মসজিদে এসি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪
প্রধান প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরে পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন ও শিশুসহ এ-পর্যন্ত ২৪ জন মারা গেছেন।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২০) দুপুর পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আবস্থায় তাদের মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল এ-তথ্য নিশ্চিত করেছেন।
পার্থ সংকর পাল আরো জানান, এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি উল্লেখ করেন, হাসপাতালে আসা অধিকাংশের শরীরের ৯০ থেকে শতভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে। হাসপাতালে এখনো ১৩ জন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন—সাংবাদিক নাদিম (৪৫), মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫), সাব্বির (২১), জুয়েল...