shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

নিমাই মাইতির পাঁচটি কবিতা

Nimai Maity

পাঁচটি কবিতা

নিমাই মাইতি

নিমাই মাইতির পাঁচটি কবিতা

সংস্কৃতি

একদিন সব কালি মুছে যাবে।

নতুন সূর্যের কোলে জন্ম নেবে সবুজ সকাল

জরাজীর্ণ সংস্কৃতির গা বেয়ে ঝরে পড়বে

গোবর ছেটানো দুর্গন্ধ প্রলেপ।

.

একদিন মুখের বর্বরোচিত ভাষা

হলুদ পাতার মতো খসে পড়বে।

.

একদিন সভ্যতার নামে অসভ্যতার নোংরা জল

নর্দমা দিয়ে পরিষ্কার হবে

একদিন সুস্থ সৌন্দর্যের বাগানে

রাশি রাশি ফুলের হাসি ফুটবে।

.

একদিন রূপসী বাংলায় ফিরে আসবে

ধানসিঁড়ি বাংলার রূপসা

শুদ্ধ গঙ্গার মাটি, পবিত্র জন্মভূমি।

.

সম্পর্ক সেতু

শিরিশ গাছ থেকে কিশোরী হাওয়া

নাচতে নাচতে এসে দাঁড়াল স্থিরজল নদী পাড়ে

যুবক রোদ ভাঙা সেতুর ওপারে গান গায়

প্রজাপতি ওড়নায় দোলে রাতের স্বপ্ন

.

নদী জল হারাতে হারাতে

দু’পাড় কাছে চলে আসে মিলন ঋতুতে

ঠিক তখনই বৃষ্টি ভাঙনে নদী বড় হয়, আর

.

বন্যায় ভেসে যায় পাশাপাশি গন্ধ

নরম চোখের রামধনু।

.

কাজলদিঘী

এই বুঝি তোর চোখের তারা পড়ল ঝরে

আমি কি আর আমি আছি নিজের ঘরে?

.

বোর্ডে লেখা চকখড়ি তোর আঙুল কটা

সামনে দেখি লজ্জা ভাঙা আবছা লেখা।

.

নাকের উপর মৌমাছি না সন্ধ্যাতারা

পথ হারাল পথের বাঁকে যাত্রী যারা।

.

কাজল মাখা অন্ধকার তোর বুকের ছবি

দুঃখে ভরা ঘরখানি তোর জানি কবি।

.

এক পলকে এঁকে নিলাম শালুক হাসি

তুই কি কারো জলে ডোবা পদ্ম শশী?

.

কোনো বাঁধন শক্ত নয়

যাই বললেই যাওয়া যায় না

ঝাউ বনের বাতাস ডাকবে

আকাশের চাঁদ ডাকবে

গভীর রাতে অরণ্য ডাকবে

অপরিচীত নারী ডাকবে

.

সময়ে সুযোগে যেতে পারি

আবার নাও পারি,

কিন্তু মৃত্যু ডাকলে?

.

ঘড়ি বিষয়ক

মাননীয় ঘড়ি, আপনি আর কতকাল

ঘটন-অঘটনের কাঠগোড়ায় রাজসাক্ষী হবেন?

২৪ ঘণ্টা পৃথিবীর দিনরাত্রে আপনি

বেজেই চলেছেন ভ্রুক্ষেপহীন।

.

কোনো ধমক জেল জরিমানার কাছে

আপনিই ঠিক

কোনো বিচার জজ আদালতের কাছে

আপনিই ঠিক

পৃথিবীর অফিস কোর্ট সমস্ত কাজের

লাগাম আপনার হাতে

প্রতিটি জন্ম-মৃত্যুর হিসেব-নিকেশ

আপনারই কাছে

এবার বলুন, আপনার স্মৃতিসৌধের

জন্যই কি আপনি ২৪ ঘণ্টা বাজছেন?

…………………

পড়ুন

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

ভারতীয় লিমেরিক

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...