shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

প্যালেস্টাইন ও অন্যান্য কবিতা

Palestine and other poems
Palestine and other poems

প্যালেস্টাইন ও অন্যান্য কবিতা

মাসুদুল হক

প্যালেস্টাইন ও অন্যান্য কবিতা

আয়না ও বন্ধুত্ব

ফুলের গন্ধ না-পেলে বড় অসহায় লাগে

আমি ও আমার অসহায়ত্ব

ফুলবাগানে বসে থাকি

.

বাগানে সন্ধ্যা নামে। তুমি ঘরে চলে যাও।

.

তোমাকে দেখতে বাগানে আসি

তুমি না এলে ফুলের গন্ধ থাকে না

আমি মনখারাপ করে বসে থাকি

.

একদিন বাগানের খুব গভীরে চেয়ে দেখি

ওটা বাগান নয়—তোমার বাগানের আয়না

.

আসলে আয়নার বাগানে গন্ধ থাকে না;

অথচ তোমার সঙ্গে আমার আয়নার সম্পর্ক

জেনেও আমি তোমাকে ভালোবাসি!

.

নার্সিসাস কমপ্লেক্স

আমার একটা আয়না আছে

শৈশবের নীল ট্রাংকে লুকিয়ে রেখেছি

.

মনখারাপ হলে আয়নার কাছে যাই

আয়নায় মুখ রাখলেই তোমার দেখা পাই

এভাবেই তোমার ও আমার বন্ধুত্ব

.

অসম্ভব সুন্দর তোমার মুখ

প্রাজ্ঞ তোমার চোখ

আমি তোমার ভক্ত হয়ে উঠি

.

একদিন তোমাকে ছুঁতে গিয়ে

আয়না ভেঙে যায়

.

সেই থেকে বেরিয়ে গেছে

আমার প্রকৃত মুখ

.

চে গুয়েভারা

তুমি এক আশ্চর্য প্রেরণা আমার

.

তোমার মুখ দেখে ঘর থেকে বেরুলেই

পৃথিবীটা বড় হয়ে ওঠে

বন্ধুত্বের সীমানা দেশ-বিদেশের প্রাচীর ভেঙ্গে দেয়

জাতি-রাষ্ট্রের ধারণা পাল্টে যায়

.

তোমার বন্ধুত্বের কাছে আমি মুগ্ধ

অবনত মস্তকে আমি তোমাকে মেনে নিই

……… ……… ……… আমার রাষ্ট্রপতি!

.

সে রাষ্ট্রে তুমি প্রজাশাসক

আমি তোমার একমাত্র প্রজা

আমাদের কোনো জাতিসংঘ নেই;

নেই কোনো সীমানা প্রাচীর!

.

মুল্লুক চলো

পুরনো বাক্সে রাখা একশ বছরের স্মৃতি

.

সূর্য সন্ধ্যার জন্য প্রার্থনা করছিল

বিচ্ছেদের পর নিভে যাওয়া চুমুর মতো

.

একপ্রান্ত থেকে আরেক প্রান্তে

চা-পাতায় টাকার ছাপ দেখে যায়…

.

এইটুকু শুধু ভুলের জন্যে

কারিপাতা উড়ে আসে চা-বাগানে

.

হাতের সঙ্গে আঙুলের হিসেব না-মিললে

ফেলে আসা দেশের বেগুনিস্মৃতি নিয়ে

ছায়াগুলো হাঁটতে থাকে রেললাইন ধরে

.

একটা ব্রিটিশ-সূর্যাস্তের মধ্যে ডুবতে থাকে সন্ধ্যা

শীতকাল পেছনে রেখে

ছায়াগুলো পৌঁছে যায় জাহাজঘাটায়

.

চাঁদপুরে এসে

ছায়াসহ চা-পাতার ঘুমন্ত রক্ত

বারুদের গন্ধে

শেষ ঘুম দিয়ে নেয় পদ্মা-মেঘনার কোলে! 

.

প্যালেস্টাইন

রক্ত, হত্যা, বুলেট, আগুনের উপত্যকাই এখন 

……… ……… ……… ……… প্যালেস্টাইন!

সেখানে মৃত্যু হানা দেয় বাঘের মতো

নিমিষেই ধ্বসে যায় ধর্মমন্ত্রণালয়;

জাতিসংঘের খাদ্যগুদাম!

.

অগণিত গোলাপের সৌরভে

মিশে যায় বারুদের গন্ধ 

.

যুদ্ধ বিমানের সঙ্গে

পাল্লা দিয়ে উড়ছে চিল আর শকুন!

.

প্যালেস্টাইনের শিশুগুলো মরতে মরতে

বুঝে যায়—মানুষের ধর্মে ঈশ্বর নেই; আছে যুদ্ধ!

.

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...