shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

উইচিংড়ির ছড়া

Rhyme

উইচিংড়ির ছড়া

সুনীল শর্মাচার্য

উইচিংড়ির ছড়া

গাছের খাই

তলার খাই,

নিজের স্বার্থ

বুঝি ভাই;

.

নিজের ব্যথা

আসল ব্যথা,

পরের তরে

আমি নাই!

.

সাপের গালে

চুমো খাই,

বাঘের গালে

চুমো খাই!

.

নিজে বাঁচলে

বাপের নাম,

এই কথাটা

মানছি ভাই!

.

ভুলে যাব সবকিছু

ভুলি না তো সব,

গঙ্গায় ভেসে যায়

নামহীন শব!

.

চারপাশে যারা দেখি

তারা চুপচাপ,

নড়েচড়ে সাড়া নেই

মিল খাপে-খাপ!

.

ধড় নেই, মাথা নেই

কেমন স্বভাব,

চিত্ত হারা, বিত্ত হারা

বিবেক অভাব!

.

কান্না ভাসছে আকাশে

কান্না ভাসছে বাতাসে!

.

ভাত জোটে না কপালে

কাজ জোটে না কপালে,

দোষ কাকে দিবি বল?

রাষ্ট্র নিত্যি করে ছল!

.

দুঃখ ভাসছে আকাশে

দুঃখ ভাসছে বাতাসে!

.

ক্ষুধা শাসন মানে না

ক্ষুধা আইন মানে না

রাজার কথা শোনে না,

ভাগ্য দোহাই মানে না!

.

কষ্ট ভাসছে আকাশে

কষ্ট ভাসছে বাতাসে!

.

প্রতিশ্রুতি অশ্বডিম্ব

দাঁত কেলিয়েই হাসে,

স্বপ্ন দেখা দিনরাত্রি

চোখের জলেই ভাসে!

.

ছল দেখি আকাশে

ছল দেখি বাতাসে!

.

জন্ম থেকে খোঁড়া, হাঁটতে পারি না!

জাত-ধর্ম ভেদে ডুবছে দেশ গাঁ!

.

গান্ধীবাদী হয়ে শুধুই লাথি খা,

সাত চড়ে চুপ, বোবা হয়েই যা!

.

কারা নিল গদি কেটে দেশের পা,

খোঁজ করে দেখ্, কাঁদছে দেশ মা!

.

লুটেপুটে খেয়ে, কাড়ে লোকের রা,

বোবা মুখে চুপ, মজাই দেখে যা!

.

দেশের শিল্পপতি টাকা লুটে ধা,

জনগণ মন, গান খুশিতে গা!

.

কথা দিয়েই ফলাই স্বপ্নভূমি

কথার মোহেই কাটে বারোমাস,

সব দেখি রূপকথার মতন—

রাজা ও রাণী করে কথার চাষ!

.

সবকিছুই আজ কথার কথা

আমরাও বাঁচি কথা বেচে বেচে,

রাজা ও রাণী আছে কথার জোরে

বৃষ্টি আনেন আকাশ সেচে সেচে!

.

সারা বছর কোথায় থাকে

দেখা তাঁর নাই,

ভোটের সময় হলে দেখি

ভোট ভিক্ষা চায়!

.

জোড় হাতেই দাঁড়ায় এসে

দীন দরগায়,

দরদ দেখি উথলে ওঠে

কথার মায়ায়!

.

বছর বছর দেখি শুনি

হই বাক্যহারা,

ভোটের শেষে সবাই দেখে

এক চিত্র ধারা!

.

রাজা যখন বিকিয়ে যায়

ধনীর হাতে,

সকাল বিকাল মিথ্যে বলে

ধ্বংসে মাতে!

.

চশমা চোখে অন্ধ তিনি

হায়না সাজে,

গরিব মেরে আখের লোটে

সকাল সাঁঝে!

.

কেউ আছে ধামা ধরা

কেউ আছে মামা ধরা,

কত ধাঁচে লোক গড়া

দেখে হই মন মরা!

.

কুকুর কামড়ালে মানুষ

হয় না খবর,

মানুষ কামড়ালে কুকুর

হয় সে খবর!

.

১০

তুমি-আমি সবাই দেখছি

মন-প্রাণে আমরা নবাব,

কেউ কারোর ধার ধারি না

চলা-ফেরা এমন স্বভাব!

.

চোখে লাগা উপর চটক

ভেতর খাঁ খাঁ কি যে অভাব,

খুঁজলে কারণ চেষ্টা বৃথা

মেলে না তো সঠিক জবাব!

.

১১

ঘরে-পথে-ঘাটে

চলে কত রঙ্গ,

হাসি-ঠাট্টা-ফূর্তি

জীবনের অঙ্গ!

.

১২

ফর্সা-কালোর মূল্য কি তার

মানুষ যদি না হয় ভালো!

গায়ের রঙে কি-বা বিচার

মন ভালো যার সব ভালো!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...