ইচিং বিচিং পদ্য
ইচিং বিচিং পদ্য
সুনীল শর্মাচার্য
ইচিং বিচিং পদ্য
১
বসন্ত এলো তবু তোমার দেখা নাই
সঙ্গী বিহীন কি করে বসন্ত কাটাই!
.
২
ওগো, সুন্দরী মনোলোভা, মুগ্ধ দেবীকা
তুমি আমার রাধা রাধা মোক্ষ প্রেমিকা!
.
৩
চাঁদ উঠলে পূর্ণিমা হয় গূঢ় শর্তে
প্রকৃতির সুতোয় বাঁধা ঘুরছি মর্তে!
.
৪
পাতা ঝরে, দিন যায়, রাত ফিরে আসে
কাল গুনে হাওয়া বয় প্রাণের আভাসে...
.
৫
অপেক্ষা দীর্ঘ হলে হাড়ে গজায় ঘাস
তুমি না-এলে কাছে আমার দীর্ঘশ্বাস!
.
৬
দু’জন মিলে রচন করি স্বপ্ন ঋতু
সুখে দুখে হয়েছি ফুল্লরা-কালকেতু!
.
৭
সবার ভেতরে জাগ্রত তুমি ঈশ্বর
তোমার জীবন নিয়ে আমি অধিশ্বর!
.
৮
দুটি মানুষের প্রেম হয়, নেই ছল
অমৃত মাখা আকুতি ভরা তৃষ্ণা, জল...
.
৯
তরুণ-তরুণী বসন্তে রূপের সাজ
বাতাস বলে, ওগো, প্রেমের দিন আজ!
.
১০
...