shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

সম্মানী প্রদানের ধারণা ও নীতিমালা

Principles of Honors

Principles of Honors

Principles of Honors

সাহিত্য, ফিচার, বিশেষ প্রতিবেদন ও নির্দিষ্ট (আলোচনা-সাপেক্ষে) লেখার উপর, (অনুবাদসহ)—তিনটি ধাপ বা পর্যায়ে সম্মানী/উপহার প্রদান করা হবে, তিন বিভাগে—

৩টি বিভাগ

ক.  ‘ক’ বিভাগের লেখক, কবি-সাহিত্যিক ও সাংবাদিক : তিনটি (১-৩ নং) ধাপ বা পর্যায়ে সম্মানী/উপহার প্রাপ্ত হবেন।

খ. একইভাবে ‘খ’ বিভাগের লেখক, কবি-সাহিত্যিক ও সাংবাদিক : দুইটি (২-৩ নং) ধাপ বা পর্যায়ে সম্মানী/উপহার প্রাপ্ত হবেন।

(২. বার্ষিক উপহার এবং ৩. ভিউ, লাইক, জনপ্রিয়তা ও প্রচার—প্রভৃতির উপর নির্ভর করে সম্মানী/উপহার পাবেন।)

গ. ‘গ’ বিভাগে শুধুমাত্র একটি (৩ নং) ধাপ বা পর্যায়ে সম্মানী/উপহার প্রাপ্ত হবেন।

(৩. বার্ষিক ভিউ, লাইক, জনপ্রিয়তা ও প্রচার—প্রভৃতির উপর নির্ভর করে বিশেষ সম্মানী/উপহার। পরের বছর—নতুন লেখা, নতুন মূল্যায়ন।)

৩টি ধাপ বা পর্যায়

১. সাময়িক অর্থ সম্মানী, একটি নির্দিষ্ট পরিমাণ (একবারই)।

২. বার্ষিক উপহার (উল্লিখিত বছরে প্রকাশিত লেখার সংখ্যানুযায়ী)।

৩. বার্ষিক ভিউ, লাইক, জনপ্রিয়তা ও প্রচার—প্রভৃতির উপর নির্ভর করে সম্মানী (‘ক’ ও ‘খ’ বিভাগের জন্য আজীবন, শুধু ‘গ’র জন্য বছরওয়ারি, অর্থাৎ প্রত্যেক বছর পৃথক হিসাব)।

অনেকটা বইয়ের নতুন সংস্করণ প্রকাশ এবং সম্মানী প্রদানের মতো।

বিশেষ জ্ঞাতব্য

  • বার্ষিক ভিউ, লাইক, জনপ্রিয়তা ও প্রচার—প্রভৃতির উপর নির্ভর করে উপহার প্রদান শুরু হবে, দ্বিতীয় বছর থেকে।
  • নির্বাচিত লেখা নিয়ে বছর শেষে প্রিন্টিং পত্রিকা (বিশেষ ম্যাগাজিন) অথবা বই প্রকাশ হলে, আলাদা করে কোনো সম্মানী প্রদান করা হবে না। তবে গল্প, উপন্যাস ও প্রবন্ধ সংকলনের ক্ষেত্রে সৌজন্য সংখ্যা প্রাপ্ত হবেন।
  • লেখার সঙ্গে বিভাগ (ক্যাটাগরি) উল্লেখ করতে পারবেন। আমাদের সম্পাদনা পরিষদ কর্তৃক অনুমোদিত হলে লেখা প্রকাশিত হবে। বিভাগ নিয়ে আপত্তি থাকলে, মেইলে বা মোবাইলে জানানো হবে। আর, বিভাগ উল্লেখ না-থাকলে সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে। তবে, এসব সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিষয়াদি সম্পূর্ণভাবে গোপন থাকবে, কোনো পর্যায়েই প্রকাশ করা হবে না।
  • লেখা পাঠানোর ৩৪ (চৌত্রিশ) দিনের মধ্যে প্রকাশিত হবে। অঅনুমোদিত লেখা ফেরত পাঠানো হয় না, এমনকি জানানোরও নিয়ম নেই।
  • নিয়মিত লেখক/কবি-সাহিত্যিক এবং সাংবাদিকদের ক্ষেত্রে প্রতি বছর অন্তর সম্মানী ও পুরস্কার পুনর্মূল্যায়ন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
  • কমপক্ষে ৯ (নয়টি) লেখা/কিস্তি প্রকাশ হওয়ার পর থেকে সম্মানী ও উপহার প্রদানের নীতিমালা কার্যকর হবে। তবে, বিশেষ বিবেচনার দরজা-জানালা খোলা থাকবে; সময়কাল ৩৬৫ দিনের মধ্যে।
  • লেখক/কবি-সাহিত্যিক ও সাংবাদিক—সংশ্লিষ্ট সকলের ছবিসহ জীবনবৃত্তান্ত ও পরিচিতি প্রকাশ করা হবে পৃথক ওয়েবসাইটে, ‘শুভ বাংলাদেশ’-এ লিংক যুক্ত থাকবে। এ জন্য তথ্য পাঠানোর ফরম রয়েছে। ফরমের সকল তথ্যের সঙ্গে প্রয়োজন মনে করলে অতিরিক্ত তথ্য সংযুক্ত, অথবা বিয়োগ(বাদ)ও করা যাবে। যদিও * (তারা) চিহ্নিত আবশ্যিক তথ্য অবশ্যই পূরণ করে পাঠাতে হবে। তবে গণমাধ্যমে প্রকাশ করতে না-চাইলে, পাশে অথবা মন্তব্য ঘরে উল্লেখ করবেন।
  • লক্ষ্য করুন, ছবি, অডিও এবং ভিডিওর ক্ষেত্রেও একই মূল্যায়ন পদ্ধতি ও নীতিমালা অনুসৃত হবে।

মতামত ও মন্তব্য

সার্বিক বিষয়ে আপনার কোনো মন্তব্য বা মতামত থাকলে নিচের মতামত কলামে অথবা আমাদের মেইলে shubhobangladesh@gmail.com জানানোর অনুরোধ রইল।

—সম্পাদক

শুভ বাংলাদেশ-এর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকুন। ভালো ও নিরাপদ থাকুন…

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...