shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

মহাভারতের পুঁথি

Manuscripts of the Mahabharata

মহাভারতের পুঁথি

সুনীল শর্মাচার্য

মহাভারতের পুঁথি

বুজরুকি সব

বুজরুকি সব,

রাম নামে রাম

চলে উৎসব!

.

কথা শুনে কথা

করে মাথা ব্যথা,

আশা ক্ষয়ে ভাষা

করে কার জপ?

.

আলো নেই আলো

কালো শুধু কালো,

দিশেহারা হয়ে

পথ বেঁকে যায়;

.

দিন রাত আসে

কেউ কাঁদে হাসে,

ঘরে ঘরে শোক

প্রাণ কুরে খায়!

.

বুজরুকি সব

বুজরুকি সব,

দেশজুড়ে যত

ধিক্ কলরব!

.

দূর্গ ভাঙে দূর্গ গড়ে

তবু দূর্গ যায় না,

কত শত চেষ্টা চলে

দূর্গ ভাঙা যায় না!

.

বদলে যাচ্ছে একলা বিকেল

বদলে যাচ্ছে হাওয়া,

কেঁপে উঠছে বুকের গহীন

চাওয়া শূন্য চাওয়া!

.

বিকেল জানে দিনের মরণ

আঁধার গিলে খাওয়া,

নীরব যারা তারাও সরব

ছিনিয়ে কিছু পাওয়া!

.

উড়ছে কার একলা আঁচল

করছে দূরে ধাওয়া,

বদলে যাচ্ছে একলা মানুষ

হতাশ নৌকা বাওয়া!

.

নোটবন্দীর গুণগানে

নাচলো যেসব মাল,

তারা এখন কোথায় গেল

কোথায় খাটায় পাল?

.

ঋণ খেলাপি শিল্পপতি

কোথায় হলো ধাওয়া?

দেশের রাজা রঘুপতির

ভরসা ক্ষয়ে হাওয়া!

.

দেশি মানুষ হয় বিদেশি

করবে এনপিআর,

ভয় দেখিয়ে জয় করবে

দেশ ক’রে ছারখার!

.

কোটি মানুষ বেকার হবে

হারিয়ে তাদের কাজ,

ভাষণ দিয়ে যায় না গড়া

দেশের মাথায় তাজ!

.

জান হ্যায় তো জাহান হ্যায়

জান থাকে কই ধড়ে,

জাহান হলো নরক মাখা

বাদ-প্রতিবাদ মরে!

.

পা হাঁটছে পথে

লক্ষ হাজার পা,

পথ পেরিয়ে ঐ

বাড়ির দিকে পা!

.

পথে হাঁটছে পা

ট্রেনে কাঁটছে পা,

ট্রাকে পিষছে পা,

তবুও হাঁটছে পা

থামতে জানে না!

.

পা হাঁটছে পথে

বাড়ির দিকে পা,

দেশটা কাঁদছে

মানুষ কাঁদছে,

তাকিয়ে থাকে মা!

.

পা হাঁটছে পথে

মৃত্যু তফাৎ যা,

ধান্দাবাজি আর

সহ্য হচ্ছে না!

.

Car BMW মেড জার্মানি

আই ফোনও আমেরিকার,

জুতো বলো, বিমানও বলো

তাও দেখছি আমেরিকার!

.

পরেন সার্ট মেড ইতালি

পরেন ঘড়ি মেড ইতালি,

সানগ্লাসটা তাও ইতালি

বিদেশি ভাব তার মিতালি!

.

বুক পকেটে ঝুলিয়ে পেন

করেন জার্মানি আমদানি,

আত্মনির্ভর স্বদেশি হও—

শুনে সকলের চুলকানি!

.

খনার বচন শুনে মিঁত্রো,

জ্বলছে গলা, আবার পিত্ত!

.

আমরা দিচ্ছি ট্যাক্স ও জিএসটি

আমাদের টাকায় কিনছো গুলি,

আমাদের টাকায় পোষো পুলিশ

আমাদের ওড়াও মাথার খুলি!

.

আমাদের টাকায় কেনো বিমান

আমাদের রক্তে আরাম-আয়েশ,

পিষেই মারছো শ্রমিক কিষাণ

মেটে না তবুও তোমার খায়েশ!

.

এসব দুঃখ কোথায় তুলে রাখি?

বুকের রক্তে গণতন্ত্রটা ঢাকি!

.

যা খেয়ে প্রাণ বাঁচে তোদের

করবো না তার চাষ,

তোরা এবার হাওয়া খাবি

মিটুক তোদের আশ!

.

ভাত কাড়বি, জোত কাড়বি

কাড়বি কি আর ভাষা?

আমরা আছি তাই তো আছে

তোদের সুখের হাসা!

.

যাদের খেয়ে বাঁচছো তুমি

তাদের মারছো লাথি,

ভোটের জোরে ভাবছো তুমি

হয়েছো বিরাট হাতি!

.

কাদায় পড়লে কাবু হাতি

মশাও মারে লাথি,

গায়ের জোর ফুরিয়ে গেলে

পালায় সঙ্গী সাথী!

.

নিজের কবর নিজে খোঁড়ো

চোখে চশমা আঁটি,

সবকিছুতে ব্যবসা ভাবো

ভাঙবে তোমার ঘাঁটি!

.

১০

মন কি বাত শুনতে শুনতে আমরা তো কাৎ

সারাদেশে উঠল রব : কেয়াবাত, কেয়াবাত!

প্রশ্ন ওঠে জনে জনে

চুপ থাকি মনে মনে

আত্মনির্ভর স্বপ্ন নিয়েই দিনকে করি রাত!

.

১১

কি যে খেলা খেলছ তুমি

দেশটা নিয়ে,

বুঝতে পারি, মুখ খুলি না

লজ্জা নিয়ে!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

দেশের চিত্র : কত বিচিত্র

ভারত দৃশ্যপট

সুনীল শর্মাচার্যের ভারতীয় হালচাল

মহাভারতের পুঁথি

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...