
খুচরো কথা চারপাশে
ভারতীয় কোলাজ
সুনীল শর্মাচার্য
ভারতীয় কোলাজ
১
বৌদ্ধ, খ্রিস্টান, জৈন
হিন্দু আর মুসলমান,
ধর্মের ঘেরাটোপে
মানুষের অপমান!
.
২
ভাষণে আগুন ঝরে
জ্বলছে জিঘাংসা,
ক্ষমতা হাতে পেলেই
ছড়িয়ে দেবে হিংসা!
.
৩
ফাগুন-বসন্ত রঙ
বদলায় চৈত্রে,
গিরগিটি রাজনীতি
নয়া মানচিত্রে!
.
৪
ঠকবাজ, প্রতারক
ঠাসা দেখি বঙ্গে,
রাজনীতি ধোঁকাবাজি
চলে কত রঙ্গে!
.
৫
রোজ মরি, রোজ বাঁচি
আমি মধ্যবিত্ত,
নানা দলে জোট বাঁধে
আহ্লাদে চিত্ত!
.
৬
স্বদেশে আঁধার ফাঁদ
চারদিকে ঝুলছে,
কোথা যাবে হে মানুষ?
মাটি দেখি দুলছে!
.
৭
ঘুম থেকে জেগে দেখি
সকালটা নষ্ট,
হা-ভাতে জীবনটা
টেনে আনে কষ্ট!
.
৮
আফসোস করে করে
বাঁচি এই অব্দি,
রঙ বদলে এখন
সতী উপলব্ধি!
.
৯
দলসেবী লোকজন
নির্লজ্জ ভৃত্য,
পা-চাটা ভক্তদের
উদোম নৃত্য!
.
১০
রাজনীতি আজেবাজে
ভুয়ো গণতন্ত্র,
পীরবাবা, ব্রাম্যকাকা
আওড়াই মন্ত্র!
.
১১
ঠকেও শেখোনি সব
কী যে আহাম্মক,
আশ্বাসে বিশ্বাসে দেখি
ফল মারাত্মক!
.
১২
ধর্মো এব হতো হন্তি
ধর্মো রক্ষতি রক্ষিতঃ
ধর্মের জন্য মানুষ
অবহেলায় শঙ্কিত!
.
১৩
বামের দুর্গতি দেখি
আজ দেশজুড়ে,
ধর্মগুরু সেকুলার
তত্ত্ব যায় ঘুরে!
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য
প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য
মুক্তপদ্য
গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প: সুনীল শর্মাচার্য
আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য
প্রবন্ধ
কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য
মতামত
মুক্তগদ্য
খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য
‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে
ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন
বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে
ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা
রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ
ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত
ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা
ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা
10 thoughts on “ভারতীয় কোলাজ”