shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভূতের গল্প

Retail talk all around
How many problems I am in
খুচরো কথা চারপাশে

ভূতের গল্প

সুনীল শর্মাচার্য

ভূতের গল্প

হঠাৎ শুনলাম, প্রাথমিক পড়ুয়াদের ক্লাসে বা অন্য কোনো সময় ভূতের গল্প বলা যাবে না। তার নয় হলো। কিন্তু এ কেমন কিম্ভুত কথা!

শিশুরা তবে দাদু-দিদার কাছে বসেও ভূতের গল্প শুনতে পাবে না? আমার প্রশ্ন শুনে একটা

গেছোভূত বললে—‘মামদোবাজি নাকি! আমাদের ইউনিয়ন নেই? একটানা এক মাস বাংলা বনধ ডেকে, রাইটার্সের কানে জল ঢুকিয়ে দেব।’

আর এই কথা গেল মামদোর কানে। সে বললে—‘মামদোবাজি এখন নেই। বাজি নিষিদ্ধ। আমরা সংখ্যালঘু, আমাদের ভূতপ্রেত কম। সরকারের সঙ্গে ঝামেলায় যাব না। মৌলভি মানা করেছে। হিন্দু ভূতের পাল্লা ভারী।কী সব নাম জানো?’

একানড়ে বললে—‘জানি! অশরীরী, অপচ্ছায়া, অপদেবতা, উপদেবতা, প্রেতাত্মা, ভূতাত্মা। তার আবার ভ্যারাইটি আছে। যেমন—ব্রম্মদৈত্য, স্বন্ধকাটা, পঞ্চানন্দ বা পেঁচো। আর গলায়-দড়ে, জলডোবা, রেলকাটা। আছে পেত্নি, শাঁকচুন্নি, জুজুবুড়ি আর জোটেবুড়ি। কিন্তু পেটো পাইপগান কিংবা পুলিশের গুলি খায় যারা, তারা কী রকম ভূত হয়, বলতে পারব না। ওদিকটা জানে কালিয়া পিরেত।’

রাগী গেছোভূত আবার বললে—‘মানুষের দু’নম্বরি কারবার দেখেছ? মুখে বলছে ভূত হঠাও। কিন্তু নিজেরা পঞ্চভূতের শরীর! নাম রাখে—ভূতনাথ, ভূতের, ভূপতি, ভূতেশ্বর। বাচ্চাদের কিনে দেয় ভূতের মুখোশ। বাগানে গাছ রেখেছে ভূতকেশী, ভূতভৈরবী। আম খায় ভূতোবোম্বাই। ওদের আছে

ভূতচতুর্দশী, ভূতপূর্ণিমা। নিজেরা পড়ে ভৌতিক কাহিনি। টিভিতে দেখে ভূতের সিরিয়াল, সিনেমা। আর রাজনীতি করে ভূতভবিষ্যৎ বেশ গুছিয়ে নেয়। তবু বলে পাঠশালায় ভূতের গল্প চলবে না! একদিন ধরবো বেলতলায়!’

এমন সময় সামনের রাস্তা দিয়ে দুটো শ্মশান-ভূত পাই পাই করে ছুটে চলে গেল। তাদের পেছনে তাড়া করেছে একটা আমেরিকান দৈত্য। তার হাতে কোক-পেপসির বোতল! ‘ওদিকে কী হলো

আবার?’—এই বলে চমকে উঠে দাঁড়াল ভূতকুঠির সিড়িঙ্গেভূত।

তার পর, নিমগাছ ডিঙিয়ে নেমে গেল পাঁচিলের ওপারে গা-ঢাকা দিতে। আর কেউ সরে গেল কালো বেড়াল হয়ে। ভূতসভা ভঙ্গ হলো এইভাবে।

এদিকে, তাকিয়ে আছে তখন আকাশের শিলীভূত চাঁদ!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : কত রকম সমস্যার মধ্যে থাকি : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : শক্তি পূজোর চিরাচরিত : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : ভূতের গল্প : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : বেগুনে আগুন: সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : পরকীয়া প্রেমের রোমান্স : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : মুসলমান বাঙালির নামকরণ নিয়ে : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : এখন লিটল ম্যাগাজিন : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : যদিও সংকট এখন : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : খাবারে রঙ : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : সংস্কার নিয়ে : সুনীল শর্মাচার্য

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...