shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

মোবাইল সমাচার

Retail talk all around
How many problems I am in
খুচরো কথা চারপাশে

মোবাইল সমাচার

সুনীল শর্মাচার্য

মোবাইল সমাচার

প্রথম দিকে তাঁর বাসস্থান ছিল প্রধানত মানুষের বাঁ হাতের তালুতে। কখনো-বা বুক পকেটে। এর পর দেখা গেল, তিনি অনেকের কোমরবন্ধনীতে বাঁধা চামড়ার থলিতে বিরাজ করছেন। কদাচিৎ প্যান্টের পকেটেও।

এখন তিনি আবার ফিরে এসেছেন বুকপকেটে। তবে এবার তিনি তাঁর মালিকের গলায় দড়ি পড়িয়ে ছেড়েছেন। দড়ির লকেট হয়ে তিনি যেন আজ তাঁর সঙ্গী মানুষটির বাঁ-বুকপকেটে-শোভিত ট্যাঁ-ট্যাঁ হৃদয়।

না, বুড়ো হৃদয়ের একঘেয়ে লাব-ভাব নয়। এ হলো নবীন হৃদয়ের ট্যাঁ-ট্যাঁ। এই হৃদয় বর্তমানে তাঁর বাল্যাবস্থা কাটিয়ে, ট্যাঁ-ট্যাঁ ছেড়ে, বিবিধ গানের সুরে ডাকাডাকি করতে শুরু করেছেন।

বলা বাহুল্য, আমাদের প্রবীণ হৃদয়ের ঠিক উপরে বুক-পকেটস্থিত এই নবীন হৃদয়টির নাম মোবাইল। অর্থাৎ চলমান। সত্যিই তিনি চলমান।

তাঁর গতি অবাধ-অন্তরীক্ষ থেকে পাতালে। পিতৃদেব ল্যাণ্ড ফোনের মতো তিনি একেবারেই স্থবির নন। ক্রমেই মোবাইল, টেলিফোন-জমানার দিন গেছে। সেই সঙ্গেই শেষ হতে চলেছে ‘কেমন আছ’র দিন।

টেলিফোনের ‘কেমন আছ’র জিজ্ঞাসা এখন মোবাইলে ‘কোথায় আছ’তে রূপান্তরিত। এই ‘কোথায় আছ’র উত্তরে মোবাইলের ওই প্রান্ত যখন বলে—‘এই স্টেশনে’, তখন অন্যপ্রান্ত অবশ্যই জানতে চাইবে স্টেশনের কোথায়—গাড়িতে না প্ল্যাটফর্ম হলে কত নম্বর প্ল্যাটফর্মে, ইত্যাদি।

‘কোথায় আছ’ বা ‘এখন কোথায়’ বোধ হয় প্রায় সর্বক্ষেত্রেই কোনো মোবাইলে ফোন করা প্রশ্নকর্তার প্রথম প্রশ্ন। জানি না প্রকৃতির ডাকে সাড়া দিতে কোনো টয়লেটে ঢুকে এ প্রশ্নের কী উত্তর মোবাইলের মালিক দিয়ে থাকেন।

রাস্তাঘাটে কেমন আছ বা আছেন-এর যুগ তো শেষ হয়েই এসেছে। এই প্রশ্ন করতেই ভয় হয়! কারণ এর উত্তরে অনেকেই বলছেন—‘মাঝের ‘ম’টা আর কেন বলছেন দাদা। বলুন কেন আছেন?’—যা শুনলে মনটা খারাপ হয়ে যায়।

টেলিফোনে এই শব্দবন্ধটির যাও-বা অস্তিত্ব ছিল, এখন মোবাইলের ‘কোথায় আছ’ রং প্রকোপে তা ‘ওগো’, ‘হ্যাঁ গো’র মতোই বিলুপ্তির পথে।

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : কত রকম সমস্যার মধ্যে থাকি : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : শক্তি পূজোর চিরাচরিত : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : ভূতের গল্প : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : বেগুনে আগুন: সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : পরকীয়া প্রেমের রোমান্স : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : মুসলমান বাঙালির নামকরণ নিয়ে : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : এখন লিটল ম্যাগাজিন : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : যদিও সংকট এখন : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : খাবারে রঙ : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : সংস্কার নিয়ে : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : খেজুর রসের রকমারি : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : ‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : মোবাইল সমাচার : সুনীল শর্মাচার্য

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...