
ভারতীয় ছড়া
সুনীল শর্মাচার্য
ভারতীয় ছড়া
১
পথে বিপদ, ঘরে বিপদ
উড়ছে কোথায় চিল,
খিদের জ্বালা চিন্তা বাড়ায়
পেটেই দিলাম খিল!
.
কাজ হারিয়ে বেকার বাড়ে
চারপাশে কিলবিল,
ভাত চাইলে, কাজ চাইলে
রাজাই মারছে ঢিল!
.
বললে কথা, উচিত কথা
তাল থেকে হয় তিল,
স্বপ্ন দেখলে বিপদ ভারি
মারবে গোঁসাই কিল!
.
২
ফন্দিফিকির নানান ধাঁচে
করছে দুই শেয়াল,
অতি লোভের ফাঁদ পেতেছে
শান্তি দেশের বেহাল!
.
দেশ ডুবলো, বন ডুবলো
নেই তো কারো খেয়াল,
ভাবের ঘোরে মনটা চুরি
মানুষ হলো দেয়াল!
.
৩
স্বচ্ছ ভারত উঠলো ফুটি
ধরছে ঝাঁটা সবাই মুঠি
.
মন ডেকেছে বেজায় ছুটি
পথ ঝেঁটিয়ে ময়লা লুটি
.
ভারত এগোই গুটিগুটি
দেখছি রাজা বেজায় খুশি!
.
৪
বললে কথা আসছে তেড়ে
শান্তি নামের দূত পুলিশ,
ভাত চাইলে, কাজ চাইলে
তেড়ে আসে রাজার পুলিশ!
.
পুলিশ আমার যতক্ষণ,
শাসন মানছি ততক্ষণ!
.
৫
ধর্ম তোমাকে দেয় না খেতে
দেয় না বাঁচার মন্ত্র,
শোষণ বাড়ায় দিনে দিনে
রাজার শাসন যন্ত্র!
.
৬
দেশ ভরছে কুশাসনের
ধর্ম গানে,
বুজরুকি ঢপের কেত্তন
লোক জানে!
.
মনুষ্যত্ব হারিয়ে উধাও
কোন বনে?
বুদ্ধি বিবেক হারিয়ে শূন্য
জনে জনে!
.
লোভ-লালসা, ভোগ ক্ষমতা
শোক আনে,
অলীক সুখের হাতছানি
সবখানে!
.
৭
ভোট এলেই জনগণ
ভোটের শেষে পথ গোন!
রাজা-মন্ত্রী আপনজন
ব্রাত্য দেখি মানুষজন!
.
ভোটে জিতে তারাই নামি
ক্ষমতা যে আসল দামি;
তারাই নাকি মুক্তকামী
সাপের গালে খাচ্ছে হামি!
.
ভোটতন্ত্রে রাজনীতিতে
মানুষ দেখি সংখ্যাতে,
ভোটে জিতে আসলে রাজা
বাঁচছে প্রজা সংঘাতে!
.
ভারতীয় সংবিধানে
একেই বলে গণতন্ত্র,
স্বাধীনতা নিজের স্বার্থে
দেশ সেবাটা তন্ত্র মন্ত্র!
.
৮
দেশ ছেড়ে বিদেশ ভজে
দেশের রক্ত খায়,
শত্রু যারা তাদের মিত্র
এখন বোঝা যায়!
.
দেশের খেয়ে নড়েচড়ে
দেশটা ভুলে যায়,
দালাল চোর সৎ শুনি
মুখোশ খুলে যায়!
.
৯
কেন্দ্র ও রাজ্য নিয়ে সন্দেহ
পরস্পরের দিকে,
রাজনীতির তরজা শুনি
ক্ষমতা পাঁচসিকে!
.
এ ভালো নয়, সে ভালো নয়
কে থাকে আর টিকে?
কার দিকে ঝুঁকছে মানুষ
ভাবনা হলো ফিঁকে!
.
সবার মনে প্রশ্ন বিরাট
রাজনীতি কি পিকে?
কখন কার ছিঁড়বে দড়ি
ভাগ্যের চাঁদ ছিঁকে!
.
১০
রাজপ্রাসাদে ময়ূর পুষে
দিলেন তিনি দানা,
কারো তো নেই বুকের পাটা
করবে তাঁকে মানা!
.
দেশ পুড়ছে করোনায়
মরছে মানুষ হুঁস নাই…
.
দিনের পরে দিন চলে যায়
বিপদ অজানা,
আপন মনে মন কি বাত
জনতা খায় দানা!
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য
প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য
মুক্তপদ্য
ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য
ছড়া
গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য
আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য
প্রবন্ধ
কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য
মতামত
মুক্তগদ্য
খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য
‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে
ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন
বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে
ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা
রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ
ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত
ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা
ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা
6 thoughts on “ভারতীয় ছড়া”