লেখা পাঠানোর নিয়মাবলী
গ্রাম থেকে রাজধানী, দেশ থেকে বিদেশ—যে কোনো জায়গা থেকেই লেখালেখি ও সাংবাদিকতা করা যাবে। যাঁরা কবিতা-গল্প, বিশেষ করে সাহিত্য বিষয়ে লেখা পাঠাবেন, তাঁরাও উল্লেখ করবেন—
আর কি কি বিষয়ে লিখবেন বা লেখার অনুমতি করবেন।
এ ছাড়া প্রত্যেক সাংবাদিক, লেখক (কবি-সাহিত্যিক) ও প্রদায়কের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ ছবির আর্কাইভ প্রকাশিত হবে।
মাধ্যম ও ভাষা
মাধ্যম : খবর, ছবি, অডিও এবং ভিডিও সাংবাদিকতা ও লেখালেখি।
ভাষা : বাংলা ও ইংরেজি। একই বিষয় ও লেখা সম্ভব হলে দুই ভাষাতেই লিখুন। তখন দুটি লেখা হিসেবে গণনা করা হবে।
স্থান ও কাজের ক্ষেত্র : ঘরে থেকে অথবা সরেজমিনে।
নিয়মাবলী
১. একই এলাকা থেকে একাধিকজন কাজ করতে পারবেন। এবং,
২. একই বিষয়ে একাধিকজন লিখতেও পারবেন; ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
৩. থাকবে নিয়মিত তথ্য আপডেটের সুযোগও।
৪. অভ্র (Avro) অথবা সুচনি (SutonnyMJ) উভয় ফন্টে ব...