shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

ভারতচিত্র : শায়র

India Image
India Image

ভারতচিত্র : শায়র

সুনীল শর্মাচার্য

ভারতচিত্র : শায়র

রাজাদের জেটপ্লেনে

উঠে বসলো কাক,

শিল্প হবে, শিল্প হবে

দেশজুড়ে তার হাঁক!

.

বনবাদাড়ে শিল্প হবে

বন করো রে সাফ,

পাহাড়েতে শিল্প হবে

বেচে দে না বাপ!

.

চাষের জমি, ফলফলাদি

বাণিজ্যেতে যাক,

রাজার খুশি দেখে দেখে

ফুঁসছে দেখি সাপ!

.

ফেসবুক আর টুইটারে

শকুন দিচ্ছে হানা,

যখন তখন যা কিছু যে

পোস্ট করতে মানা!

.

দেশে নেই আর গণতন্ত্র

চলছে আজব স্বৈরতন্ত্র,

নড়নচড়ন দেখে বুঝি—

বিপদ তো অজানা!

.

যে দেশে আজ বসত করি

সেই দেশে খুন ভুরিভুরি,

ধর্ম দেখছি বিষের কাঁটা

দিনে ও রাতে শানায় ছুরি!

.

অন্ধ বিবেক অন্ধ মহান

মন করছে মনকে চুরি,

কার ইশারা কার মদতে

দিনে ও রাতে বেবাক ঘুরি!

.

স্বর্গ সুখের ইচ্ছে নিয়েই

দু’হাতে আজ বাজাই তুড়ি,

ঘরে-বাইরে অস্থিরতায়—

নামছে চোখে বটের ঝুরি!

.

স্বাধীনতা আজ পাঁকে ডোবে

মাটির বুকে জমছে নুড়ি,

স্বার্থ-লোভে সবাই কাঙাল

মোটা যে হয় নেতার ভুঁড়ি!

.

শস্য-শ্যামল সোনার দেশে

রূপকথার যাদুর বুড়ি,

মায়ার ঘোরে নাড়ায় কাঠি

বিভেদ ছড়ায় ভুরিভুরি!

.

বাঁচার জন্য ছুটছি কতো

ঘুরছি চতুর্দিক,

বাঁচবো কিনা, মরবো কিনা

তারাই করে ঠিক!

.

নামের মধ্যে আমরা আছি

তা শুধু সংখ্যাতে,

বুঝতে পারি তাদের কথা

লোকে লোকে সংঘাতে!

.

লকডাউন ভাঙছে

যত নেতানেত্রী,

সংঘর্ষ বাঁধায় দেখি

যত নেতানেত্রী!

.

আমার এ-লোক

তোমার ও-লোক,

প্রতিবাদ তো চলছে;

করোনা ছড়ায়

করোনা ছড়ায়

বিশেষজ্ঞ যে বলছে!

.

নেই তাতে হুঁস

সবাই বেহুঁশ,

মারীর সুযোগ নিয়ে—

রাজনীতিও করছে

ফায়দা লুটে ধরছে;

.

নিয়ম ভাঙা চলছে

সজাগ হতে বলছে,

বুঝেও অবুঝ

এই জনগণ

ঝুঁকি নিয়েই চলছে!

.

হিটলারের প্রেতের আত্মা

ঘুরছে ভারত দেশে,

সংবিধান সব কেটেকুটে

মরণ ডাকছে শেষে!

.

গদি পেয়ে ষাট মাসে কি আচ্ছে দিনটা আসে?

পঞ্চাশ দিনে নোটবন্দী, দেশ যে সর্বনাশে!

.

একশো দিনে কালাধন দেশে না আর আসে,

একুশ দিনে লকডাউনে করোনা তো হাসে!

.

মিথ্যাবাদীর মিথ্যা ভাষণ সে তো ধোঁকায় ভরা,

বিক্রি করে দেশের শিল্প কোন ঘাটের মড়া!

.

পঁয়ত্রিশ বছর ভিক্ষে করে

পেট ভরেছেন যিনি,

লেখাপড়া করলেন কখন

হিসেব দেন না তিনি!

.

সব কিছুতেই মিথ্যে কথার

বহর তুলেই ধরা,

কি করে ভাই আমরা তাকেই

ভাবছি সোনার ঘড়া!

.

সামনে দেখো কতো লড়াই

সবাই জাগে আগুন তর,

এই বেনিয়া, এই চুতিয়া

মুখোশ খুলে ভীষণ খর!

.

রাজতন্ত্রের উড়িয়ে ধ্বজা

রাজা ঘুমায় আপন সুখে,

জাগছে প্রজা প্রতিবাদী

জোট বাঁধছে আগুন মুখে!

.

রাজার নেই খেয়াল কোনো

মানুষ মরে, দেশটা জ্বলে,

তবুও দেখি দিকে দিকেই

হুঙ্কার দেয় নানান ছলে!

.

সেপাই-লাঠি কি যে বাহার

রাজ-ক্ষমতা দম্ভ তোমার,

মুহূর্তে তাও ভাঙতে পারে

দেখবে সব মৃত্যু খামার!

.

যার খেয়েছ যার পরেছ

তাকেই তুমি ভাবছো তুচ্ছ,

দিনে রাতে ঐ শকুন ওড়ে

খাবেই গিলে তোমার পুচ্ছ!

.

এই তো দেশ, এই তো ভূমি

অনেক যুদ্ধের রক্তে কেনা,

ছলচাতুরী ভোটের তন্ত্রে

মেটে না তার সঠিক দেনা!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...