shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

শেরপুরে ছোটকাগজ চর্চা – ৫ম পর্ব

Little Magazine
Little Magazine

শেরপুরে ছোটকাগজ চর্চা – ৫ম পর্ব

জ্যোতি পোদ্দার

শেরপুরে ছোটকাগজ চর্চা – ৫ম পর্ব

তিন

১৯৭০ সালের প্রথম দিকে তরুণ কবিদের নিয়ে গঠিত হয় ‘কণ্ঠস্বর সাহিত্য পরিষদ’। বামধারার সাহিত্য কর্মীদের নিয়ে গোলাম রহমান রতনের নেতৃত্বে গঠিত হয় এই সাহিত্য পরিষদ। এই পরিষদের মুখপত্র ‘অঙ্গন’ প্রকাশিত হয় ডিসেম্বরে গোলাম রহমান রতন ও উদয় শংকরের যৌথ সম্পাদনায়। প্রচ্ছদ করেন কবি রণজিত নিয়োগী। বিনিময় মূল্য পঁচিশ পয়সা।

গত শতকের সাতের দশকে শেরপুরে সাহিত্যচর্চা প্রসঙ্গে সম্পাদক লিখেছেন, ‘…যখন আচমকা বাতাস এসে সমুদ্রের বেলাভুমিতে আছড়ে পড়েছে—তখন ছিটাফোঁটা সমুদ্রের লোনা জল এসে ক্ষণিকের জন্য বেলাভূমিকে দিয়েছে প্লাবিত করে, কিন্তু সমুদ্র যখন নিস্তরঙ্গ তখন আর বেলাভুমিতে স্নাত করতে পারিনি।—শুকিয়ে গেছে—ঠিক তেমনি আমাদের স্থানীয় সাহিত্য অঙ্গন।’

‘কিশোর কবি সুকান্ত স্মরণে’ গোলাম রহমান রতন লিখেছেন চমৎকার আখ্যান; তেমনি উদয় শংকর রতনের গল্পটি সুখপাঠ্য। ‘রবীন্দ্র কাব্যে নারী’ নিবন্ধ লিখেছেন দুলাল চন্দ্র দে। এই তিনজনই শেরপুরে সাহিত্যচর্চায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।

পত্রিকা প্রকাশ কিংবা সংগঠনচর্চা— উদ্যোমী এই তিন জন গত শতাব্দীর সাতের দশকে প্রাগ্রসর তরুণ। পরবর্তী সময়ে কোনো লেখক তাদের সাহিত্য কর্ম নিয়ে পর্যালোচনায় এগিয়ে আসেননি। স্থানিক সাহিত্য চর্চার চাতাল নির্মাণে তাদের ভূমিকা অসধারণ। ‘অঙ্গন’ একটি স্বকীয় বৈশিষ্ট্যময় পত্রিকা। মাত্র দুটো সংখ্যা প্রকাশিত হয়েছে। একটি স্বাধীনতার পূর্বে এবং পরবর্তী সংখ্যা প্রকাশিত হয় স্বাধীনতার পরে। পরের সংখ্যার সহ-সম্পাদক ছিলেন দুলাল দে বিপ্লব।

Little Magazine

এ ছাড়া এই পরিষদ থেকে ‘ঘোষণায় আমরা’ এবং ‘নন্দিত নবীন’ নামে দুটি সাহিত্য পত্রিকা অনিয়মিত সংখ্যা হিসেবে বের হয়। তবে ‘অঙ্গন’ যেভাবে সজ্জিত হয়ে ওঠেছিল, সেভাবে ‘ঘোষণায় আমরা’ ও ‘নন্দিত নবীন’ সাজতে পারেনি। আর ‘অঙ্গন’ও বিকশিত হতে পারেনি।

সংখ্যাগুলোতে আরো লিখছেন—জিতেন সেন নুরুল ইসলাম হিরু, মোজাম্মেল হক, প্রণব দে, মুশতাক হাবিব শাহেদা বেগদ ও শিবানী দে।

শেরপু

‘পিকাসোর ছবির মতন

একটা ষাঁড় একটা ঘোড়া

মুখোমুখি উদ্যত;

এ ওকে ধরছে

ও একে ধরছে

ঘোড়াটা বাঁচাতে চেয়ে

মুখোমুখি ময়ুর পাশে দাঁড়িয়ে।

আর্তচিৎকার

আর্তচিৎকার

মেয়েদের মায়েদের শিশুদের

শুধু চিৎকার।

ষাঁড়টা ফুঁসছে ক্রুদ্ধ গর্জনে।

নীরবতার মধ্যবিত্ততাকে সাক্ষী রেখে

একটা কাণ্ড ঘটে গেল।’

(স্কেচ : গোলাম রহমান রতন)

শে

১৯৭৪ সালে ‘কণ্ঠস্বর সাহিত্য পরিষদ’-এর সর্বশেষ অনিয়মিত সংখ্যা ‘ঘোষণায় আমরা’ প্রকাশিত হয়। এটি ছিল চতুর্থ সংখ্যা।

(চলবে)

…………………

পড়ুন

কবিতা

রাংটিয়া সিরিজ : জ্যোতি পোদ্দার

তিলফুল : জ্যোতি পোদ্দার

জ্যোতি পোদ্দারের কবিতা

প্রবন্ধ-গবেষণা

টাউন শেরপুরে প্রথম রবীন্দ্রজয়ন্তী

শেরপুরে ছোটকাগজ চর্চা

শেরপুরে ছোটকাগজ চর্চা – ২য় পর্ব

শেরপুরে ছোটকাগজ চর্চা – ৩য় পর্ব

শেরপুরে ছোটকাগজ চর্চা – ৪র্থ পর্ব

শেরপুরে ছোটকাগজ চর্চা – ৫ম পর্ব

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...