুখগুলো সব মুখোশ

টাকার স্বার্থে আপস!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প: সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...