ঘোড়া
ঘোড়া
সুনীল শর্মাচার্য
(সিবলি ও বাদশাকে)
ঘোড়া
১
স্থির দাঁড়িয়ে আছে; পায়ে
তার গতির রহস্য; চলনের
অজস্র ভঙ্গি ছড়িয়ে আছে—
.
রক্তে তার ঊর্ধ্বগতি; চোখ
স্নেহমাখা; দিগন্তকে ডাকে
.
টগবগিয়ে ধুলো উড়িয়ে
ছোটে লক্ষভেদ; বিশাল মাঠ
তাকে শব্দ করে ডাকে—
.
২
ঘাসের ওপর সে দাঁড়িয়ে
ঘুমন্ত স্মৃতির মতো শিথিল দেহ,
নিষ্ঠুর পিঠ খোলা মাঠ;
সূক্ষ্মপাতার সরল শব্দে চুপ;
শব্দের অর্থ সে বোঝে না;
শুধু শরীরে উদ্দীপনার রেশ
ছোটার আনন্দে ঘাস কাঁপায়
মাটি কাঁপায়, ব্রহ্মের মতো
চোখে স্বপ্ন মাখা, দুর্বোধ্য আবেগ
.
ঘাস অথবা সে জানে না—
অনুতপ্ত যারা মাটি ছুঁয়ে বাঁচে!
.
৩
প্রস্তর যুগ থেকে তাকে
মাঠে ছুটতে দেখি;
বোধের মাটিতে তার নাল পোঁতা,
গতির পিঠ চুলকে দিচ্ছে সহিস...
.
খানাখন্দ এক লাফে পেছনে ফেলে
দ্রুত এগিয়ে য...