shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

কত রকম সমস্যার মধ্যে থাকি

Retail talk all around
How many problems I am in
খুচরো কথা চারপাশে

কত রকম সমস্যার মধ্যে থাকি

সুনীল শর্মাচার্য

.

কত রকম সমস্যার মধ্যে আমরা থাকি। জল, চিকিৎসা, বাসস্থান, রুটি-রুজি। সেই সঙ্গে সমাজের নোংরামো, রাজনৈতিক মাফিয়াদের অত্যাচারও আমাদের কাছে সমস্যা। সংকটও।

মানসিক সমস্যাও আছে এবং এই সমস্যার সমাধানে কেউ কোথাও নেই। যেন-বা গাছে ঘুণ লেগেছে কি আর করবো, মুখ ফিরিয়ে চলো।

গাছও যে পথ চলতি মানুষকে ছায়া দিচ্ছে, ভুলে যাই আমরা। ভুলে যাই, যে মানুষটি একদিন আমাকে হৃদয় খুলে বসতে দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, সে আজ মানসিক সংকটে, তাঁর কাছে দাঁড়ানো দরকার—ভুলে যাই। ভুলে যেতে ভালোবাসি।

মানসিক সমস্যা ও সংকট আজ সারা পৃথিবীতে, তার নানান দিকও আছে। প্রেম ভালোবাসা থেকে শুরু করে যৌনতা। একাকীত্ব। বন্ধুহীনতা। নিদ্রাহীনতা। এ সমস্তর চিকিৎসা কই? কোথায়?

মানুষ মানুষের পাশে দাঁড়ালে মনের রোগ সেরে যায়। মনই মনের শুশ্রুষা করে। কিন্তু ‘মন’ কোথায়? ইঁদুর-দৌড়ের পৃথিবী থেকে হৃদয় বা মন উধাও হয়ে যায়।

মানুষ তাই রোগীতে পরিণত হয়। অযথা ঈর্ষা তৈরি করে—এই পৃথিবী এবং মানুষকে নিয়ে যায়

অন্ধকূপে। যে যায় সে বসবাস করতে থাকে অন্ধকূপে। সে জানে না, তার রোগটি আসলে ঈর্ষা।

ঈর্ষাও তো সমস্যা। এক জটিল রোগ। সে যদি আমার বন্ধু হয়, প্রতিবেশী হয়, তাকে সুস্থ করে স্বাভাবিকতায় নিয়ে আসা জরুরি।

ঈর্ষাকাতর যে জন, সে যদি আমাকে এসে তার রোগের সমস্যা ও জটিলতার কথা বলে, আমি

তাকে নিশ্চয় পথ বাতলে দিতে পারবো। বলবো, তুমি প্রকৃতির কাছে দাঁড়াও।

আমার সমস্যা কখন, যখন আমি জানবো আমি সমাজেরই একজন, সেও সমাজের। তাকে সুস্থ

ও স্বাভাবিক করা আমার দায়িত্ব।

কিন্তু দায়বোধ কজনের আছে—এই এখন, আজ? আজ মনের কাছে মন দাঁড়ায় না বলে ফুলও ফুটছে না। ফুলের সৌরভে অনেক ক্লেদ-গ্লানি!

যদি বিদ্বেষ মুছে যায়, মন ছড়ানো মনের আলো পাখিরাও খুঁটে খায়, যদি মনকে ছড়িয়ে দিতে পারি দিগন্ত অবধি!

…………………

পড়ুন

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : কত রকম সমস্যার মধ্যে থাকি : সুনীল শর্মাচার্য

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...