দেশে করোনায় আরো ৪০ জনের মৃত্যু
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরো ১ হাজার ৮৭৭ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন। দেশে করোনায়
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর ২০২০) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৮৫শতাংশ।
গত ২৫ অক্টোবরের পর আজ প্রথম রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামল। আজ একদিনে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষার রেকর্ড হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ১৮ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে করোনায়
উল্লেখ্য, গত বছরের (২০১৯) ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরা...