shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

Retail talk all around
How many problems I am in
খুচরো কথা চারপাশে

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

সুনীল শর্মাচার্য

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বর্তমানে ভারতে কৃষিবিল নিয়ে রণংদেহী কৃষকরা। কিন্তু ব্যাপারটা কি? এদিকে, স্বয়ং কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হারসিমরাত কৌর বাদল পদত্যাগ করে দিলেন কেন?

প্রথমে বুঝতে হবে, কৃষিবিলে কি কি আছে—যাতে কৃষকরা এতো রেগে গেছেন যে, করোনার তোয়াক্কা না-করে রাস্তায় নেমে এসেছেন।

প্রথম কথা হলো, নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর। ঐদিনই উনি আম্বানি-আদানির সমর্থনে এই বিলটি পাশ করানোর চেষ্টা করা শুরু করলেন।…

দুটি কোম্পানির নাম এক্ষেত্রে মাথায় রাখতে হবে : ১. Reliance Retail, ২. Adani Wilmar. পুরো ‘কৃষিবিল’টি এই দুটি কোম্পানির কথা ভেবে বানানো হয়েছে।…

দুটো কোম্পানির কাজ ভারতের ৭৬.৮৭ লক্ষ কোটি টাকার ($১.১ ট্রিলিয়ন) retail industry (যা বাৎসরিক ৯-১১ % হারে বাড়ছে।… পৃথিবীতে সর্বোচ্চ।…)-কে সম্পূর্ণভাবে হস্তগত করা।…

বর্তমানে এই বাজারের ৫% মাত্র সংগঠিত বাজার (organized retail)-এর মধ্যেই Reliance Retail, DMart, Spencer, Adani Wilmar, Amazon, Flipkart, Big Bazaar, Pantaloon, Shoppers Stop…

এই সংগঠিত খুচরো ব্যবসা বছরে ৩৫% করে বাড়ছে।…

প্র : কতটা বাড়তে পারে?

উ : আমেরিকাতে Organized Retail ৯৫%…

আমেরিকায় নতুন করে বাড়ার বিশেষ জায়গা নেই।…

বিশ্ব খুচরো ব্যবসার বাজার $২৪ ট্রিলিয়ন।… পুরোটাই বাড়ছে এশিয়ায়।… বিশেষ করে, ভারত ও চীনে।…

মানে আম্বানি পরিবারের এক একজন কতটা ধনী আরো হতে পারেন তা ভেবে দেখার বিষয়!

Walmart-এর স্যাম ওয়াল্টন retail ছাড়া অন্য কোনো ব্যবসা করতেন না… তাতেই বিশ্বের

প্রথম ২০ ধনীর মধ্যে তাঁর পরিবারের ৩ জন—জিম, এলিস, রবসন।

তেল পরিশোধনে চালর্স কখ বিশ্বের ২০তম ধনী। কার্লস স্লিম হেমু আবার telecommunication sector-এর লোক।… বিশ্বের ১৪তম ধনী।

এবারে ৩ জনকে যোগ করলে (retail + oil/ energy + telecommunication) বেরোবে মুকেশ আম্বানি।… বিশ্বের ১৩তম ধনী।…

এটি সেই অবস্থায় যখন ভারতে এই ৩টি Sector-এর বৃদ্ধির সম্ভাবনা বিপুল।… আমি নিশ্চিত, আম্বানি পরিবার বিশ্বের ইতিহাসের সবচেয়ে ধনী পরিবার হতে চলেছে।… যেখানে মুঘল সম্রাটদের তাদের সামনে ছোট লাগবে।…

.

* দূর, কৃষিবিল নিয়ে আলোচনা করতে করতে কি নিয়ে শুরু করছি—ভাবছেন?

