সংগীতশিল্পী মিতা হকের পরলোকগমন
মিতা হক, খালেদ খান ও ফারহিন খান জয়িতা
পরলোকগমন করেছেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। আজ সকাল ৬টা ২০ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি; তবে চারদিন আগে করোনা নেগেটিভ এসেছিল। আজ রোববার (১২ এপ্রিল ২০২১) বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ছায়ানটে নেওয়া হয়।
মিতা হকের জামাতা অভিনেতা মুস্তাফিজ শাহিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চারদিন আগে করোনা নেগেটিভ হলে বাসায় নেওয়া হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানসিক ও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।
১৯৬২ সালের ৬ সেপ্টেম্বর ঢ...