shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

জেবুননাহার জনির তিনটি কবিতা

Jebunnahar Joni

তিনটি কবিতা

জেবুননাহার জনি

জেবুননাহার জনির তিনটি কবিতা

তপস্যার ঘোর

বিপ্রকর্ষণে আকাশ ভাঙে তপস্যার ঘোরে

চেয়ার-টেবিল বিশেষত একটি তীর্থ স্থান

অপ্রতিম প্রতিবিম্বে রঙধনু সাজে নৈবেদ্যের বৃত্তে

ঐতিহ্যের কম্পনে পাল তুলে দিগন্ত ছুঁয়ে

অবিরত অর্জিত সৃষ্টির অনুভবে

জল পড়ে, পাতা নড়ে

অনুভূতি দেহে পড়ে

তৃষ্ণার প্রতিকাশে প্রগাঢ় প্রতিচ্ছায়ায়

উম্মাদনা বাড়ে ইন্দ্রজালের বাদল ধারায়…

.

নৌকা ডুবি

প্রতিটা সুখ ও দুঃখে

এক একটা গল্প থাকে

এই গল্পই কখনো সুখ দেয়

আবার কখনো স্মৃতিকথা হয়ে

দুঃখের পাঠ্যে পরিণত হয়

স্বপ্ন হারায়

দূরে যায় সময়

কাছে আসে অসময়

দমকা হাওয়ার স্রোতে

নৌকাডুবি হয় বর্ষার ভরায়

সমুদ্র অতলে অবশেষে প্রাণ যায়

সত্যকে মেনে নেয়া আর না-মেনে নেয়া অনেকটা আপেক্ষিক

সুনসান দীর্ঘশ্বাসে—

হেরে যাওয়া মানুষ হারিয়েই যায়…!

.

আবছায়া দীর্ঘশ্বাস

স্বপ্নমন উষ্ণতার দহনে পোড়ায় মধু চাঁদ

আলো জ্বলে-নেভে মধ্যরাতের সন্ধানী তারায়

যেতে যেতে পথে নৌকাডুবি হয় বর্ষার ভরায়

দূরে ফোটা শিশিরবিন্দুতে কি ভেজে ঠোঁট?

বৃষ্টির কলতানে রিমঝিম ডুবে যেতে হয়

আকুতিভর শুনে নিতে হয় সুনসান শব্দের দীর্ঘশ্বাস

বন্ধ কপাটে খিলজুড়ে মরিচার আনাগোনা

দমকা হাওয়া বয় ঘরময়

কপাটে শক্ত করে পেরেক আটকে দেয় কেউ

আকাশ আর স্বপ্ন কখনো ছোঁয়া যায় না

সুদূর দিগন্তে আপ্লুত বৈরি প্রহর

হৃদপিণ্ডের দরজাটা আবদ্ধেই আবছায়ায়

আচ্ছাদনে গুমরে কাঁদে সারারাত…

…………………

পড়ুন

কবিতা

জেবুননাহার জনির সাতটি কবিতা

জেবুননাহার জনির তিনটি কবিতা

জেবুননাহার জনি গল্প

স্বপ্নলোকের চাবি

শেষ অধ্যায়ের আগে

সামনে এগোলেই তুমি

মনস্কামনায় বাজে বিষের বাঁশি

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...