উ : পুরো grand plan-টি বুঝতে হবে।… ‘ধর্মভিত্তিক রাজনীতি’ করতে গেলে তো ‘রাজা’কে প্রয়োজন। ‘রাজা’র দুটি অংশ।… ১. তিনি অর্থের যোগান দেন, ২. তিনি সৈন্যের যোগান দেন।…

‘পুরোহিত/ ধর্মযাজক/ মৌলানা’ অর্থাৎ ‘Organized religion’ তাদের নিজেদের সুবিধার্থে সেই ‘রাজতন্ত্র’কে মান্যতা দেন।

ইসলামে ‘রাজা’ থাকার কোনো কথাই নেই… ঐদিকে দেখুন।… সৌদি আরবের বড় বড় মৌলানারা সবাই আল-সাউদ রাজাদের কেমন ভজনা করে চলেছেন।

আম্বানি ‘জগৎ শেঠ’-এর টাকা নিয়ে ‘মিলিটারি’কে সামনে রেখে ‘দাড়ি বাড়িয়ে’ নরেন্দ্র মোদী ‘সন্ন্যাসী রাজা’ হিসাবে আত্মপ্রকাশ করেছেন।…

একটা পোস্টার দেখেছি, স্বামী বিবেকানন্দ + নেতাজী সুভাষ চন্দ্র = নরেন্দ্র মোদী।… ‘আম্বানি’কেও ওখানে ‘+’ চিহ্ন দিয়ে লেখা যেত।…

আসল equation-টি হলো : সংগঠিত ধর্ম + সংগঠিত সৈন্যবাহিনী + সংগঠিত অর্থ = সংগঠিত রাজনৈতিক ক্ষমতায়ন।

প্র : এই সমীকরণে ‘মানুষ’ কোথায়?

উ : আছে… একেবারে নিচের স্তরে।…

এই পুরো সমীকরণ চলছে মানুষের পিঠে চেপে মানুষকে কলুর বলদের মতো ঘুরিয়ে ঘানির তেল বের করে।…

মানুষ দেখছে, ‘বাহ্, কি সুন্দর দেশের উন্নতি।… তাজমহল তৈরি হয়েছে’…

কিন্তু অর্থ মানুষের, পরিশ্রম মানুষের, মালিক মানুষ নন।… মালিক ‘শাহজাহান’…

‘মানুষ’ বেশি চেঁচালেই ‘দেবতা’ (আরএসএস), ‘দান’ (আম্বানি), অথবা ‘দমন’ (সৈন্যবাহিনী/ পুলিশ) ঢুকে যাবে।…

.

* ‘রাজতন্ত্র’ কীভাবে ফিরে আসছে বুঝতে পারছেন?

‘আপনি কৃষিবিল বাদ দিয়ে সব নিয়েই বলে চলেছেন। এই ভ্যান্তারা করার ফলেই আপনার বাড়ি আক্রমণ হয়’…

উ : ‘কৃষিবিল’ কেন এলো তা না বুঝতে পারলে ‘কৃষিবিল’ও বুঝবেন না… ‘কৃষিবিলে মানুষ বাদ’…

এবারে ৪ লাইনে ‘কৃষিবিল’ বোঝানোর প্রচেষ্টা করছি—

প্রথমে কৃষি উৎপাদনের সমস্যাটি বুঝুন।… কৃষক ফসল ফলায়।… কিন্তু তার উৎপাদন ‘উপভোক্তা’র কাছে পৌঁছবে কি করে? সে কি মাঠে বাঁধাকপি বানিয়ে আপনার-আমার বাড়ি পৌঁছে দেবে?

Scale-এর একটি বড় সমস্যা আছে।… ১০০টি বাঁধাকপি উৎপাদন করে সে আয় করতে পারে মাত্র ১০০০/২০০০ টাকা।… এবারে তার ক্ষেত থেকে আপনার-আমার বাড়ি আনতে খরচ হয়ে যাচ্ছে ৮০ কিমি. যাতায়াত/৮ লিটার ডিজেল/৬০০ টাকা।… তার উপরে মজুতের ব্যাপার আছে… কোনো ঠিকে জায়গায় নিয়ে রাখতে হবে রাত্রির জন্যে।…

