shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

জাহাঙ্গীর জয়েসের একগুচ্ছ কবিতা

poems by Jahangir Joyes

poems by Jahangir Joyes

poems by Jahangir Joyes

জাহাঙ্গীর জয়েসের একগুচ্ছ কবিতা

জাহাঙ্গীর জয়েসের একগুচ্ছ কবিতা

শ্রীমুখ

আমাদের অনেক বাড়ি আছে শ্রীমুখের মতো—

যা বর্ষায় ফুটে ওঠে। 

জাহাঙ্গীর জয়েসের একগুচ্ছ কবিতা

নেকাব

নেকাব নিয়ে খুনসুটি শুরু করেছে ওরা

রাণী পুলকে আত্মহারা!

জাহাঙ্গীর জয়েসের একগুচ্ছ কবিতা

সমর্পণ

মাথা দিয়েছি পেতে শরীরবিহীন পোশাকের মতো!

জাহাঙ্গীর জয়েসের একগুচ্ছ কবিতা

আফিম

মেরে ফেলার আয়োজন করে গোরস্থানে গিয়ে কান্নাকাটি

করো, বিষ ছড়িয়ে ছড়িয়ে অন্ধ করে দেও সবার চোখ;

আফিমের নেশা এখন আরো চড়া!

.

ভাবনা

ভাবিয়া দেখলাম—সাধারণ মানুষ আমরা : ক্যান্টনমেন্টে কীভাবে ভালুক ঢুকে তা বুঝা

আমাদের কাজ না;

কুর্তার রঙ কালো কেন বা জাদুকরের

ইশারায় কেমন করে গায়েব হয়ে যায়

আস্তো মানুষ—এসব নিয়ে গবেষণা

আমাদের কম্ম না;

কই, কোথায় কোন পাহাড় বা নগর পুড়লো—

তা দিয়া আমাদের কী;

.

সাধারণ মানুষ আমরা : আমরা কেবল ফুল

পাখি আর টেলিভিশনের বিজ্ঞাপন দেখবো

এবং আল্লা আল্লা করবো;

এমন কি দিনেদুপুরে ডাকাতি হলেও আমরা

কিন্তু কিছু বলতে পারবো না;

সাধারণ মানুষ আমরা : আমাদের ভাই একটাই

মাথা। 

.

প্রতিক্রিয়া

হিজাব পরে মেয়ে

যা পারে

আমরা পারি না;

.

উন্নতির নামে

কেবল ছড়াই

প্রতিক্রিয়া!

.

সন্দেহ

বহু বছর ধরে দাঁড়িয়ে আছি;

সবাই যেন সবার দিকে

সন্দেহের চোখে তাকিয়ে আছি!

.

বিপ্রতীপ

ছিল তার শ্যাওলাধরা পা

এখন দেখি গান গায়

যেন রাজপ্রাসাদের ছা!

.

বন্ধক

ওই ঘোমটামারা চিত্রে আর আলো দেখি না—

যতদিন প্রেতের কাছে বন্ধক রেখেছি তা।

.

সীমানা

পথ হারিয়ে যারা পথই খুঁজে

তারা কী তবে সীমানা বুঝে!

.

মৃত্যুদণ্ড

চেয়েছিলাম মুক্তি

গড়াতে গড়াতে এলো মৃত্যুদণ্ড!

.

আঁধার

আঁধারে খুলে রেখেছি হাত

চলে যেতে পারে যে কোনো দিকে বিড়ালপায়ে

আঁধারে খুলে রেখেছি হাত

আফিমের ডোজে ফেটে যেতে পারে অগণিত মাথা

আঁধারে খুলে রেখেছি হাত

আমার চেয়ে বড় কোনো ম্যাজিশিয়ান নেই!

.

ক্রোধ

জীবন তো গেছেই

মুদে মুদে আঁখি;

তবু মাঝেমধ্যে আসে

কিছু ক্রোধ, বারুদ;

কোথায় তুলে রাখি?

.

ভূতুড়ে

কারো কাছে কিছুই না

কারো কাছে সমুদ্র মতন;

খুনিরে বানায় সু-মহান

ভূতুড়ে এই পথ, এই ভ্রমণ!

.

চাওয়া

একদিকে মানুষ

একদিকে পণ্য;

কোনটা চাও—

মানুষ না অন্য?

.

দুমুখো সাপ

তুমি বল্লে পূণ্য

আমি বল্লে পাপ;

আজব এক

দুমুখো সাপ!

.

খণ্ডিত মাথা

উড়ে যাচ্ছে

উড়ে যাচ্ছে

উড়ে যাচ্ছে

.

সাপ নয়

শেয়াল নয়

শকুন নয়

.

মানুষের খণ্ডিত মাথা!

…………………

পড়ুন

জাহাঙ্গীর জয়েসের চৌদ্দটি কবিতা

জাহাঙ্গীর জয়েসের একগুচ্ছ কবিতা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...