করোনা থেকে সুস্থতার পর যেসব উপসর্গ থেকে সতর্ক থাকবেন এবং করণীয়
করোনা থেকে সুস্থ হওয়ার পরও যেসব উপসর্গ থাকে, সে-সময় যা যা জরুরি করণীয় এবং যেসব উপসর্গ থেকে সতর্ক থাকবেন, ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা।
উপসর্গ
কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস সংক্রমণে জ্বর, শুষ্ক কাশি ও ক্লান্তি—সবচেয়ে বেশি প্রচলিত উপসর্গ। আরো কিছু উল্লেখযোগ্য উপসর্গ, যেমন—পেশি ব্যথা বা শরীর ব্যথা, গলা ব্যথা, মাথাব্যথা, চোখ লাল হওয়া, স্বাদের অনুভূতি হারিয়ে ফেলা, ঘ্রাণশক্তি কমে যাওয়া, ত্বক লাল হওয়া, পায়ের আঙুলে বিবর্ণতা ও ডায়রিয়া।
এ ছাড়া সংক্রমণটির দুটি মারাত্মক উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা বা চাপের অনুভূতি হওয়া।
সত্য-মিথ্যা
অনেকেই মনে করেন, শরীর ভাইরাসমুক্ত হওয়া মানে সকল উপসর্গ চলে যাওয়া। কিন্তু কিছু উপসর্গের ক্ষেত্রে করোনা থেকে বাঁচতে—এটা সত্য নাও হতে পারে।
করোনাভাইরাস আক্রান্ত রোগীরা সুস্থতার পর জানিয়েছেন, কোভিড-১৯ টেস্টে নেগেটিভ রেজাল্ট আসার...