কৃষকের এই ভার লাঘব করতে আসবেন ‘মধ্যসত্বভোগী’ বা ফোঁড়েরা। তারা ১০০ জন কৃষকের থেকে ১০০টি করে বাঁধাকপি কেনেন। সেই ১০০০০ বাঁধাকপি নিয়ে বাজারে খুচরো বিক্রেতাদের কাছে বিক্রি করে পান ৮০,০০০ টাকা। কৃষককে দেন ৪০,০০০ টাকা।…

‘ক্ষেত থেকে বাজার’ পৌঁছনোর জন্যে ‘গাড়ির ভাড়া’ দেন ২০০০০ টাকা।… নিজেরা লাভ করেন ২০০০০ টাকা।… (৫০% নষ্ট হওয়া খাদ্যশস্য ধরলে লাভের অঙ্ক সবার ভাগেই কমবে) এই

পুরো ব্যাপারটি নিয়ন্ত্রিত হয় ‘ব্লকের সব্জি মাণ্ডির’ মাধ্যমে।…

ওখানেই ‘ফোঁড়েরা’ ‘কৃষকদের’ থেকে উৎপাদিত শস্য কিনে গাড়ি load করেন।… ভারতে অসংগঠিত ক্ষেত্রের মধ্যে ওই সব্জিমাণ্ডির চিন্তাধারাটিই ‘অসংগঠিত ভাবে সংগঠিত’।… ‘ফোঁড়ে’ এবং ‘কৃষক’রা দরদাম করে দাম ঠিক করেন।… কোনো গণ্ডগোল হলে ব্লক কৃষি আধিকারিক সমস্যা মেটান।…

কোনো কোনো বিশেষ অত্যাবশ্যক পণ্যের ক্ষেত্রে (যেন সহায়ক মূল্য আছে) সরকারের ‘ফুড কর্পোরেশন অফ ইণ্ডিয়া’ ওই সবজি মাণ্ডিতেই কেনেন।…

.

এবার দেখুন নরেন্দ্র মোদী সরকারের ‘কৃষিবিল’-এ কি আছে?

১. কৃষকরা এবার থেকে Online-এ সব দরদাম ঠিক করতে পারবেন, যেমন করে OLX বা Ebay-তে কেনা হয়।… সব্জিমাণ্ডির আর কোনো দরদাম নেই।…

প্রশ্ন : মাল পচা হলে কিংবা কৃষক ঠিকঠাক টাকা না-পেলে মেটাবে কে? মহারাষ্ট্রের কৃষকের হলুদ

পাঞ্জাবে নিয়ে যাওয়ার গাড়ির ব্যবসা করবে কে?

‘সহায়ক মূল্য’ কি উঠে যেতে চলেছে? কৃষকের দরদাম করার platform-টি ছিল, ‘সব্জিমাণ্ডি’… এখন তো স্রেফ  Online-এ ‘দামের দৈববাণী’ হবে।…

Online : ‘পটলের দাম ৪ টাকা/কেজি পাবে।’

কৃষক : ‘কিন্ত স্যার, আমি তো ৫.৫ টাকা/কেজির

কমে বেঁচবো না।’

Online : তাহলে বাড়িতে বসে পটল তোলো।…

বেচার উপায় নাই।

ভারতের কৃষকরা জীবনে কোনোদিন ‘ফসলের দাম’ নিয়ে ‘বিরাট পুঁজি’র সঙ্গে লড়তে পারবে না…

২. Contract farming : কোম্পানি এসে বলবে যে ‘নীলচাষ করো’… নীলচাষ করতে হবে… নয়তো Contract ভঙ্গের দায় তোমার জেল ও জরিমানা।…

‘বললেই হলো, আমি অমন contract করবোই না।’

উ : শুরুতেই আপনার হাতে থোক ১ লক্ষ টাকা দিয়ে আপনার সঙ্গে ৫ বছরের contract করা হবে।… আপনার বোনের বিয়ে।… আপনি টাকা নিতে বাধ্য।… তার পরে ৫ বছর ধরে আপনার

জিঙ্গালালা হবে।… শ্রম আপনার, ফসল কোম্পানির।…

৩. চাল, ডাল, গম, আলু, ভোজ্যতেল, পেঁয়াজ, তৈলবীজ কোম্পানির যত ইচ্ছা মজুদ করার ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ লাগু হতে পারে।… রাজ্য সরকারের কিছু বলার ক্ষমতায় থাকবে না…

‘ঢুকে গেছে।… ঢুকে গেছে।… ঢুকে গেছে।… Adani Wilmar… Fortune, King’s, Bullet, Raag, Avsar, Pilaf, Jubilee, Fryola, Alpha and Aadhar.’

