বিশেষ উক্তি, ২০০০
বিশেষ উক্তি
২০২০
.
বিশেষ উক্তি, অনেকটা এক পঙক্তি সংবাদেরই আরেক রূপ। তবে এখানে ডায়লগ প্রধান হয়ে উঠেছে। প্রতি দিন ও রাতের উল্লেখযোগ্য সংবাদ-উক্তি। প্রিয় পাঠক, অনেকটা একনজরে কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ বা সংলাপ, উক্তি বা উদ্ধৃতি—যা বাণী-তুল্য।
৫ নভেম্বর ২০২০ তারিখ থেকে বিশেষ উক্তি তুলে ধরা হলো। এখন থেকে প্রতি বছরের সকল উক্তি বা উদ্ধৃতি। এ বছরের শিরোনাম—বিশেষ উক্তি, ২০২০। বছর শেষে সারা বছরের উল্লেখযোগ্য কিছু উক্তি বা উদ্ধৃতি এখানে একসঙ্গে দেখতে পারবেন।
বাংলা একাডেমির বানান অভিধানে উল্লিখিত শব্দার্থ—
উক্তি : কথা; বচন; বাক্য। উল্লেখ। কথন।
উদ্ধৃতি : কোনো রচনা বা উক্তি থেকে আহৃত অংশ। উত্তোলন; উদ্ধার। মোচন। অধিকারকরণ।
সংলাপ : আলাপ; কথোপকথন (ভাষা আছে তাই সংলাপ গেঁথে—হাসান হাফিজুর রহমান)। নাটকের চরিত্রসমূহের পরস্পরের সঙ্গে কথাবার্তা; dialogue.  ...