
খুচরো কথা চারপাশে
উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা
সুনীল শর্মাচার্য
উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা
১
করোনাকালে প্রকৃতি বদলেছে, কিন্তু মানুষ একটুও বদলায়নি! তার নীচুতা, লোভ, অমানবিকতা আরো নগ্ন হয়ে পড়েছে!
.
২
এখন নিজের সন্মান নিজের কাছে…
.
৩
এখন শিক্ষার হার বেড়েছে। মানে degree. কিন্তু মানুষের মন, মানসিকতা একটুও উদার হয়নি। আচারে ব্যবহারে প্রকৃত শিক্ষিত মানুষ এখন বড্ড কম!
তথাকথিত শিক্ষিতরা ভুলে গেছে—‘Your degree is just a piece of paper. Your education is seen in your behaviour.’
.
৪
আমাদের চারপাশে এখন চালাক মানুষের ছড়াছড়ি। তাদের সমস্যা এই যে, তারা ভাবে তাদের চালাকি কেউ বুঝতে পারবে না। কিন্তু সবাই তার চালাকি বোঝে।
চালাক মানে ধূর্ত, বুদ্ধিমান নয়! ভালোও নয়। এক ধরনের নির্বোধ!
.
৫
এ কেমন বিশ্বাস ভঙ্গের সময়! বন্ধু, বন্ধুকে ঠকায়!
.
৬
মানুষ পার্থিবতা ভুলে অপার্থিবতার পেছনে ছুটছে। মানুষ খুব কাল্পনিক স্বর্গ আর বেহেস্তের লোভে বড্ড ধর্মান্ধ আর লোভী, ভোগবাদী হয়ে উঠেছে। মানবতাহীন!
.
৭
অনেকের খাবার নেই। বাসস্থান নেই। চাকরি নেই। শিক্ষা নেই। চিকিৎসা নেই। কৃষকের পণ্যের মূল্য নেই। নারীর সম্ভ্রম নেই। দুর্বলের সহায় নেই। বৃদ্ধের প্রতি সম্মান নেই।…
শোষণ আছে। প্রতারণা আছে। দালালি আছে। রাস্তায় অন্ধকার আছে। জলে দূষণ আছে। বাতাসে রোগজীবাণু আছে। রাজনৈতিক বাণিজ্য আছে। মিথ্যাচার, ঢপবাজিতে শাসক আছে। প্রকৃতি বিরূপ হচ্ছে।…
সত্যি, এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি যে, সামনে তাকালে শুধুই অন্ধকার!
.
৮
বিত্তশালীদের চিত্তবিলাসিতা দেখলে অবাক লাগে!
টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, কুকুর বিড়ালের জন্মদিন পালিত হয়!
.
৯
এতদিনে ইহাই বুঝিতে পারিলাম যে, ধর্ম কখনো নিরপেক্ষ হইতে পারে না! মানবিক হইতে পারে না!
.
১০
Degree এখন ঘরে ঘরে, শিক্ষা নেই কোনোখানে!
.
১১
এতদিনে ইহাই বুঝিলাম যে, ‘মন্দির’ ভারতের একমাত্র দীর্ঘজীবী ভারী শিল্প!
.
১২
সারা পৃথিবীতে ধর্ম নিয়ে যে উন্মাদনা চলছে,
তাতে মনে হয়, আমরা আদিম যুগে পতিত হচ্ছি!
.
১৩
একটা হ-য-ব-র-ল অবস্থার মধ্যে আছি!
কোনো দিশা দেখছি না!
.
১৪
কি যে হচ্ছে? কেন হচ্ছে? বুঝতে পারি না!
চারদিকে কেমন অসাড়তা পেয়ে বসেছে।
কোনো সাড় নেই!
.
১৫
আজ যা ভাবছি, কাল তা ভাবতে পারবো না!
আজ যা দেখছি—কাল তা দেখতে পারবো না!
.
