করোনাকাল
সুনীল শর্মাচার্যের কবিতা
করোনাকাল
করোনা কাল
কোথাও শান্তি নেই—
গহীন ভয় থেকে ছিটকে যায় মুখ
.
খোলা জানালার পাশে
উড়ুখুড়ু হাওয়া,
রাত
অসহায় দর্শক
.
ভীরুরা অনন্ত মেখে ঘুমিয়ে পড়েছে
.
আর বিবর্ণ চাঁদ
রাতকে চুমুতে বুক খুলে দেয়
করোনা কাল
দুই
এই যে নিজেকে ঘরবন্দী করেছি :
এখন একা,ভয় মুখ,প্রসন্ন না...
নীল আকাশ ভালো লাগে না
.
এই যে নদী, জল, সবুজ গাছপালা
জানালার দৃশ্যে ছড়িয়ে আলো...
ভেতরে একা, বাইরেও একা,
আহা, আলো, তুমিও একা না—
.
এই যে আলো, দৃষ্টির আলো—
বাতাসে ছড়িয়ে সূর্যের আলো
করোনা কাল
তিন
পেছনে ফিরলে পিঠে ছুরি বসাবে নিয়তি।
আগুনের পাশে বসো,
ওই ছায়াটির পাশে বসো—
যেখানে তোমার পিতৃ-রক্ত লেগে আছে।
.
এভাবে বাঁচে না কেউ, ভুলে শিকড়ের টান!
.
বাতাসে বাতাসে বাজে গাছেদের পাতার বিষাদ....