সময় অসময়ের কবিতা
সুনীল শর্মাচার্য
সময় অসময়ের কবিতা
সারারাত
সারারাত বৃষ্টি
সারারাত জলো-হাওয়া
সারারাত ঘুমের প্রার্থনা!
.
সারারাত জাগে
নিশি-পাওয়া মানুষ
বুকে তার কঠিন যন্ত্রণা!
.
২
সারারাত দুটি মানুষের
চলে মল্ল-যুদ্ধের মহড়া…
রাতজুড়ে ঝড়-তুফান
.
সারারাত ভালোবাসার প্রার্থনা!
.
কোথাও যেন
কোথাও যেন বৃষ্টি হচ্ছে
কোথাও হয় বন্যা,
ফুটপাতে ভিজে ভিজে
কাঁদছে বসে কন্যা!
.
দেশ হচ্ছে কেমন কেমন
আর তো মানা যায় না,
চুপ থাকে সব, সরব না
তবুও দুঃখ যায় না!
.
কেড়ে নেবে কি সব
কেড়ে নেবে কি সব?
মাটি গাছ নদী,
কেড়ে নেবে কি গান
জনম অবধি!
.
তবু আছে গুঞ্জন
বুকের গভীরে,
কেড়ে নিতে পারো না
সব বুক চিরে!
.
কারা যে দেয় ঢপ?
স্বপ্ন-মন্ত্র বলে,
আশা, ঘর পোড়ে আজ
গুপ্ত অনলে!
.
এই দেশে
এই দেশে শুধু যন্ত্রণা,
কষ্টে কষ্টে বাঁচা!
.
যে দিকে আজ যাই
পিশাচ লাফায়,
বাতাস গিলে খায়
আকাশ কাঁপায়!
.
তবু মানুষ—
কেউ করে না রা,
চারদিকেতে
কঠিন পাহারা!
.
অবাক দেখি—
মরা আর বাঁচা!
.
গল্প শুনে
গল্প শুনে পেট ভরে না
কথা শুনে পেট ভরে না!
.
তবু শুনছি জীবনভর
নানান গল্প কথা,
শুনে শুনে পেট ভরে না
চিন্তায় ঘোরে মাথা!
.
কে ডাকছে সভা?
কে ডাকছে মিছিল?
মানুষ হাঁটে পথে পথে
চারপাশে কিলবিল!
.
সভা মিছিল পেট ভরে না
ভাষণ শুনে পেট ভরে না
ভাবছি সব ফাঁকা,
দেশদরদী কোথায় আছো?
স্বভাব তার বাঁকা!
.
প্রতিদিন শুনি
প্রতিদিন শুনি
নানান বারতা,
রাজা মানুষ না,
সেও অপদেবতা!
.
মানুষ অবাক,
বাকহারা বেবাক,
.
দেশজুড়ে রক্তনদী
বানায় জল্লাদ!
আহা, আমাদের
মরণের আহ্লাদ!
.
অন্যায় মানুষ করে
অন্যায় মানুষ করে
বিচার করে মানুষ,
ন্যায়-অন্যায় মানুষের গড়া
তাই থাকে না হুঁস!
.
মানুষ দেবতা হয়
মানুষ আবার দানব,
বিচার তাই অর্থহীন
বোঝে না মানব!
.
আসমান ছেয়ে আছে
আসমান ছেয়ে গেছে
নানান গল্প গানে,
দৃশ্যের দর্পণে—
পৃথিবী বদলায়!
.
কুয়াশা কাটে না
আঁধার কাটে না,
তবু মানুষ আলোর গানে
রাস্তায় হেঁটে যায়!
.
কৃষক জেগেছে
কৃষক জেগেছে : গায়
তিমিরবিনাশী গান,
আগুন ছুঁয়ে স্বপ্নগুলি
দীপ্ত খরশান!
.
সরায় বুকচাপা
দুঃস্বপ্নের পাথর,
আলোক মন্ত্র আনে
জাগরণ আতর!
.
মেঘনাচানো
মেঘনাচানো কান্নাগুলি
বৃষ্টি হয়ে ঝরে,
তোমার ঘরের চালে
আমার বুকের মাঝে,
থরথরিয়ে কাঁপে ব্যথা
বুকের পাঁজর ঘিরে
বুঝতে পারিনি যে!
.
ভরা শ্রাবণ মেঘের কোলে
অশ্রু হয়ে ঝরে,
আকাশ বেয়ে বেয়ে
গাছের পাতায় পড়ে
মাটির বুকে পড়ে…
.
টুপটুপ টুপটুপ শব্দে
মনটা যায় ভিজে,
অতীত মনে পড়ে
বুঝতে পারিনি যে!
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য
প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের বারোটি কবিতা
বন্ধু-বান্ধবীর জন্য একগুচ্ছ কবিতা
মুক্তপদ্য
2 thoughts on “সময় অসময়ের কবিতা”