
খুচরো কথা চারপাশে
পায়রার সংসার
সুনীল শর্মাচার্য
পায়রার সংসার
আমার অফিসে পায়রার সংসার। সবসময় ওদের মিষ্টি বাগবাকুম। এসব দেখে আমার পুরনো দিনের কয়েকটি কথা মনে পড়ে গেল। যখন আমার বয়স দশ-বারো, তখন হঠাৎ আমি পায়রার প্রতি আকৃষ্ট হই।
একবার অগ্নিকাণ্ডে আমাদের পুরো পাড়াটাই পুড়ে যায়। আমাদের একটিমাত্র ঘর ছাড়া বাকি ঘরগুলো ছিল খড়ের ছাউনি। তখন গ্রামের সম্পন্ন গৃহস্থেরা মাটির দোতলা বাড়ি তৈরি করত।
অগ্নিকাণ্ডের সময় বাড়ির সব পায়রা উড়ে গেলেও, একজোড়া পায়রা কোনোক্রমে আমাদের টালিতে ছাওয়া বৈঠকখানা ঘরে থেকে গিয়েছিল। সেই পায়রার বাচ্চা হতো, বড় হতো আর উড়ে যেত।
আমি লক্ষ্য করেছিলাম এবং আমাদের বাড়ির চাষের কাজ করত যেসব মুনিশ বা মাহিন্দার, তাদের দিয়ে বৈঠকখানা ঘরের দেওয়ালে প্রচুর পায়রার খোপ তৈরি করালাম। তখন পায়রার বংশবৃদ্ধি হতে শুরু করলো।
নানা রঙের গোলা গোলা পায়রা অন্য বাড়ি থেকে উড়ে এসে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সাদা, খয়েরি, কুচকুচে কালো, সাদায়-কালো মেশানো নানা রঙের গোলা পায়রা ছাড়াও মাথায় ঝুঁটি, কারো পায়ে পালক, কারো ময়ুরের মতো লেজ—এই ধরনের সঙ্কর-জাতের পায়রাও এসে বাসা বেঁধেছিল আমাদের বাড়িতে।
আমাদের খামারে ধানের বড় বড় গাদা ছিল, উঠোনে সিদ্ধ করা ধান শুকোত, ঢেঁকিতে পাড় দিয়ে চাল তৈরি হতো। এই সময়ে পায়রাদের দাম্পত্য প্রেম লক্ষ্য করি আমার বয়ঃসন্ধিকালে।
অন্য পাখিদের সম্পর্কে জানি না। এমন কি উত্তরবাংলায় ভাওয়াইয়া গানে বগা-বগীর কথা আছে, তাদেরও এমন দাম্পত্য প্রেম আছে কিনা জানি না।
তবে আমি পায়রাদের পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি, এরা জোড়ায় জোড়ায় থাকে। অর্থাৎ, প্রতিটি পুরুষ পায়রার সঙ্গে একটি স্ত্রী পায়রা জোড়া বাঁধে। এদের দাম্পত্য জীবন এতই আদর্শ যে, কোনো পুরুষ পায়রা নিজের জোড়া ছাড়া অন্য স্ত্রী পায়রার সঙ্গে মিলিত হয় না।
অনুরূপভাবে কোনো স্ত্রী পায়রা তার পুরুষটিকে ছাড়া অন্য কোনো পুরুষ পায়রাকে কাছে ঘেঁষতে দেয় না।
আমাদের মানবসমাজে কোনো কোনো পুরুষ নিজের সুন্দরী, স্বাস্থ্যবতী এবং পতিগতপ্রাণা স্ত্রী থাকা সত্ত্বেও, পরস্ত্রীর সঙ্গে গোপনে সংসর্গ করতে যেমন আনন্দ পায়; তেমনি একজন স্ত্রীও স্বামীর প্রচুর রোজগার, বাড়িতে আধুনিক জীবনযাত্রার সমস্ত উপকরণ মজুত থাকা সত্ত্বেও, অন্য পুরুষের সঙ্গে গোপনে মিলিত হয়।
মধ্যবিত্ত থেকে যারা উচ্চবিত্তে পরিণত হচ্ছে, সেই সমাজে এসব আকছার ঘটছে। অথচ, পায়রারা কেমন করে অপরের প্রতি বিশ্বস্ত। পায়রা দম্পতির একজনের মৃত্যু হলে, তবেই তারা নতুন পুরুষ বা স্ত্রী নির্বাচন করে।
পায়রাদের এই জীবনযাত্রা প্রণালী আমি খুব কাছ থেকে একদা লক্ষ্য করেছি!
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প: সুনীল শর্মাচার্য
আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য
প্রবন্ধ
কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য
মুক্তগদ্য
খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য
‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে
ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন
14 thoughts on “পায়রার সংসার”