shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

Retail talk all around
How many problems I am in
খুচরো কথা চারপাশে

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

সুনীল শর্মাচার্য

মুসলমান বাঙালির নামকরণ

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে প্রথমে যাঁরা প্রশ্নটা তুলেছিলেন, তাঁরা হয়তো ভেবেছিলেন যে—নামটা যদি বাংলায় হয়, তবেই বুঝি দুই সম্প্রদায়ের মধ্যকার ব্যবধান ঘুচে যাবে।

তাঁরা ভেবে দেখেননি যে, শুধু নামেতেই নয়, দুটি সম্প্রদায়ের বাঙালির মধ্যে ধর্মীয় ও সামাজিক

আচার-আচরণ, সাজপোশাক, শিক্ষাব্যবস্থা, আত্মীয়-পরিজনদের প্রতি সম্বোধন, খাদ্যাভাস—এমনকি ভাষার ক্ষেত্রেও বিস্তর ব্যবধান রয়েছে।

এই পার্থক্যগুলি তারা ঘোচাবে কী করে? ভাষার ক্ষেত্রেও ব্যবধানের কথায় অনেকেই হয়তো একটু ভ্রূ কুচকাবে, কারণ তাঁদের মতে, সবাই যখন আমরা বাংলাভাষী, তখন এ প্রশ্নই তো ওঠে না।

ওঠে এই কারণে যে, বহুকাল ধরে পাশাপাশি বাড়িতে বাস করেও, যে বস্তুটিকে হিন্দুরা জল বলে থাকে, মুসলমান প্রতিবেশীরা তাকেই বলে থাকে পানি এবং কোথাও এর নড়চড় হয় না।

এরকম শব্দ হয়তো আরো অনেক আছে, তবে বহুল ব্যবহৃত জল/পানিতেই উদাহরণ হিসেবে তুলে ধরলাম। এদের কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা বাংলা আর কোনটা নয়—এ প্রশ্ন অবান্তর। আমি শুধু ঘটনা হিসেবেই এটা উল্লেখ করলাম।

এই ঘটনাটি তুলে ধরে এটাই বলতে চাইছি যে, উভয় সম্প্রদায়ের মধ্যে যে পার্থক্য গুলি রয়েছে, শুধু নাম পরিবর্তনেই তার অবসান ঘটবে না এবং তার প্রয়োজনও নেই।

কেউ কেউ বলেন, রাজনীতির মারপ্যাঁচে দেশ ভাগ হলেও, বাঙালির সত্তা তো এক—আমরা বাঙালি। এটা তাঁরা কিছুতেই স্বীকার করতে চান না যে, সত্তা এক হলে দেশটা ভাগই হতো না।

যে অভিন্ন জাতিসত্তার অস্তিত্বই নেই, তাকে আছে ধরে নিয়ে জটিলতা সৃষ্টি না-করে, হিন্দু বাঙালি

ও মুসলমান বাঙালি—এই বিভাগটিকে মেনে নিলেই তো সব ঝামেলা চুকে যায়। এক সঙ্গে চলতে গেলে সকলকেই এক ছাঁচে ঢালা হতে হবে, এরূপ চিন্তাধারাই বিপজ্জনক।

দেশের উভয় সম্প্রদায়ের মানুষ তাঁদের নিজ নিজ স্বার্থেই ঐক্য ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে

পাশাপাশি বাস করবে, এটা কেন আশা করতে পারব না?

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : কত রকম সমস্যার মধ্যে থাকি : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : শক্তি পূজোর চিরাচরিত : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : ভূতের গল্প : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : বেগুনে আগুন: সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : পরকীয়া প্রেমের রোমান্স : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : মুসলমান বাঙালির নামকরণ নিয়ে : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : এখন লিটল ম্যাগাজিন : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : যদিও সংকট এখন : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : খাবারে রঙ : সুনীল শর্মাচার্য

খুচরো কথা চারপাশে : সংস্কার নিয়ে : সুনীল শর্মাচার্য

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...