মানে? কি বলতে চাইছেন?

উ : কয়েক বছর আগে ডালের দাম ৮০ টাকা কেজি থেকে বেড়ে ২০০ টাকা কেজি হয়েছিল।… ভারতে সবচেয়ে বড় ডালের মজুমদারের নাম শ্রী গৌতম আদানি।… উনি সব ডাল গেঁড়িয়ে গুজরাত স্থিত ওঁর private পোর্টের মাধ্যমে ওঁর জাহাজে চড়িয়ে ৬ মাস আরব সাগরে ঘুরিয়ে গেছেন।… ৬ মাস এ বন্দর ও বন্দর ঘুরে ডাল বেশি দামে এসে ভারতের বাজারেই বিক্রি হয়েছে।… কালোবাজারি করে প্রায় ১০,০০০ কোটি টাকা মুনাফা।

ভাবছেন : ‘সেকি? এ তো ভয়ঙ্কর কথা’

হ্যাঁ, এখনো ‘ভয়ঙ্কর’ কি সেটা চোখে দেখেননি।…

‘শোনরে মালিক, শোনরে মজুতদার তোদের প্রাসাদে জমা হয়েছে কত মৃত মানুষের হাড় হিসাব দিবি না তার?’

.

নরেন্দ্র মোদী সব জিনিসের মতো এই ‘কৃষিবিল’-এর ক্ষেত্রেও ‘শত্রু’ চিহ্নিত করেছেন :

১. Digital Infrastructure তৈরির বিরোধী।

২. মধ্যসত্বভোগীর সমর্থক।

৩. কৃষকের বেশি দাম পাওয়ার পরিপন্থী।

—এই ৩টি পয়েন্টই যে কেন খোকলা তার বোঝাতেই আমাকে উপরের ‘রচনা’ লিখতে হলো।… তা এটি ‘গরুর রচনা’ না ‘গোবরের রচনা’ সেটির বিচার করবেন পাঠক।…

.

এবার ‘কৃষিবিল’-এর সমাপতনটি লক্ষ্য করা যাক—

১. Reliance বললো, আমরা Retail-এ বিরাট ভাবে ঢুকছি।… Future group-এর Bigbazaar কিনে নেবো।

২. Jio Network-এর মাধ্যমে Online Retail-এর এক দিগন্ত তৈরি হবে।…

‘আমরা তো আগেই বলেছিলাম, বৃহৎ পুঁজি খারাপ। বাজার অর্থনীতিই ভুল’—সিপিএমেরা এক্ষুনি বলে বসবে।…

‘বাজার অর্থনীতি’ ভুল নয়, বাজার মানুষের উন্নতির কাজেই লাগে।… নয়তো কোনো বস্তারের কোনো গ্রামের কোনো শিল্পী, তার কাজ আজ নিউইয়র্কে রং আর্ট হাউসে বিক্রি হচ্ছে কি করে?

সোভিয়েত ইউনিয়ন যে ভারত-সহ অনেক দেশে অস্ত্র বেঁচতো।… ঐটি কি ‘বাজার অর্থনীতি’ ছিল না? বিনামূল্যে দিত বলে তো মনে করতে পারছি না…

কিন্তু ‘আলাদিনের চেরাগ-এ-জিন’-এর কথা মনে আছে? আলাদিনের হাতে একরকম।… জাদুকর জাফরের হাতে আবার আরেক রকম।… সমস্যাটি ‘চেরাগ’-এর নয়, যার হাতে পড়েছে সেই ‘হাত’টির!…

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...