shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

করোনা সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

coronavirus
coronavirus-bd-2020

নিজস্ব প্রতিবেদক : এবার করোনা সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। বেড়েছে নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এই সময়ে ২ হাজার ৯৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৯ জন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২০) দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে ইতালিকে ছাড়িয়ে বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় ১৫ তম স্থানে এখন বাংলাদেশ। ইতালিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন। নতুন করে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

গতকাল বুধবার (৫ আগস্ট ২০২০) ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। একই সময় মারা যান ৩৩ জন।

তথ্যমতে, দেশে ৮৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি নমুনা।

এর আগের দিন ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

আরো নির্দেশনা

সচেতন হোন, সতর্ক থাকুন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন। কোরবানির পশুর হাটের নীতিমালা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

নিজেকে সুরক্ষিত রাখুন। পরিবারকে সুরক্ষিত রাখুন।

রোগপ্রতিরোধ করতে সতর্ক থাকুন, সচেতন থাকুন। নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন।

মাস্ক পরার বিষয়ে মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই মাস্ক পরুন।

জনসমাগম এড়িয়ে চলুন, সাবান-পানি দিয়ে বারবার হাত ধোয়ার নিয়ম মানুন।

নিয়মিত ব্যায়াম, ভালো টিভি নাটক, সিনেমা দেখে মানসিক স্বাস্থ্য ভালো রাখুন।

প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমাতে হবে। মহামারির সময় পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ।

যে কোনো ‍দুর্যোগে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাদের প্রতি বিশেষ মনোযোগী হোন।

নারীর প্রয়োজনের প্রতি বিশেষ অগ্রাধিকার দিন। মানসিকভবে উজ্জীবিত রাখার পথ নিজেকে খুঁজে নিতে হবে।

মায়ের দুধে করোনা ছড়ায় না, তাই শিশুকে বুকের দুধ পান করান। দুধ পান করানোর সময় মায়েরা মুখে মাস্ক পড়ুন।

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...