shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

Sonnet

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

রাজনের প্রতি

ওড়াও মনের সুখে তুমি যে ফানুস

ওড়াও শান্তির নামে কবুতর পাখি,

কাকে বলো উন্নয়নসব দেখি ফাঁকি,

ভীত ও সন্ত্রস্ত ক্ষোভে ফুঁসছে মানুষ!

.

সভ্যতা, শুদ্ধতা, শান্তি, সব হয় ক্ষীণ

সন্ত্রাস দমনে ছোঁড়ো যত গোলাগুলি,

গো-বেচারা আমি দেখি মানুষের খুলি,

তুমি যাকে বলো ফুল, শুভ অচ্ছে দিন!

.

ভারত বোঝ না তুমি, চেনো না স্বভূমি

দম্ভ ও ক্ষমতা বলো সব হবে খালি,

মানুষ থাকলে দেশে থাকবে তো তুমি—

বিবিধের মাঝে দেখো দেয় হাততালি!

.

দেশজুড়ে বাড়ে শুধু কি যে হাহাকার

ধর্ষিতা রমণী আজ কাদের আহার

.

বাতাসে লাশের গন্ধ

বাতাসে লাশের গন্ধ, দেশজুড়ে লাশ

গনগনে রোদে পোড়ে ফসলের মাঠ,

কর্মহীন, খাদ্যহীন, মন হাঁসফাঁস—

আগুন দামে আহার, হাহাকার হাট!

.

এ তো অহল্যার দেশ, রাজা নামে রাম

সোনার ফসল চুরি, বিকোয় স্বভাব;

যুগ যুগ ভুলে যাই শিকড়ের নাম

দেবতা অসুরে চলে নানা ছলে ভাব!

.

জাতি-দাঙ্গা, হানাহানি, দেখে খুনি হাসে

রাজার আদেশে সব, কতকিছু ঘটে,

মৃত্যুর ইশারা দেখি সকালের ঘাসে—

কতকিছু বলে যায়, ঘটে, রটে, বটে!

.

প্রতিদিন খুন, গুম, দেশে তার ছবি

ছড়িয়ে লাশের গন্ধ রোজ ওঠে রবি!

.

গতিধারা

লড়াইহীন জীবন কবে ছিল বলো

আদি থেকে ছিল যুদ্ধ, গতিশীল ধারা,

প্রকৃতি দিয়েছে দিশা—পথ দেখে চলো

সর্বদা সচল সব, ওঠে ধ্রুবতারা!

.

প্রতিবাদ তাই আছে মিছিলে উজ্জ্বল

বাধা দিলে পথে বাধে কঠিন লড়াই,

নিয়ত জিয়নে ধারা তৃষ্ণা মেটা জল

জীবন জাগ্রত করে, সাহসে বড়াই!

.

নিরাশা কখনো আসে, দুঃখ-শোক আসে

তবুও অমোঘ কিছু সিদ্ধান্তে অটল,

সূর্য ওঠে, চাঁদ ওঠে, ফুল ফুটে হাসে

প্রবাহ সর্বদা চলে নদীটি উছল!

.

সত্যের নিরিখে মন দ্বিধা-দ্বন্দ্বহীন

অবিচল গতিধারা বলাকা উড্ডীন!

.

বাদুড়

নক্ষত্র-অক্ষরে লিখি রাতকানা নাম

বাদুড় রাক্ষসী কেউ রক্ত চুষে খান,

লোকজ ডাইনি ভাবি তুকতাক কাম

নিমেষে সাবাড় করে পশুদের জান!

.

আঁধারে সচল দেখি পাখি পাখি ভাব

পাখি নয় তবু সেও উড়ে উড়ে চলে,

বাঁশঝাড়, ঘন বনে গাছে গাছে ঝোলে

ফল চোষে, জল চোষে, চোষে ভেঙে ডাব!

.

খিদে পেলে রক্ত খায়, রক্তের শোষক

সমাজে নির্লিপ্ত আছে বাদুড় এমন—

খুঁজিনি, দেখিনি, জানি, গোপন চোষক

আমাদের রক্ত খায়, বুঝি না তেমন!

.

মধ্যরাতে ওড়ে বনে বাদুড় নিশ্চুপ

জোনাকিরা আলো জ্বালে বনে বনে চুপ!

.

কালের কলস ধরে

তমসা নদীর তীরে ক্রৌঞ্চরক্ত, ‘মা-নিষাদ’ শ্লোক

যার নাম প্রতিবাদ, উৎসে যার প্রসারিত গান—

কবি তাই লিখে যায় চিরায়ত মানুষের শোক

জীবনে জীবন ঘষে কল্পনায় উদ্দীপিত প্রাণ!

.

কালে কালে ভাঙে পট, গড়ে ওঠে পথ, গিরিখাদ

থাকুক প্রকৃতি, মাটি, নারীও থাকুক কবিতায়,

নইলে জীবন শূন্য, পদে পদে ঘটে পরমাদ…

মানুষকে ভুলে থাকা কখনো কি কবিকে মানায়

.

কবি, তবে চোখ মেলো, নয়নের রহস্য অপার

তুমি যদি কবি হও, প্রতারণা করো না নিজেকে,

আলোকে আলোই বলো, আঁধারকে বলো অন্ধকার—

তোমার সাধনা যেন সরে না যায় কবিতা থেকে!

.

কালের কলস ধরে অনন্ত কাল কবির লেখা—

অপরূপ জেগে থাকে জোছনায় নক্ষত্রের রেখা!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

দেশের চিত্র : কত বিচিত্র

ভারত দৃশ্যপট

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...