shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

মহাভারতের কড়চা

Mahabharata
Mahabharata

মহাভারতের কড়চা

সুনীল শর্মাচার্য

মহাভারতের কড়চা

পথ হারিয়ে দিক হারিয়ে

নজর রাখো ঠিক,

এইভাবে আর কতকাল

ঘুরবে চতুর্দিক?

.

রোদের তাপে নদীর চরা

করছে ঝিকমিক,

সবাই সবার সুখ-দুঃখ

এবার বুঝে নিক!

.

মুকুল ফোটে

ঐ পদ্মফুলে,

বিষ ঢুকেছে

মনের ভুলে;

.

দেশটা খেলো

ঐ পদ্মফুলে,

মানুষ বোবা

বিষের হুলে!

.

কোথায় দেখো

ধস নামছে,

কে-বা উঠছে

টাকায় ফুলে;

.

বুঝতে পারি

কত বদল,

রাজনীতিটা

ভরছে গুলে!

.

দল বদলের

চলছে খেলা

দেখছি অহরাত্র;

.

বললে কথা

উচিত কথা

সবার জ্বলে গাত্র!

.

নেতা মস্তান

সুযোগ বুঝে

বদল করে পাত্র;

.

আমরা বুঝি

কে-বা কেমন

চরিত্র নেই মাত্র!

.

কলতলাতে

সান্ধ্য আসর

নিত্য বসায়

……… ……… দাদা,

.

আসছে দেখি

পালের গোদা

বনের গরু

……… ……… গাধা!

.

বলছে কথা

দল, দালালি

একই সুরে

……… ……… বাঁধা!

.

ওরে মিডিয়া

বিবেক দাদা,

ওরে মিডিয়া

বিবেক দাদা,

.

স্বভাব তোর

যে ধান্যেশ্বরী

লাভের অঙ্কে

……… ……… গাদা!

.

দালালি কর

মোড়লবাজি,

লাগলো গায়ে

……… ……… কাদা!

.

আদর্শ ভাই

ধুয়েই গেল?

বিবেকটা কি

মরেই গেল?

.

জিয়নে তোর

সবটা দেখি

টাকায় টাকা

……… ……… টাকা!

.

দেশ দরদী

মানুষগুলো

ঘোরায় তোর

……… ……… চাকা!

.

ভুললে চলে?

আজ যা আছে

কালকে হবে

……… ……… ফাঁকা!!

.

দেখ্ ভিলকি

দেখ্ জাদু,

দেখায় খেলা

গুরু সাধু!

.

কেমন জাদু?

কেমন চাঁদু?

বুঝতে গিয়ে

হচ্ছি কাবু!

.

জগৎ শেঠ ও উমিচাঁদ

এখনো দেশে আছে,

নিজের নাক কেটেই তারা

জাতির ক্ষতি করে!

.

কাটমানি খায়, নেতা সাজে

আদর্শ নেই কাজে,

শত্রুর সাথে হাত মিলিয়ে

দেশের ক্ষতি করে!

.

এইতো তাদের চরিত্র ভাই

শকুন থেকে বাজে!!

.

সমস্ত কাজ ভালোর জন্য

মানুষ বোঝে অল্প,

কুৎসা ছড়ায়, ঘৃণা ছড়ায়

ছড়ায় নানা গল্প!

.

সবকিছু চাও বেবাক ফ্রি

এটা হবার নয়,

ভর্তুকিতে দেশটা ডোবে

মানি না নয়-ছয়!

.

দেশটা যখন সবার

লাভটা শুধুই আমার,

লুটেপুটে চালাই শাসন

পেট ভরে না তাই!

.

গ্যাসের দাম নিত্য বাড়ুক,

তেলের দাম নিত্য বাড়ুক,

চিন্তা মোদের নাই!

.

দাম না বাড়লে আমরা নেতা

কী খাবো বল ভাই!!

.

গুজরাটি ভাই সর্বনাশা

ব্যবসা বোঝেন,

হাতাখুনতি সবটা বেচে

লাভটা খোঁজেন!

.

রাজনীতি ব্যবসা সুলভ

ভাগ্য গড়ার,

ভোটে জিতলে তখন গদি

পকেট ভরার!

.

আইন করো, আইন ভাঙো

নিজের দেশের,

লুটেপুটে আখের বাড়াও

ভাবনা কীসের?

.

গণেশ ভুটের গল্প শুনি

ভীষণ কসাই,

মানুষগুলো মুরগি ভেবে

করছে জবাই!

.

১০

ধুঁকতে ধুঁকতে

যায় দিন,

মরছে মানুষ

রাতদিন!

.

১১

বাংলা জয়ের স্বপ্ন নিয়ে

এলেন পাঁচ রক্ষী,

উড়ে ঘুরে বাংলা দেখেন

সঙ্গে হাজার পক্ষী!

.

পক্ষী তো নয়, রক্ষী যতো

সঙ্গে হনুর দল,

নেচেকুঁদে পথ কাঁপিয়ে

দেখায় তাদের বল!

.

বুকে আশা ব্যাপক তাজা

কাটছে তারা খাল,

পোকায় কাটা ফুলে-ফলে

হাসছে মহাকাল!

.

খুঁটির জোরে ম্যাড়া ঘোরে

দেখছি চিরকাল,

অন্ধ হলে যায় কি দেখা

নিজের করুণ হাল!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...