shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

দেশের চিত্র : কত বিচিত্র

Country image

দেশের চিত্র : কত বিচিত্র

সুনীল শর্মাচার্য

দেশের চিত্র : কত বিচিত্র

গরিবরা কি

রাককোশ?

শেষ করবে

রাজকোষ!

.

দুই টাকার

চাল দিচ্ছি,

নানা রকম

ভাতা দিচ্ছি;

তবু শুধু

চাই চাই,

অতো চাইলে

কোথায় পায়!

রাত দিন

খাই খাই,

বাঁচার জন্য

আর কি চাই?

.

কৃষি ঋণ

বিধবা ভাতা,

গৃহ ঋণ

নানান খাতা;

এত এত

উন্নয়ন,

এত এত

প্রণয়ন,

জলে যায়,

মাথা খায়!

.

শুধু করে

খাই খাই,

শুধু বলে

কাজ চাই!

.

চাষার ছেলে

চাষা হবে,

কুলির ছেলে

কুলি হবে!

তবু দেখি

চাকরি চাই!

.

টোটোঅটো

চালাও বাবা,

চপ মুড়ি

ভাজো বাবা,

শিল্প তো নাই—

গতি পুড়ে ছাই!

.

সবকা সাথ

সবকা বিকাশ,

কথাটা দেখি

এখন বিনাশ!

.

গিটার হাতে ভেক ধরেছে

ভণ্ড এক বাউল,

দেশের রক্ত খায় যে চুষে

স্বভাবে সে ফাউল!

.

পাত পেতেছো গরিব ঘরে

খাচ্ছো গরিব রক্ত,

জাতি ভেদের মুছতে ক্ষত

হলে গরিব ভক্ত!

.

ভোট চাইতে কত নাটক

গদি লোটার গল্প,

লোক দেখানো কত দরদ

স্বচ্ছ তো নও অল্প!

.

দল ভেঙেছো

দল গড়েছো

কি ছিল সে খেল্?

.

নিজের ঘর

ভাঙছে দেখো

মাথায় পড়ে বেল!

.

কত কিছুই

বদল হলো

মাখাও কাকে তেল?

.

চলছে এখন

দল বদলের

কত রকম খেল্!!

.

রাজধর্ম রাজার মতো

জনগণ দেখি তুচ্ছ,

রক্ত ঝরা কষ্টের কথা

সবখানে আজ উহ্য!

.

দাদার কৃতি, দিদির কৃতি

সমানে সমান,

আমাদের আশার ঘুড়ি

খেয়েছে আসমান!

.

শব্দ ওঠে ঝনঝন

শুনে কান টনটন

.

মন করে চনচন

রোদ ওঠে গনগন

.

কাজ দেখি ঠনঠন

বায়ু ওঠে শনশন

.

মাছি ওড়ে ভনভন

কেউ হাঁটে হনহন

.

মাথা ঘোরে বনবন

গাড়ি ছোটে পনপন

.

চুল ওড়ে ফনফন

ঘড়ি বাজে ঢনঢন!

.

ধর্মেণ হন্যতে ব্যাধি

ধর্মেণ হন্যতে রিপুঃ

ধর্মেণ হন্যতে ত্যাগি

ধর্মেণ হন্যতে দিপুঃ

.

১০

কৃষক মেরেছি আজ

শ্রমিক মারব কাল,

দেখবি তোদের আমি

করবো ফরিক হাল!

.

প্রতিবাদ সভা হবে?

আন্দোলন গণ হবে?

দেশদ্রোহী সিল এঁটে

সেলাই করবো গাল!

.

মিডিয়া আমার মুঠে

পুলিশ আমার হাতে,

সঙ্গে আছে বজরং

খাই আম্বানির পাতে!

.

আমার বিরুদ্ধে যাবি?

ছড়িয়ে দিয়েছি জাল,

চুপ করে থাক তোরা

যতেক ভেড়ার পাল!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

দেশের চিত্র : কত বিচিত্র

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...