shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

সনেটগুচ্ছ

Sonnet Poems

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্য

সনেটগুচ্ছ

ঘুম ভেঙে ঘুম আসে

আমার ঘুমের ছোঁয়া লেগে আছে ঘাসে

শিশির ঝলক তার রূপালি আভায়—

চকচক জ্বলে রোদে অঘ্রানের মাসে

দেখে দেখে দিশেহারা কনক প্রভায়!

.

ভেবেছি এসব ঘটে জীবন-প্রাঙ্গণে

ঘুম নেই, রোদ ভরা সকাল নবীন,

সহস্র হাসির কণা ছড়িয়ে অঘ্রানে

আমার মনের ঘরে হয়েছে প্রবীণ!

.

খুশির বিস্ময়ে দেখি উজ্জ্বল আকাশ

পাখির কুজনে আঁকে স্মৃতির কঙ্কাল—

গাছপালা দুলে দুলে অস্থির বাতাস

টেনে আনে গাঢ় ঘুম দিব্য মহাকাল!

.

মায়াবী ঘরের ছায়া চোখে দেখে দেখে

ঘুম ভেঙে ঘুম আসে কি যে ক্লান্তি মেখে!

.

আখ্যান

কেবল আকাশে মেঘ ঘনীভূত ঠিক

বাদল ঝরার আগে শুধু আনাগোনা,

বাতাস বদল হয় এদিক ওদিক—

বিজুলি চমকে ঝরে আলো আলো সোনা!

.

পলকা মুহূর্তগুলো মনে জেগে ওঠে

ঘুরপাক খেতে খেতে খড়কুটো ওড়ে,

দেখতে দেখতে চোখে ঘেঁটুফুল ফোটে

শূন্যতা ভরিয়ে মাথা বনবন ঘোরে!…

.

ধূসর বৃক্ষের দিকে অবুঝ তাকাই

বুকের ভেতরে কেউ টলমল নাচে,

জল পান করি আর চোখটা বাঁকাই

বৃষ্টি পড়ে টুপটাপ কানে শব্দ বাজে!

.

পৃথিবীতে মেঘ নেমে ছুটে উড়ে যায়—

বারবার ভাবনায় ঘুরপাক খায়!

.

স্কেচ

ঘরের আলোটা নেভা; বাইরে আঁধার

চুপচাপ বসে আছি, মৌন চুপ সব,

কোনো সাড়া নেই যেন—রাত দিচ্ছে ধার

তার শব্দ শুনি গাঢ়, মৃত কলরব!

.

কেউ কালো রশি ধরে ঘরময় হাঁটে

সময় আছড়ে পড়ে বুকে আর ঘাড়ে,

ক্রমাগত ঝরাপাতা উড়ে যায় মাঠে—

আনন্দ ভ্রমণ শেষে ক্রমে রাত বাড়ে!

.

অতিকষ্টে ক্লান্ত পাখি পথ পাড়ি দেয়

অথবা অদেখা কেউ হেঁটে কাছে আসে,

বিনীত হাতুড়ি ঘায়ে প্রাণ কেড়ে নেয়

ঘাতক শিকারি কেউ অনুভবে হাসে!

.

ইজেলে ভাবনা খাড়া ইচ্ছেগুলো দেখি—

চোখের আয়নাজুড়ে ছবি ফোটে মেকি!

.

স্মৃতিগুচ্ছ

হঠাৎ পলকে আলো মনে স্মৃতিগুচ্ছ

ভুলে ছিলে এতদিন উড়ে গেছে ঝড়ে,

তাকে ফিরে পেয়ে বুকে নাচে খুশিপুচ্ছ

কত কথা কত দৃশ্য পাতা হয়ে ঝরে!

.

জন্ম দেশ জন্ম কথা হৃদয় দোলায়

ফেলে আসা দিনগুলো ভাবি ধুলো-বালি,

আমাকে আবার ডাকে আদি জায়গায়

সারাবেলা স্মৃতি খুঁজে মন হলো কালি!

.

ঝরিয়ে গাছের পাতা বাতাস নির্দয়

হারানো যৌবন কাল খুঁজি নদী পাড়ে,

শিউলি ঝরেছে ভোরে গভীর সময়—

ধীরে ধীরে মনজুড়ে কষ্ট শুধু বাড়ে!

.

চলতে ফিরতে প্রাণ তুচ্ছতা শেখায়

হঠাৎ পলকে কালো ভরসা নেভায়!

.

ল্যাপটপ

ফেসবুকে তুমি নেই টুইটারে তুমি

ম্যাসেজে পাঠাই চিঠি মনের অক্ষরে,

তুমি আছো চোখজুড়ে, বুকজুড়ে চুমি

কত বীজ পুঁতে দিই প্রেমের স্বাক্ষরে!

.

প্রোফাইলে আপডেট কত কত ছবি

আনত দৃশ্যে চমক সব ভাসমান—

অ-বলা কথার ভাষা লেখে চুপে কবি

তোমার মুখের ছায়া আঁকে আসমান!

.

নিলাজ গুঞ্জন ওঠে বাতাসে বাতাসে

আনন্দিত শিহরণ জাগে ভীত মনে,

রাতের নক্ষত্র ফোটে আকাশে আকাশে

তোমার কথার বাঁশি বাজে দূর বনে!

.

ল্যাপটপ ঠোঁট নাড়ে আঙুল ছোঁয়ায়

রূপের কীর্তন শুনি সুরভি ধোঁয়ায়!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

দেশের চিত্র : কত বিচিত্র

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...