shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভারতীয় ছড়াকু

Chharaku
Chharaku

ভারতীয় ছড়াকু

সুনীল শর্মাচার্য

ভারতীয় ছড়াকু

টিয়া ওরে টিয়া

হাতে বসে ভুবন দেখ

চক্ষু দুটি নিয়া!

.

দেশ পুড়ছে, পুড়ুক গে

মানুষ মরে, মরুক গে

হাঁস-ময়ূর-কবুতরে

ঘরে জ্বালে দিয়া!

.

বেজায় সুখী, বেজায় দামি

তিনি মান্য মিয়া,

জন্ম হলেই মৃত্যু হবেই

চিন্তা নেই পিয়া!

.

দুইদিকে দুই অপদার্থ

দেশটা জ্বলে যায়,

আমরা সব বোকা পাঁঠা

ভাষণ গুলে খাই!

.

চুপ থেকো না ওগো লেখক, কবি-বুদ্ধিজীবী,

দেশ যে ডোবে অন্ধকারে, তাড়াও পরজীবী!

.

ধর্ষকে দেশ অন্ধ বড়, শাসক অ-মানবী,

নারীর সন্মান লুটে তারা বেজায় দানবী!

.

শাসক নির্লজ্জ আজ, বিবেক ঘাটের মড়া,

মানুষ পুতুল ভাবে যারা, তারা পাপে ভরা!

.

জাতপাত আর বর্ণ নিয়ে মধ্যযুগ জাগে,

মানুষ মারে মানুষকে, দেশ ফুঁসছে রাগে!

.

জাগো জাগো বিবেকবান লেখক বুদ্ধিজীবী,

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এই তো দাবি!

.

পেটে ভাত নেই, চোখে ঘুম নেই

যন্ত্রণা ভরা রাত,

তোমার-আমার শহরজুড়েই

এই তো নিত্যি বাত!

.

আইনকানুন শিকেয় তুলছে

বেয়াড়া প্রাণীকুল,

রাজন মেতেছে মরণ খেলায়

শৃঙ্খলা ঝাড়ে ঝুল!

.

ঘরে ঘরে আজ অনাহার বাড়ে

বাজার তো আগুন,

মানুষ এখন মারছে মানুষ

বিবেক ক’রে খুন!

.

অসুখ হলে সুচিকিৎসার

নেই দেখো এক চুল,

গরিব মরছে, শাসক গুণছে

সংখ্যা ভাঙছে ভুল!

.

দলে দলে, নেতা-নেত্রী

দেখি কত রঙ,

কার টানে কে-বা চলে

দেখি নানা ঢঙ!

.

চাল চুরি, টাকা চুরি

কারা করে কারা?

কার সাথে কার যোগ

নেতা বাক হারা!

.

রণে বনে, জনে জনে

নানা কথা শুনি,

কোন দলে কত মধু

যোগ ভাগ গুনি!

.

যা কিছু সব ঘটছে ঘটুক

নজর ঘোরাও

সবকিছুতেই বিদেশি যোগ

নজর ঘোরাও

দেশদ্রোহী সব মানুষগুলো

নজর ঘোরাও

সর্ষের ভেতর ভূত রয়েছে

নজর ঘোরাও

নতুন নতুন ইস্যু এনেই

নজর ঘোরাও

দেশের ক্ষত ঢাকতে গিয়েই

নজর ঘোরাও

মানুষ মরুক দেশ জ্বলুক

নজর ঘোরাও

অপকর্ম সব ঢাকতে গিয়েই

নজর ঘোরাও

খুন-ধর্ষণ চলছে চলুক

নজর ঘোরাও

শাসন ভাষণ মিথ্যে দিয়েই

মানুষ ভোলাও!

.

চিনের তৈরি জিনিস কেনো

সস্তায় মওকা ভাবি,

চিনের মতি বুঝতে নারি

কার কাছে কার দাবি!

.

খারাপ মালে লাভটা বেশি

বিষয় যে কাটমানি,

রাফেল ঢাকো ফরসা হাতে

লাভটা সবাই জানি!

.

দান অনুদান পাচ্ছো খুব

হিসাব অডিট ফাঁকি,

কোন টাকা কোথায় গায়েব

ধুলোয় দেশটা ঢাকি!

.

দেখছো না তো দেশের চুরি

যতই আসুক ঝড়,

শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে

এবার তোরাই মর!

.

শোনো রে, দুষ্টু রাজার কান

ছিঁড়ে নিলো হনুমান,

কেন নিলো? সে অনেক কথা

করো কিছু অনুমান!

.

রাজার তো কান নেই,

লাজ নেই, মান নেই,

দেশ করেছে উনুন!

পুড়তে পুড়তে প্রজা বলে :

আদি কারণ খুঁজুন!

গোঁয়ার রাজা রাগে আগুন

বলে : সবাই ভাগুন!

.

হনুমান ছড়ায় আগুন

পুড়ায় সারা দেশ,

রাজার ভক্তি চরম অন্ধ

সব করছে শেষ!

.

হনুমান তো দেবতা নয়?

রাজা তুইও মানুষ না!

সারা দেশে ওঠে আওয়াজ

হট্ যা, তুই হট্ যা!!

.

ঋণ খেলাপির ঋণ মুক্ত

জনগণ শুধু নয়,

বিপদ ভারি বুঝতে পারি

আগাম আনছে ক্ষয়!

.

ব্যাঙ্কে জমাও টাকা পয়সা

সেও তো তোমার নয়,

মহা রাজার বিষ আইনে

করবে কি নয়-ছয়?

.

সন্দেহ আজ কঠিন বড়

জাগছে মনের ভয়,

আধার লিঙ্কে ছড়িয়ে তথ্য

গোপনতা নষ্ট হয়!

.

১০

গাছ কেটেছ গাছ

বন করেছ সাফ,

বাড়ির পরে বাড়ি

ইট পাথরে হাব!

.

বিষ করেছ বায়ু

নদীর জলে সাপ,

প্রকৃতি ওঠে ফুঁসে

করছে না তো মাফ!

.

মারছ কীট-পোকা

কোথায় দাও ঝাঁপ!

.

চাইছ যত টাকা

হচ্ছো ততই ফাঁকা,

টাকা বাড়ছে টাকা

যায় না খিদে ঢাকা!

.

করোনা দিল শিক্ষা :

বাপের ’পর বাপ!!

.

১১

সকাল বেলা বলছে এক

বিকাল বেলা আরেক এক!

.

দুদিকে দুই বিঁধছে সুঁই

বলছে শুধু আমায় দেখ্!

.

১২

সত্যি কথা বলতে গেলে ঝক্কি!

শুনবে, তেমন আছে লোক কি?

.

সত্য বললেই বিপদ বেশি

হাওয়ার দাপট এলোকেশী…

.

সত্য বলা ভুলেও নয় লক্ষ্মী!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...