shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

সুনীল শর্মাচার্যের ভারতীয় হালচাল

Sunil Sharmacharya

ভারতীয় হালচাল

সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের ভারতীয় হালচাল

যার হাতে দেশের শাসন

তিনি তো পাহারাদার,

তিনিই দেখি চুরি করেন

তিনি দেখি হানাদার!

.

নানান ইস্যু হাজির ক’রে

আনেন দেশে সমস্যা,

তিনি আবার আফিম খেয়ে

চোখে দেখে অমাবস্যা!

.

ঘরে বিপদ হানা দিলেই

সীমান্তে দেন পাহারা,

নজর ঘোরায় অন্যদিকে

দেশ বানিয়ে সাহারা!

.

মেঘ সরিয়ে দুষ্টু হাওয়া

চাঁদ করেছে আগলা,

কাঁপন লাগে নদীর জলে

মন হয়েছে পাগলা!

.

ভারতে জন্ম তোমার

ধন্য মহান গরু,

তোমার পূজায় ভক্ত

দিনটা করে শুরু!

.

দেখে দেখে চিন্তা বাড়ে

কুঁচকে ওঠে ভ্রূরু,

অন্ধভক্ত রাম নামে

দেশটা করে মরু!

.

কার সাথে কার তুলনা

গরু সে তো গরু,

জ্ঞান হারিয়ে মানুষ

হচ্ছে জড় তরু!

.

কত রঙের হাতা-খুনতি

গেরুয়া সবুজ লাল,

দেখে দেখে আজ আমাদের

পাকলো মাথার বাল!

.

আজব দেশ, আজব নেতা

সবাই সবার দোষে,

কেউ ভালো নয়, পরস্পরে

বিভেদ বিরোধ পোষে!

.

সব নেতা চোর দেখি দেশে

এইতো তাদের হাল,

জনগণের মারছে টাকা

হিসাব রাখছে কাল!

.

কালকে ছিল এ-দলে ভাই

আজকে দেখি ও-দলে,

দল বদলেই তারা দেখি

কত ঢঙে পথ চলে!

.

চোরের মায়ের বড় গলা

সতী সেজে ভান করে,

চোরের সাথে ঘর বেঁধেছে

ডাকাতের হাত ধরে!

.

এ-দল ও-দল দেশ জোড়া

সবাইকে দেয় ধাপ্পা,

জনগণ তাই হচ্ছে দেখি—

বেজায় রকম খাপ্পা!

.

ভয়ঙ্কর যে শ্রম আইন

এলো এবার দেশে,

শ্রমিক হবে শ্রমের দাস

সুখ যাবে রে ভেসে!

.

আইন জোরে মালিক সব

পুষবে শ্রমিক বুঝে,

দায়-দায়িত্ব উধাও হবে

কাজ পাবে না খুঁজে!

.

বিপদ-আপদ, সুরক্ষা তো

হাড-অ্যান্ড-ফাইয়ার,

দেশ চলবে বেকার নিয়ে

থাকবে নাকো কেয়ার!

.

চাকরি-বাকরি স্থায়ী নয়

দেশ হয়ে যায় চুলো,

দেশ চালাবে আগুন খেকো

আমলা মন্ত্রীর হুঁলো!

.

বিকাশ বাড়ে বিনাশ হয়ে

লুটের কালাধন,

সুইস ব্যাঙ্কে জমায় টাকা

রাজার প্রিয়জন!

.

তেরো বছর রেকর্ড ভেঙে

গড়ছে ইতিহাস,

আঁধার বিষ আসছে তেড়ে

দেশের সর্বনাশ!

.

পাশাবতী নাচে দেখি

ছড়িয়ে হুঙ্কার,

তার শক্তি রাজ্য জোড়া

ধনুর টঙ্কার!

.

আমরা গরু, আমরা গাধা

আমরা বোকারাম,

বিশ্বাসে তো ঠকছি কেবল

করছি ডান-বাম!

.

১০

সত্য তুমি করবে আড়াল

সত্য এমন নয়,

যতই তুমি রাখছো ঢেকে

সত্য প্রকাশ পায়;

.

ভয় দেখিয়ে শাসন করো

ভয় আনে না জয়,

নিয়ম বড় নিঠুর বিধি

সবকে গিলে খায়!

.

১১

ভাষণ দিয়ে বাঘের মতো

ছড়াও হুঙ্কার,

দেশ করেছো বনজঙ্গল

তুমিও জানোয়ার!

.

ভালো মানুষ নওকো মোটে

তুমি পাজি নচ্ছার,

মিথ্যে কথার ফানুস ওড়ে

দেখি তুমি গদ্দার!

.

করুণ ছবি দেশের বুকে

নিত্য দিনই দেখি,

পাঁজর পোড়ে, হাওয়া পোড়ে

অক্সিজেনটা মেকি!

.

১২

মরছে মানুষ শয়ে শয়ে

আমরা শব গুনি,

কোথায় আছে দেশ দরদী?

কান্না কেবল শুনি!

.

মানুষ নিয়ে চলছে খেলা

ওষুধ নিয়ে অর্থ,

গদির জোরে সব লুকাবে?

ফন্দিফিকির ব্যর্থ!

.

এমন করাল মহামারী

মানুষ শুধু মরে,

তোমার দালাল কর্মচারী

কীসের লোভে ঘোরে?

.

দালাল টিভি, দালাল নেতা

রোজ আসরে বসে,

ব্যর্থতা কার খুঁজতে গিয়ে

মুখোশ পড়ে খসে!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের কবিতাগুচ্ছ

অন্যভুবনের কবিতা

ঘোড়া : সুনীল শর্মাচার্য

মুহূর্তের কবিতা

অনুভূতি বেজে ওঠে

আমার কবিতা

সনেটগুচ্ছ

সুনীল শর্মাচার্যের সনেটগুচ্ছ

মুক্তপদ্য

ভারতীয় কোলাজ

ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য

ছড়া

ভারতীয় ছড়া

কালাকালের ছড়া

দেশের ছড়া, দশের ছড়া

নব্য ভারতের ছড়া

ভারতনামা

ভারতনাট্যম

মহাভারতের কড়চা

ভারতচিত্র : শায়র

ভারতীয় ছড়াকু

ভারতীয় হালচাল

ভারতীয় পাঁচালি

উইচিংড়ির ছড়া

ভারত চিত্র : ছড়ায় বিচিত্র

দেশের চিত্র : কত বিচিত্র

ভারত দৃশ্যপট

সুনীল শর্মাচার্যের ভারতীয় হালচাল

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

মুকুন্দ

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

উন্মাদের নীতিকথা

করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...