shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

তুষার ভট্টাচার্যের চারটি কবিতা

Tusher Bhattacherya

চারটি কবিতা

তুষার ভট্টাচার্য

তুষার ভট্টাচার্যের চারটি কবিতা

কদম তলায়

এইবার সমস্ত অপবাদ নিন্দা কুৎসা আর অশুভ সঙ্কেত মনের আয়না থেকে মুছে দেব;

এইবার যদি সাঁঝ বিকেলে কাঁদিস কদমতলায়

তবে আমি আমি তোর দু’চোখে ভালোবাসার পিদিম জ্বালাবো;

এইবার যদি আমাকে করিস প্রত্যাখ্যান

তবে আমি সারারাত্রি বিনিদ্র কাটাবো;

এইবার যদি বাসন্তি রঙ শাড়ি পড়ে যাস রাস্তায়

তাহলে আমি আকাশের ক্যানভাসে মেঘের তুলিতে তোর মুগ্ধ ছবি আঁকবো;

এইবার যদি লাজুক হাসি দেখি তোর টোল পড়া ফরসা গালে

তখনই বুঝবো কুহু কুহু বসন্ত এসে গেছে নীরবে উচাটন দু’জনের মনে।

.

ভালোবাসার শস্যবীজ

হেমন্তের হলুদ পাতা ঝরা মনখারাপের

শ্যাওলা মাখা মাটির উঠোনে

আমি দু’হাতে বুনে দিই ভালোবাসার

শস্যবীজ l

.

এই পৃথিবীতে

আসলে এই নিষ্ঠুর পৃথিবীতে কোনো প্রণয় বেঁচে নেই;

তাই সমস্ত ব্যর্থ কবির কবিতায়

শুধু জেগে থাকে হাহাকার আর

অশ্রুর অক্ষর।

.

পাথরের বুকে

বোবা পাথরের বুকে কখনো ফোটে না ভালোবাসার

দোলন চাঁপা, বকুল;

তাই আমি পলিমাটির শরীরে

অক্ষর চাষী হয়ে নীরবে বুনে দিই

বাদল দিনের প্রথম কদম ফুল।

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

দেশের চিত্র : কত বিচিত্র

ভারত দৃশ্যপট

সুনীল শর্মাচার্যের ভারতীয় হালচাল

মহাভারতের পুঁথি

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

ধরি মাছ না ছুঁই পানি, ফেসবুক, কবিতা ও অন্যান্য

আমরা প্রত্যেকেই আজ ফ্যাসিস্ট এবং প.বঙ্গের বাঙালিরা

ফেসবুক, কবি, বুনো ফুল এবং আমিও পলিটিক্যাল

নিত্য নতুন বাঁশ, লিটল ম্যাগাজিন ও অন্যান্য

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...