shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

লেখা পাঠানোর নিয়মাবলী

Writing rules
Writing rules

গ্রাম থেকে রাজধানী, দেশ থেকে বিদেশ—যে কোনো জায়গা থেকেই লেখালেখি ও সাংবাদিকতা করা যাবে। যাঁরা কবিতা-গল্প, বিশেষ করে সাহিত্য বিষয়ে লেখা পাঠাবেন, তাঁরাও উল্লেখ করবেন—

আর কি কি বিষয়ে লিখবেন বা লেখার অনুমতি করবেন।

এ ছাড়া প্রত্যেক সাংবাদিক, লেখক (কবি-সাহিত্যিক) ও প্রদায়কের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ ছবির আর্কাইভ প্রকাশিত হবে।

মাধ্যম ও ভাষা

মাধ্যম : খবর, ছবি, অডিও এবং ভিডিও সাংবাদিকতা ও লেখালেখি।

ভাষা : বাংলা ও ইংরেজি। একই বিষয় ও লেখা সম্ভব হলে দুই ভাষাতেই লিখুন। তখন দুটি লেখা হিসেবে গণনা করা হবে।

স্থান ও কাজের ক্ষেত্র : ঘরে থেকে অথবা সরেজমিনে।

নিয়মাবলী

১. একই এলাকা থেকে একাধিকজন কাজ করতে পারবেন। এবং,

২. একই বিষয়ে একাধিকজন লিখতেও পারবেন; ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।

৩. থাকবে নিয়মিত তথ্য আপডেটের সুযোগও।

৪. অভ্র (Avro) অথবা সুচনি (SutonnyMJ) উভয় ফন্টে বাংলা লেখা পাঠানো যাবে। ইংরেজি লেখা যে কোনো ফন্টে।

৫. কপি (নকল) করা যাবে না। লেখা অবশ্যই নিজস্ব হতে হবে। যদিও নানা তথ্য-উপাত্ত সন্নিবেশ করা যাবে।

৬. অন্যত্র প্রকাশিত লেখা, ছবি, অডিও এবং ভিডিও হলে অবশ্যই উল্লেখ করবেন : কোথায় প্রকাশিত, কত তারিখে।

৭. বানান ও বাক্য গঠনের প্রতি যতটা সম্ভব যত্নবান হবেন।

৮. এ ছাড়া, লেখালেখির বাইরে আবৃত্তি অথবা দরকারি অডিও করে পাঠাতে পারবেন; একই ভাবে ছবি তুলে অথবা ভিডিও করে। প্রয়োজনীয় ক্যাপসন অথবা বর্ণনা যোগ করে।

৯. শব্দ সংখ্যা, আকার ও আয়তন নিয়ে কোনো প্রকার বিধিনিষেধ নেই।

ক্যারিয়ার গঠন

১. পত্রিকা অফিসে না-গিয়েই (ঘুরে ঘুরে), নিজ অবস্থান থেকে হতে পারবেন সাংবাদিক ও নিয়মিত কন্ট্রিবিউটর বা প্রদায়ক।

২. আপনার ক্রিয়েটিবিটি ও লেখার অনন্য গুণের কারণে নামিদামি পত্রিকা, টেলিভিশন, রেডিও, অথবা ব্যক্তি ও প্রতিষ্ঠান সহজে এবং দ্রুততার সঙ্গে আপনার কাজ দেখে দ্রুততার সঙ্গে (জীবনবৃত্তান্ত পড়ে) যোগাযোগ করতে পারবেন।

৩. আমরা আপনার বায়োডাটা (জীবনবৃত্তান্ত) ও কাজের তালিকা পাঠক ও আগ্রহীদের জন্য নিয়মিত প্রকাশ করতে থাকবো। (সংযুক্ত তথ্য ফরম পূরণ করে পাঠানোর অনুরোধ)।

লেখা পাঠানোর ঠিকানা

মেইল : shubhobangladesh@gmail.com

মতামত ও মন্তব্য

সার্বিক বিষয়ে আপনার কোনো মন্তব্য বা মতামত থাকলে নিচের মতামত কলামে অথবা আমাদের মেইলে shubhobangladesh@gmail.com জানাতে পারবেন।

* তথ্য ফরম

* তথ্য ফরম পূরণকৃত নমুনা কপি

—দেখুন, সম্মানী গ্রহণের নীতিমালা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...