shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

শেরপুরে ছোটকাগজ চর্চা – ১০ম পর্ব

Little Magazine
Little Magazine

শেরপুরে ছোটকাগজ চর্চা – ১০ম পর্ব

জ্যোতি পোদ্দার

শেরপুরে ছোটকাগজ চর্চা – ১০ম পর্ব

আট

সম্পাদক ও কবি উদয় শংকর রতন জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ৩০ ডিসেম্বর। কবি আরিফ হাসান লিখেছেন, ‘…এমনি একজন অবহেলিত কবি উদয় শংকর রতন। যৌবনের অফুরন্ত প্রাণশক্তির সবটুকুই তিনি ব্যয় করেছেন সাহিত্যসেবায়। অকৃতদার এই কবি কবিতাকেই করেছেন জীবনসঙ্গিনী।’১০

তার জীবনযাপন সম্পর্কে আরিফ লিখেছেন, ‘রতন দা রাজার মতো জীবনযাপন করেন।… দুপুর বারটায় ঘুম থেকে ওঠে প্রাতঃকৃত্য সম্পন্ন করে ঘণ্টা খানেক দৈনিক পত্রিকার পাতা ওল্টান। ঘুমাতে যান ভোর রাতে।’১০

তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নিসর্গের নীল খামে’ (১৯৯১) এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘যা উড়ে যা কালো মেঘ’ (১৯৯৮) এবং একটি কিশোর গল্প গ্রন্থ ‘একজন মুক্তিযোদ্ধা ও অন্যান গল্প’ (২০০৩)।

ইউরিনারি স্ট্রিকচারে ভুগে রতন আত্মহননের পথ বেছে নিলেন, ২০০২ সালে ২৫ মার্চ। উদয় শংকর রতনের কবিতা নিয়ে কোনো আলোচনা চোখে পড়েনি। শুধু উদয় কেন সমসাময়িক কোনো কবিই অপর কবির কবিতা নিয়ে কোনো রিভিউ বা পর্যালোচনা করেছেন—এমন কোনো লেখা চোখে পড়েনি।

উদয় শংকর-সহ পথিক রবিন পারভেজের সাথে দীর্ঘকাব্য সখ্যভাব থাকলেও, রবিন উদয় শংকরের কবিতা নিয়ে কোনো আলোচনা করেননি। অগ্রজ কবি রণজিত নিয়োগীও তাঁর পূর্ববর্তী বা তার সমসাময়িক কিংবা অনুজের কবিতা সম্পর্কে সম্পূর্ণ নীরব ছিলেন। তেমন কবি সুহৃদ জাহাঙ্গীর। যদিও প্রত্যেকে কবিতার প্রতি নিবেদিত। ছিল নিজস্ব কাগজ।

অপরাপর কবির কবিতা পর্যালোচনার সংস্কৃতি গড়ে না-ওঠার কারণে কবিতাও পল্লবিত হয়ে ওঠেনি। গোটা দেশের জন্য তো বটেই, স্থানিকতার জন্যও কথাটা খাটে। কাজে কাজেই শেরপুরে অজস্র কবি ও কবিতা জন্মেছে। আবার হারিয়ে গেছে।

স্থানিকতার বাইরে যাবার মতো কারো নিজস্ব স্বর উচ্চকিত হয়ে ওঠেনি। পর্যালোচনা ছাড়া স্থানিকতা গ্রাম্যদোষে দুষ্টই থেকে যাবে। স্থানিকের যে সৌন্দর্য তা বিকশিত হবার পথ পাওয়া যাবে না।

উদয় শংকর রতনের কয়েকটি কবিতার অংশ—

শেরপুরে ছোটকাগজ চর্চা – ১০ম পর্ব

ক.

‘একটা ঝড় উঠবে। ভীষণ ঝড়।

যে ঝড়ে উড়িয়ে নেবে সমস্ত পূঁজিপতিদের পূঁজি

যে ঝড়ে ভাসবে শুধু বিদীর্ণ মানুষের আত্মার ধ্বনি

আর্বজনার মতো উড়বে আকাশে,

এমন একটা ঝড় উঠবে?

(অশুভ সংকেত)

শেরপুরে ছোটকাগজ চর্চা – ১০ম পর্ব

খ.

একদিন মরে পড়ে থাকব

চিৎ পটাং হয়ে

শেরী মহাশ্মশানে।

(মৃত্যু)

শেরপুরে ছোটকাগজ চর্চা – ১০ম পর্ব

গ.

তুমি সব নাও

আমার শিল্প ও বিশ্বাস নাও

নাও আমার চেতনা ও সুখ

আমার কবিতাকেও নাও।

আমার হৃদপিণ্ড আর এই বসন্তে

আমার ক্ষয়িষ্ণু বৃক্ষের শরীর থেকে

বিবর্ণ পত্রের গান নাও

(নাও)

শেরপুরে ছোটকাগজ চর্চা – ১০ম পর্ব

ঘ.

একটা দিন চাই—

রক্তরাঙা গোলাপের মতো

লাল টুকটুকে দিন—

(নিদেন পক্ষে একটা দিন)

(চলবে)

…………………

পড়ুন

কবিতা

রাংটিয়া সিরিজ : জ্যোতি পোদ্দার

তিলফুল : জ্যোতি পোদ্দার

জ্যোতি পোদ্দারের কবিতা

প্রবন্ধ-গবেষণা

টাউন শেরপুরে প্রথম রবীন্দ্রজয়ন্তী

শেরপুরে ছোটকাগজ চর্চা

১ম পর্ব । ২য় পর্ব । ৩য় পর্ব । ৪র্থ পর্ব । ৫ম পর্ব । ৬ষ্ঠ পর্ব । ৭ম পর্ব । ৮ম পর্ব । ৯ম পর্ব । ১০ পর্ব

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...