shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভারতীয় পাঁচালি

Indian Panchali

সুনীল শর্মাচার্য

ভারতীয় পাঁচালি

ভয় করলেই যত ভয়

নইলে তা তো কিছুই নয়!

.

মান্য করলে অনেক ভয়

না মানলে নেই আর ভয়!

.

কাজ ভাবলে কঠিন হয়

কাজ করলে থাকে না ভয়!

.

পথে নামলে হাজার ভয়

পথ চললে কোথায় ভয়!

.

ভয় করলে নানান ভয়

নইলে তা তো কিছুই নয়!

.

মরছে মানুষ শ’য়ে শ’য়ে

তুমি নানান আইন করো,

মানুষ যখন দিশেহারা

কাজ-চাকরি হরণ করো!

.

বেকার বাড়ছে সারা দেশে

দেখছি তুমি ঘুমিয়ে পড়ো,

গদির জোরে সাহস দেখি :

মাটি ছেড়েই আকাশ ধরো!

.

একে একে সবই বেচছো

দেশ করছো হাঁড়ির হাল,

শাক দিয়ে মাছ ঢেকে দেখো:

তোমার শাসন বেসামাল!

.

দিন যায়

মাস যায়

খুশি লুটে,

.

আজ রাজা

কাল প্রজা

হাসে ঘুঁটে!

.

সারা দেশেই লাভের ছবি

শিক্ষাতে দেয় হানা,

আজব যুগের কথা শুনি

কারণটা অজানা!

.

ব্যবসা এখন রাজনীতিতে

মানুষ মাটি নিয়ে,

চাকরি বলো, সুযোগ বলো

প্রাপ্তি যে ঘুষ দিয়ে!

.

মুখোশ পরা এই সভ্যতা

আলো আর ছায়া,

সঠিক সত্য হারিয়ে সব

পঞ্চভূতের কায়া!

.

উপবাসী মা

রাত কাটে না,

জ্বরে পোড়ে গা

ঘুম আসে না!

.

পেটে খিদে যে

মন মানে না,

.

রাগে জ্বলে গা

ভাত জোটে না!

.

রাত গিলে খা

হাওয়া ধরে খা,

জল গিলে খা

কিছু বোঝে না!

.

ফুটপাতে মা

ঘর হারা মা,

কাজ হারা মা

চোখে দেখে না!

.

উপবাসী মা

স্বামী হারা মা,

দেশ হারা মা

রাত কাটে না!

.

দল বদল স্বার্থময়

চারদিকে গন্ধ ছড়ায়,

লুটেপুটে সজীব থাকে

ঢালু দিকে জল গড়ায়!

.

দল বদলে অন্য দলে

শুনি পাখির কলরব,

সতীসাধ্বী চোর-ডাকাতে

চলছে কতো উৎসব!

.

হুঙ্কারে তাই গলা ফাটে

চোরের মা’র বড় গলা,

মীরজাফরের চরিত্রে

দেখছি যত লম্বা নলা!

.

ঘুষ, চুরি ও অপকর্মে

সবাই দেখি বড় সাধু,

ঢপবাজিতে শত কথা

মানুষ দেখে মিথ্যে যাদু!

.

দেশ সেবা কথার কথা

নিজের স্বার্থ আগে দেখে,

দল বদলে চলে খেলা

গিরগিটির রঙ মেখে!

.

বক্সীগঞ্জে

পদ্মপাড়ে,

জন্মভিটে

স্মৃতি নাড়ে!

.

দেশভাগ

কাঁটাতারে,

ভাইবোন

দৃষ্টি কাড়ে!

.

বাম চরিত্র, রাম চরিত্র

দেখছি জেলি-জ্যাম,

বামরাজা তৈরি করেন

ডিটেনশন ক্যাম্প!

.

১০

লুটেপুটে খাও রে বাবা

লুটেপুটে যাও,

জনসেবা ভড়ং মাখা

রক্ত চুষে খাও!

.

১১

ভোট যুদ্ধে মুখোমুখি

পদ্ম জোড়াফুল,

প্রতারণা, ধাপ্পাবাজি

দেখি এক মূল!

.

১২

মানুষ বড় কাঁদে,

পড়েছে আজ ফাঁদে!

.

আজব এক ত্রাসে,

সংঘাতে দেশ হাসে!

………………… ভারতীয় পাঁচালি

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...