shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

Rhyme

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

সুনীল শর্মাচার্য

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

গরু এসে হেসে বলে :

ভক্ত আছে বাহারে,

আমার মূত্র-গোবর

খায় পান আহারে!

.

খুশি মনে গরু বলে :

অন্ধ ভক্ত বোঝে কি?

আমি ভাই ঘাস খাই

গায়ে নেই খুশকি!

.

চাঁদ উঠছে

………….. আহা রে,

পদ্ম ফুটছে

………….. বাহারে!

.

আকাশ তলে

কৃষক বসে,

ক্ষোভ ফুটছে

………….. আহা রে!

.

রাজা ঘুমায়

………….. বাহারে,

দেশ ভরছে

………….. বাদাড়ে;

.

লজ্জা-শরম

বোধ-বেদনা

জাগাই বলো

………….. কাহারে?

.

অক্ষমতা ঢাকতে শাসক

ছায়া-যুদ্ধ শুরু করে,

দেশের জন্য সৈনিক শুধু

বুকে গুলি খেয়ে মরে!

.

ভয় পেয়েছ?

মারছ যাদের

জলকামানে

লাঠিসোটায়,

.

ওরাই তোমার

বাঁচিয়ে রাখে,

ফসল ফলায়

জীবন বাঁচায়!

.

তবু ওরাই

দেশদ্রোহী হয়

তোমার কথায়,

ভয় দেখিয়ে

কত আইন…

তাও না ডরাই!

.

হীরক রাজা

সোনার দেশ

শ্মশান বানায়,

গরিব মেরে

দেশ শাসনে

ছুরি শানায়!

.

অস্ত্র আছে

সৈন্য আছে

আরো আছে

………….. টাকা,

.

জনগণ

ক্ষুব্ধ হলে

দেখবে সব

………….. ফাঁকা!

.

জাগিয়ে তোলো

তোমার আমার

………….. সে-দ্রোহ;

হটিয়ে আঁধার

জাগুক আবার

………….. বিদ্রোহ!

.

দেশটা জাগুক,

হায়না ভাগুক;

মানুষ জাগুক

………….. বিদ্রোহ!

.

সবাই স্বাধীন,

নইকো অধীন;

জ্বলুক জ্বলুক

………….. বিদ্রোহ!

.

ধনী লোকের স্বার্থ রক্ষা

করেন দেশের পতি,

আইন বলো, প্যাকেজ বলো

দেশের নেইকো গতি!

.

সবই নাকি গ্লোবাল হবে?

কার কাছে এই নতি,

কৃষক মরে, শ্রমিক মরে

গতির চাকায় যতি!

.

সারাদেশে চলে ধান্দা

রাজনীতি খালি,

যত দোষ নন্দ ঘোষ

দেয় হাততালি!

.

জনগণ ভ্যাবাচ্যাকা

ভেবে ভেবে সারা,

জীবনে আছে কি আর

হাহাকার ছাড়া!

.

রাজনীতি রাজনীতি

শুধু চুলোচুলি,

ভয়ে ভয়ে সারাদেশ

চোখে পরে ঠুলি!

.

ঘণ্টায় ঘণ্টায়

পুলিশ বদল

কারণ খুঁজে পাই নে!

.

কীসের জন্য

এমন নাটক?

বুঝতে আমি চাই নে!

.

১০

ঢপ খাবো

চপ খাবো

ধোঁকা খাবো,

.

ওকে খাবো

তাকে খাবো

তোকে খাবো!

.

লাথি খাবো

ঘুষি খাবো

গুলি খাবো,

.

থালা খাবো

হাতা খাবো

মাথা খাবো!

.

মাটি খাবো

নদী খাবো

মাঠ খাবো,

.

খাবো খাবো

খাবো খাবো,

যাকে পাবো

তাকে খাবো!

.

১১

এমপিআর হবে

এনআরসি হবে

জনগণ হবে দাস;

.

রামের রাজ্যে সুখ

টেনে আনছে দুখ

সবার ঘরেই বাঁশ!

.

১২

আমার ভোটে জিতেই তুমি

হলে আমার রাজা,

আইন করে আবার দেখি

দিচ্ছো আমায় সাজা!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...