১৬
এখন দেখছি ছিনাল ছিনালের পাশে,
চরিত্রহীনের পাশে চরিত্রহীন,
সত্যের পাশে কেউ দাঁড়ায় না!
.
১৭
পৃথিবীর সব ধর্মধারীরা শান্তিপ্রিয় নয়!…
ঘুরে ফিরে তাঁরা হিংস্র!…
.
১৮
প্রতিদিন কতো মানুষ ভিটে ছাড়া হয়!
রাষ্ট্র চুপ থাকে। কার স্বার্থে, কার আদেশে এমন বিধান?
দেশ হারিয়ে লক্ষ মানুষ কাঁদে…!
.
১৯
দেশভাগের আসল উদ্দেশ্য কি ছিল বাঙালি নিধন? যা সুচারুভাবে নেহেরু শুরু করেছিল!…
বাঙালি বিদ্বেষ আজ ভারতের অন্যান্য রাজ্যে কেমন জ্যান্ত, তা চোখ খুললে বোঝা যায়!
.
২০
দিনগুলো সব ফুরুৎ করে কোথায় হারিয়ে যায়
.
২১
প্রকৃতি বিরূপ হলে তার ছায়া পড়ে মানুষের উপরে…
.
২২
গোটা ভারত আজ বিপন্ন! আত্মীক সংকট, আর্থিক সংকট, কর্মহীন সংকট, প্রকৃত শিক্ষার সংকট, ধর্মীয়-জাতীয়তা, প্রাদেশিকতা অন্ধকারে ডেকে নিচ্ছে। রামরাজ্য কায়েমের স্বপ্নে কোন স্বৈরাচারে আবৃত হচ্ছে!
পরস্পর ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ ধীরে ধীরে ভারতীয় মনোভাবকে বিনষ্ট করছে! এ কোন ভারত? অঞ্চলবাদে কি টুকরো টুকরো হবে?
মানুষের কান্না, দুঃখ, দীনতা, হীনতা, বাদ-প্রতিবাদ, ক্ষোভ, ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় ক্ষমতা কোথায় টেনে নামছে আমাদের?
.
২৩
শিব ঠাকুরের আপন দেশে, আইন-কানুন সর্বনেশে!
.
২৪
বদ্ধ উন্মাদের দেশ, আমার দেশ!
.
২৫
উচ্চ শিক্ষিতের মধ্যে দেখি মূর্খতার বাড়াবাড়ি!
.
২৬
যারা যত বেশি পায়, তাদের মধ্যে দেখি তত বেশি হাহাকার!
.
২৭
স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র হাত ধরাধরি করে হাঁটছে! দেশ, তুমি কোন দিকে?
গণতন্ত্র, তুমি কোন দিকে??
.
২৮
‘থালা-বাটি বাজালে সংসারের রোজগারপাতি চলে যায়’—ঠাকুরমা বলতেন।
আজ বুঝছি—থালা-বাটি বাজিয়ে কি ভুল করেছি!
রোজগার গেছে। বেকার হয়েছি!
২২ মার্চ ২০২০-তে সন্ধ্যায় কি ভুলটাই না করেছি!!
.
২৯
প্রতিদিন মিথ্যে শুনতে শুনতে কানের এমন অবস্থা যে, সে আর সত্য কথা শুনতে পারছে না!
সহ্য করতেও পারছে না!!
.
৩০
অর্থনীতির দুনিয়ায় কোথায় মানবতা!
.
৩১
প্রতিটি মুহূর্তে মৃত্যুর মাঝে আমরা বেঁচে বেঁচে যাই…
.
৩২
স্বাধীনতা বিরোধীরা এখন স্বাধীনতা প্রেমিক হয়ে উঠেছে…
.
৩৩
মানুষ বড় একা হয়ে যাচ্ছে…
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প: সুনীল শর্মাচার্য
আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য
প্রবন্ধ
কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য
মুক্তগদ্য
খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য
‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে
ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন
বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে
ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা
রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ
ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত
ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা
ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা
11 thoughts on “উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা”