ফের বিয়ে করলেন শমী কায়সার
পরিবার সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে রেজা আমিন ও শমী কায়সার
ফের বিয়ে করলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। তাঁর বরের নাম রেজা আমিন সুমন। তিনি একজন ব্যবসায়ী। বনানীতে শমীর শ্বশুরবাড়ি। শুক্রবার (৯ অক্টোবর ২০২০) সন্ধ্যায় ঘরোয়াভাবে রাজধানীতে শমীর নিউ ইস্কাটনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
তবে এদিন রাতে শমী কায়সারের পারিবারিক সূত্র আরো জানায়, গত ২৭ সেপ্টেম্বর পারিবারিকভাবে শমী কায়সারের বিয়ে হয়। ৭ অক্টোবর ছিল গায়ে হলুদের অনুষ্ঠান৷ আর ৯ অক্টোবর ছিল বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত হন—বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।
শমীর বিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানার তাঁর বন্ধু নির্মাতা চয়নিকা চৌধুরী। অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, ‘অনেক ভালো থাকিস বন্ধু, কারণ তুই সবসময় সুন্দর করে জীবন কাটাতে চেয়েছিস। সুখি হ এই কামনা করি।’
...