shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু

Fires in California

Fires in California

Fires in California

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে তৈরি হওয়া ভয়াবহ দাবানল গতকাল শুক্রবার (২২ আগস্ট ২০২০) কিছু কিছু জায়গায় আরো দ্বিগুণ আকার ধারণ করে।

রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ দাবানল মনে করা হচ্ছে একে। সান্তা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক মাইলের মধ্যে চলে এসেছে দাবানল।

এই ভয়াবহ দাবানলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ দমকলকর্মী ও সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে।

৫৬০টি স্থানে আগুন নেভাতে কাজ করছে দমকলকর্মীরা।

অন্য রাজ্য থেকে দমকল বাহিনীর ৩৭৫টি ইউনিট চেয়ে পাঠালেও, মাত্র ৪৫টি যোগ দিয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিনিরাপত্তা দফতর (ক্যাল ফায়ার)।

দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি বজ্রাপাতের কারণে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। রেকর্ড উত্তপ্ত অঙ্গরাজ্যে প্রায় ১২ হাজার বজ্রপাত আঘাত হেনেছে।

তা থেকে সৃষ্ট দাবানলের কারণে ১ লাখ ৭৫ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে, যাদের বেশিরভাগই উত্তর ক্যালিফোর্নিয়ার।

আরো জানা যায়, ইতোমধ্যেই ৯৮০ বর্গমাইলের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। স্যাটেলাইটের ছবিতে প্রায় গোটা অঙ্গরাজ্যই ধোয়ায় ছেয়ে থাকতে দেখা গেছে।

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু। স্থানীয়দের সতর্ক করলেন গভর্নর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলকে ‘মারাত্মক’ উল্লেখ করে স্থানীয়দেরকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম।

একে সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা না-করার জন্য তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (২১ আগস্ট ২০২০) ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিউসম।

গভর্নর নিউসম বলেন, অঙ্গরাজ্যজুড়ে ৫৬০টিরও বেশি জায়গায় আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দমকলবাহিনী।

এসব দাবানলের বেশিরভাগই বজ্রপাত থেকে সৃষ্ট।

নিউসম আরো বলেন, এ মুহূর্তটা কতটা মারাত্মক তা নিয়ে আমরা এখন কোনো ব্যাখ্যায় যেতে চাই না।

শুধু বলব, নিরাপদে সরে যাওয়ার আদেশ মানাটা আপনাদের জন্য জরুরি এবং তা গুরুত্বসহকারে বিবেচনা করুন।

ডেস্ক শুভবিশ্ব। সূত্র: আল জাজিরা, রয়টার্স, বিবিসি

ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়া (California) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৮৫০ সালে যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া অন্তর্ভুক্ত হয়।

জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য। আয়তনে তৃতীয়।

ক্যালিফোর্নিয়ার রাজধানীর নাম স্যাক্রামেন্টো (Sacramento)। লস অ্যাঞ্জেলেস (Los Angeles) এবং সান ফ্রান্সিসকো (San Francisco) এই অঙ্গরাজ্যের দুই বৃহত্তম শহর। [উইকিপিডিয়া]

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...