shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

Mukesh Ambani & Nita Ambani

মুখেশ আম্বানি ও স্ত্রী নিতা আম্বানি

Mukesh Ambani & Nita Ambani
মুখেশ আম্বানি ও স্ত্রী নিতা আম্বানি

বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় উঠেছেন মুকেশ আম্বানি। মার্চে চীনের ধনকুবের জ্যাক মা’র কাছে এশিয়ার শীর্ষ ধনীর স্থান হাতছাড়া করেছিলেন ভারতের মুকেশ আম্বানি

এবার আরো বড় মঞ্চে ফিরে এলেন।

এশিয়ার তো বটেই, বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় ভারতের এই ধনকুবের উঠে এসেছেন নবম স্থানে।

গতকাল সোমবার (২২ জুন) প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেস্কে এমনটাই দেখা গেছে।

৬৪.৫ বিলিয়ন (৬ হাজার ৪৫০ কোটি ডলার) নিয়ে ওরাল কর্পের ল্যারি এলিসন ও ফ্রান্সের ফ্র্যাংকয়েস বেটেনকোর্ট মায়েরকে পেছনে ফেলে সেরা ধনীদের তালিকায় ৯ নম্বরে উঠে আসেন মুকেশ আম্বানি

জুনের শুরুতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিজেদের ঋণমুক্ত ঘোষণা করে। মার্চের শেষে তাদের মোট  সম্পত্তির পরিমাণ ছিলো ১.৬ ট্রিয়লন রূপি (২১ বিলিয়ন ডলার)।

বিশ্বের শীর্ষ ১০ ধনী

ব্লুমবার্গ ইনডেক্স প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০ ধনীদের প্রথম পাঁচজনের চারজনই মার্কিন যুক্তরাষ্ট্রের।

১৬ হাজার ৪০০ কোটি ডলার নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

১০ হাজার ৯৯০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আরনল্টের বার্নার্ড আরনল্ট। এর পর রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট।

বিশ্বের সেরা ১০ মুকেশ আম্বানি। উইকিপিডিয়ায় তার বৈভব ও প্রতিপত্তি-তথ্য

তিনি ধীরুভাই অম্বানী ও কোকিলাবেন অম্বানীর জ্যেষ্ঠ পুত্র এবং অনিল আম্বানির বড় ভাই।

রিলায়েন্সের মাধ্যমে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল মুম্বই ইন্ডিয়ান্সের মালিক।

২০১২ সালে ফোর্বস তাকে সবচেয়ে ধনী ক্রীড়াদলের মালিক করে উল্লেখ করে। তিনি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ব্যক্তিগত বাড়ি আন্তিলিয়ায় বাস করেন।

এই বাড়িটির মূল্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের হুরুন রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুসারে, ২০১৫ সালে আম্বানি ভারতীয় মানবহিতৌষীদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেন।

২০১৬ সালে তিনি ফোর্বস সাময়িকীর করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় ৩৮তম স্থান অধিকার করেন, এবং এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয়।

২০১৮ সাল পর্যন্ত আম্বানি টানা ১২ বছর এই সাময়িকীর তালিকায় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি স্থান ধরে রাখেন।

২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় ১৩তম তিনি । তার মোট সম্পত্তির পরিমাণ ৫০০০ কোটি মার্কিন ডলার।

—ডেস্ক শুভবিশ্ব

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...