shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

প্রাইভেটকারের ধাক্কায় নারী পোশাকশ্রমিক নিহত

Road-Accident
Road-Accident

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত ও অপর দুজন আহত হয়েছেন।

আজ শনিবার (৪ জুলাই ২০২০) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম শান্তনা (৩০)। তিনি টাঙ্গাইল মধুপুর উপজেলার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী।

পোশাকশ্রমিক নিহত দুর্ঘটনায় আহত দুই পোশাকশ্রমিক হলেন শারতি রানী ও মায়া রানী।

পুলিশ জানায়, ওই তিন নারী স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। সকালে তাঁরা বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।

সদর উপজেলার ভবানীপুর এলাকায় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাঁদের ধাক্কা দেয়।

এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শান্তনা। গুরুতর আহত হন শারতি ও মায়া।

তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

আইন প্রয়োগকারী সংস্থার ভাষ্য

বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান।

তিনি জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে গেছেন।

বিদ্যমান পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে করণীয়

এক. ড্রাইভারদের সঠিকভাবে গাড়ি চালানোর ট্রেনিং দিতে হবে। তাদের ট্রেনিংয়ে অবশ্যই অন্য গাড়ি ও পথচারীদের বিষয়ে সচেতন হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের অন্যকে অগ্রাধিকার দেয়ার শিক্ষা দিতে হবে। এজন্য ট্রেইনারদেরও ট্রেনিং দেয়ার প্রয়োজন আছে।

দুই. পথচারীদের পথচলার এবং রাস্তা ক্রস করার বিষয়ে সচেতন করে তুলতে হবে। সেক্ষেত্রে কেবল ট্রাফিককে সমুদয় দায়িত্ব দিলে চলবে না; বরং সব সচেতন নাগরিক ও ছাত্রছাত্রীদেরও দায়িত্ব নিতে হবে।

তিন. প্রয়োজনবোধে আইন কঠোর করে গাড়ির মালিকদের বাধ্য করতে হবে যাতে তারা কোনো অবস্থাতেই ত্রুটিপূর্ণ ইঞ্জিনের গাড়ি রাস্তায় বের করতে না পারেন। মান্ধাতার আমলের রংচটা, টোস খাওয়া দানবসদৃশ গাড়ির পরিবর্তে সুদৃশ্য ও পরীক্ষিত গাড়ি রাস্তায় নামাতে হবে।

আরোহীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব গাড়ির মালিকদেরও। ড্রাইভাররাও যেন বিরামহীনভাবে দীর্ঘ সময় গাড়ি না চালান সেই ব্যবস্থাও মালিকদের করতে হবে। চার. পুরনো আইন পরিবর্তন করে নতুন আইনে শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে এবং সরকার ঘোষণা দিয়েছে তা অবিলম্বে কার্যকর হবে। এটা প্রশংসনীয় এবং সঠিকভাবে প্রয়োগ হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে আশা করা যায়।

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...