ভারত দৃশ্যপট
সুনীল শর্মাচার্য
ভারত দৃশ্যপট
১
রাজার আইন দিশা হারা
মানুষ ভাগ করে,
বেকার বাড়ে লক্ষ হাজার
সবার ঘরে ঘরে!
.
মহামারীর প্রকোটে আজ
টাকার মান পড়ে,
গরিব মেরে দেশ গড়ছে
ধনীর হাত ধরে!
.
ঋণ চোরের সংখ্যা বাড়ে
দেশটা ভাজা ভাজা,
লুটপাটের রাজনীতিতে
দেশ দরদী সাজা!
.
২
ভাত জোটে না মদ খাও
তাতেই পাবে মজা,
অর্থনীতি চাঙ্গা হবেই
রাজা খাবেন গজা!
.
গোল্লায় যাক এ করোনা
সোস্যাল ডিস্ট্যান্স,
মদ কিনছো মত্ত হয়ে
করো মরণ ড্যান্স!
.
৩
দেখবি শুনবি বলবি না
বাদ-প্রতিবাদ করবি না!
.
দেখবি শুধু, জ্বলবি শুধু
লুচির মতন ফুলবি না!
.
৪
উঠতে বসতে তৈল্যমর্দন
শুনতে লাগে ভয়,
আসল খবর নকল হয়ে
চাপা পড়েই যায়!
.
যা ঘটনা ঘটে
তা কিছুটা রটে,
শুনতে মন্দ নয়;
আসল খবর নকল হয়ে
সবার গিলে খায়!
.
৫
রাজ্য চালায় কে?
মুখ্যমন্ত্রী না ঐ রাজ্যপাল?
জবাব দেবে কে?
সংবিধান কি দেয় বিধান
বলবে তাহা কে?
.
ভারত গণতন্ত্র
আজব সব তন্ত্র,
মনে নানান ধন্দ;
কি যে লুকায়, কি যে চাপায়
মন্দ সবই মন্দ!
.
ভাবতে গিয়ে ‘থ’ হয়ে যাই
মাথায় জমে প্রশ্ন,
ভোটের খেলা বিকোয় নেতা
নষ্ট দেশের স্বপ্ন!
.
৬
খাই খাই করে তবু
খাবার না জোটে,
রাতে ঘুম ছুটে যায়
আগুন যে খিদে!
.
কথা দিয়ে কথা ভাঙে
নেতা-নেত্রী ভোটে,
বোঝে নাকো জনগণ
হয় না তো সিধে!
.
৭
রাজার হাতে হচ্ছে চুরি প্রজার মালামাল,
প্রজা ঘুমায় আফিম ঘোরে সব দেখি পয়মাল!
.
দু’মুঠো ভাতের জন্য মানুষ আজ কাঙাল,
রাজনীতির তরজা বিষে প্রাণটা যাবার হাল!
.
প্রজার প্রাপ্য রেশন চাল, তাও দেখি চুরি,
এ-দল ও-দল ঝগড়া বাঁধায় হাতে বোমা ছুরি!
.
কার কথাতে কার ভরসায় কাকে যে ডাকি?
বুকের ক্ষত আর কতোকাল ঢেকেই বলো রাখি!
.
৮
ট্রেনে কেটে মরছে শ্রমিক
তোমার তাতে কি?
ঠাণ্ডা ঘরে থাকছো সুখেই
তোমার পাতে ঘি!
.
ভাষণ দিয়ে সারছো দায়
কখনো ভাবো কি?
দেশটা আগুন হচ্ছে চুপে
বুঝতে পারো কি!
.
পাগলা খিদে জ্বলছে পেটে
দহন বোঝো কি?
সারাদেশে জাগছে মানুষ
বুঝতে পারো কি!
.
আসছে ঝড় ভাঙবে ঘর
শুনতে পাও কি?
খড়কুটো তো ভাসছে জলে
কূলটা পাবে কি!
.
৯
শাসক বেনিয়া হলে
দেশের সর্বনাশ,
সামনে ঝোলানো মূলো
প্রজাদের বাঁশ!
.
দেশ নিয়ে নয়ছয়
শুনি দীর্ঘশ্বাস,
যাঁতাকলে পড়ে প্রজা
করে হাঁসফাঁস!
.
শাসক বেনিয়া হলে
প্রজা পণ্য-তাস,
বাজারে বিকিয়ে যায়
সব পরিহাস!
.
জল ছাড়া নদী হারা
হেঁটে যায় হাঁস,
শিরদাঁড়া বেঁকে যায়
লেখে ইতিহাস!
.
১০
দেশটা যখন টলমল
তখন দেখছি যুদ্ধ,
মজার খেলা মানুষ জানে
সবকিছু নয় শুদ্ধ!
.
জঙ্গি মারছে জঙ্গি সেজেই
ছড়ায় নানান গল্প,
চোখ ঘোরাতে চলছে খেলা
ছড়ায় হাজার গল্প!
.
১১
মুখ্যমন্ত্রী বাজার করেন
শিক্ষামন্ত্রী পটল বাছেন,
তোষামোদেই সবাই ফিদা
কার থলে কে ধরে আছেন!
.
১২
রোদের কথা বললে তিনি
ধরেন গলা টিপে,
ঘোলা জলেই ধরছে মাছ
স্বপ্ন মাখা ছিপে!
.
সব পেয়েছি দেশের খোঁজে
কাজ হারিয়ে ফাঁকা,
ভিক্ষে জোটে হাজার রকম
অন্ধকারেই ঢাকা!
.
কাজের খোঁজে হন্যে সবাই
যুবক বৃদ্ধ হয়,
নানান গল্প ফেঁদেই তিনি
আনে নিজের জয়!
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য
প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য
মুক্তপদ্য
ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য
ছড়া
গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য
আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য
প্রবন্ধ
কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য
মতামত
মুক্তগদ্য
খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য
‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে
ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন
বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে
ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা
রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ
ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত
ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা
ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা
সংশ্লিষ্ট আরো লেখা
সুনীল শর্মাচার্যের দশটি কবিতা
নাসিমা খাতুনের কবিতা
সুনীল শর্মাচার্যের কবিতা