
কবিতাগুচ্ছ
সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ
আত্মরতি
নখ দিয়ে খামছে তুলি ময়লা
মনের ময়লা তুলতে পারি না!
.
এ আমার ব্যর্থতা,
……… ………এ আমার মর্যাদা!
.
একটা লাল পিঁপড়ে
একটা লাল পিঁপড়ে
এত ছোট, এত ক্ষুদ্র
যে চোখেও পড়ে না
.
তবু সে কামড়ালে
তার অস্তিত্ব প্রখর!
.
বিশ্বাস
অসংখ্য যে মানুষ
কি নামে ডাকি—
.
শেকড়ে রয়েছে ধর্ম…
বিশ্বাস,
অসম্ভব দামি!
.
নীরব ঘাতক
সময় নীরব ঘাতক
.
কার কখন
কেড়ে নেয় প্রাণ!
.
দৃশ্যগুলো
ট্রেন আসে
যায়
.
স্টেশনে
পাখির কলতান…
.
কেউ ফেরে
কেউ ফিরে যায়…
.
দৃশ্যগুলো
শূন্যে মিলে যায়…
.
সন্ধ্যা
সন্ধ্যা ছুঁয়ে বসে আছি
.
সামনে ধু ধু প্রান্তর
মাঠের পরে মাঠ
ঝাঁকে ঝাঁকে পাখি
উড়ে যাচ্ছে কূলায়
পাখি বলল : বাড়ি যাচ্ছি,
তুমি যাবে?
.
পরিস্থিতি
কিছু কথা শুনলে মনে হয়
আগুনের ভেতর দিয়ে যাচ্ছি…
.
আমরা সবাই পরিস্থিতির শিকার!
.
কখনো কখনো
কখনো কখনো কষ্টও মেনে নিতে হয়
কিছু মুহূর্তের মৃত্যু পড়ে থাকে প্রশ্নের ফাঁকে
কখনো সখনো যন্ত্রণাও সান্ত্বনার স্বীকৃতি দেয়…
একটু আশায়
একটু আশায়…
.
অনেক অনেক অপেক্ষার পর
প্রার্থিত কিছু অধরা থেকে সধরা হয়…
.
স্নেহ
স্নেহ এক পবিত্র সুতো
.
দূরকেও বেঁধে রাখে…
.
একটা ফুঁয়ে
একটা ফুঁয়ে
মোমবাতি নেভে
আনন্দে হাততালি…
.
একটা ফুঁয়ে
বাঁশি বেজে ওঠে
আনন্দ ভৈরবী!
.
একটা ফুঁয়ে
নেভে, বাজে
কেমন সর্বনাশী!
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য
প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য
মুক্তপদ্য
ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য
গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প: সুনীল শর্মাচার্য
আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য
প্রবন্ধ
কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য
মতামত
মুক্তগদ্য
খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য
‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে
ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন
বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে
ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা
রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ
ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত
ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা
ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা
22 thoughts on “সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ”