shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

জেবুননাহার জনির সাতটি কবিতা

Jebunnahar Joni

সাতটি কবিতা

জেবুননাহার জনি

জেবুননাহার জনির সাতটি কবিতা

মৃত্যু

দূর থেকেও ভালোবাসা যায়

কিন্তু দূরে যাবার প্রয়োজন কি খুব বেশি?

অন্যের কাছে বন্দী থাকলে মুক্ত হওয়া যায়

কিন্তু নিজের কাছে বন্দী হলে

সহজে মুক্ত হওয়া যায় না

দীর্ঘ নীরবতায় মনোযোগি না-হলে

হয়তো বিপ্লব হয়ে যেতে পারে

কেউ যখন বিখ্যাত হতে থাকে

তার ভেতরে তখন অহমিকা জেগে ওঠে—

নিজের অজান্তে

মানুষ একবার জন্ম নেয়

কিন্তু মরে বহুবার…

.

পরিমাপ

একা একা প্রকৃতি দেখার মাঝে আনন্দ আছে

নিজেকে চেনা যায় বহুরূপে

সুখের খোঁজ পেলে কি কেউ আর দুঃখ পেতে চায়?

তোলপাড়ের তীব্রতায় জানি না—

কতটা সুখ পাওয়া যায়?

তবে সবই কি মানুষের জানা থাকে?

অজানাই তো বেশি থেকে যায়

শব্দ যতই সংক্ষিপ্ত হোক,

তার গভীরতা কতখানি

তাই তো আসল…

.

উচাটন

একা একা কফি পানে বিরহ জাগিয়ে

ঘুমে পুড়েছে আগুন

.

ডানে মোড়; বায়ে মোড়

তবু পড়ে না ঘুম

.

পড়া ভালো,

উপরে ওঠার সম্ভাবনা থাকে

.

স্মৃতির ভাঁজে বড় অসম জীবন

স্মারকলিপিতে উঁচু-নিচু স্রোতে

পিপাসায় কাতর জীবন

.

পিছুটান থাকবেই

তবু বেঁচে আছি বলতেই পথ চলা

জীবন বড় সুন্দর…

.

বসন্তের বাসনায়

নক্ষত্র যদিও-বা মরে যায়

স্বপ্নেরা বেঁচে রয় অমর হয়ে

ধোঁয়া ওঠা আবেশী সুরে

চায়ের চুমুকে;

নিস্ফল একাগ্রতায়

.

এখনো প্রতিরাতে তোমাকে ভেবে,

গভীর স্বপ্নে আচ্ছন্ন হয়ে তোমাকে ছুঁয়ে থাকে মন

.

লক্ষ তারার মাঝে আমিও জেগে থাকি—

তোমার অপেক্ষায়…

নাই-বা তুমি এলে

.

যত দূরে যাই, যেখানে হারাই—

দিন শেষে আছি তো একই আকাশের নিচে

.

প্রেমগাঁথা হৃদস্পন্দনে আরো প্রস্ফুটিত হয়ে

মায়াময় এত অনিন্দ্যসুন্দর লেখো কেমন করে তুমি?

ভাঙতে ভাঙতে নিজেই

দাড়ি-কমা হয়ে যাই তোমার প্রতিটি আবেগঘন শব্দে

.

নিজেরই অজান্তে

তোমারই একান্তে…

.

শীতকাল তবু চলে যায়

তৃপ্ত রসনায় গরম ভাপা পিঠায়

উষ্ণতা নিয়ে আসে না কেউ

তবু শীতকাল চলে যায়!

অন্তরে অন্তর বসন্ত বাজে

ষড়ঋতু সুর বাজে সঙ্গোপনে

.

সুদ-আসল

সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে থাকা

লোকের সংখ্যাই বেশি

জেনে-শুনেও কেউ কেউ বিষপান করে

তাই, দুঃখের কাছেই হয়তো সবাই দুঃখ জমা রাখে

যেমন গচ্ছিত টাকা ব্যাংকে জমা রাখা হয়

ঠিক তেমনই

কতজনের আপন-গোপন দুঃখ যে

জমা রেখেছি নিজের কাছে

যা সুদে-আসলে দিন দিন

শুধু বেড়েই চলেছে…

.

স্মৃতির কাঁটা

কখন কোন স্মৃতি যে মানুষের

মনের গহনজুড়ে

তোলপাড় করে জেগে ওঠে

সে এক নিয়তিরই খেলা

চাইলেই যদি সব পাওয়া যেতো!

তবে পাখি হয়ে—

অনেকে আকাশে ডানা মেলে উড়তো

হাতছানির ডাকে থমকে দিতো সময়

আর স্মৃতির সুখের কাঁটায়

সময়কে দোলাতো

ভালোবাসার সাতরঙে

কিন্তু সময় চলে যায়

মৃত্যুকে আলিঙ্গন করতে করতে

শুধু রয়ে যায় পেছনের স্মৃতি-পথ

…………………

পড়ুন

কবিতা

জেবুননাহার জনির সাতটি কবিতা

জেবুননাহার জনি গল্প

স্বপ্নলোকের চাবি

শেষ অধ্যায়ের আগে

সামনে এগোলেই তুমি

মনস্কামনায় বাজে বিষের বাঁশি

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...