shubhobangladesh

সত্য-সুন্দর সুখ-স্বপ্ন-সম্ভাবনা সবসময়…

সুমন সরদারের ছয়টি গীতিকবিতা

Six lyric poems of Sumon Sardar

Six lyric poems of Sumon Sardar

Six lyric poems of Sumon Sardar

সুমন সরদার-এর ছয়টি গীতিকবিতা

বদলাশিল্প

তোমার রক্তের বদলা নেবো, বঙ্গবন্ধু শোনো

তোমার নামই আমার সাহস ভয় করি না কোনো।।

মুজিব বর্ষে বাঙালিদের রুখবে নেই তো কেউ,

বইছে এখন দেশটা জুড়ে উন্নয়নের ঢেউ।

এইভাবে হোক বদলার পথ, বদলা নেবে কেমন,

দীক্ষা যেমন দিয়েছিলে বদলা হবে তেমন।

     দিন নেই কোনো পেছন ফেরার স্বপ্ন সবাই বোনো।।

উন্নত এক জাতি গড়তে আমরা সবাই চাই,

তাইতো তোমার লক্ষ্যে এমন প্রাণের পরশ পাই।

প্রতিশোধ হোক বাঙালির আজ হোক না ওদের কাঁপন

হত্যাকারীর ফসিলে আজ সত্য ন্যায়ের যাপন।

     বিশ্বের বুকে উন্নত হবো দিনক্ষণ শুধু গোনো।।

সুমন সরদারের গীতিকবিতা

আমার ঘরে

আমার ঘরে আঁধার রাতে কোন পরীদের মেলা

ইচ্ছেপায়ে নূপুর পরে জলে করে খেলা;

     হৃদয়-নদীর ঘাটের ওপর পিছলে পড়ে যেই

     জোছনা এলে হারাই তখন, গহীন মনের খেই

     জোছনা এলে হারাই আমি, গহীন মনের খেই।।

সকাল হলে বুকের ভেতর ঘর বাঁধে যে কষ্ট

ঘুমপাখিরা চোখের গোপন পাপড়ি করে নষ্ট;

     প্রেম-শিকলে বাঁধলো কাকে, ভাবে আমি সেই।।

পৌষে আমার শূন্য পাতা

     অপেক্ষারই ফাগুন আসে যায়,

চৈতি হাওয়ায় সবুজ পাতার

     প্রেমের উছল ঢেউ কি তারে পায়।

যুগ যে গেল হেলায়-ফেলায় লিখি শুধু খসড়া

কেউ এলো না সঙ্গে নিয়ে আনন্দেরই পশরা;

     পেছন বলি সামনে বলি, কেউ কোথাও নেই।।

সুমন সরদারের গীতিকবিতা

করোনা ১

সেইদিন আর বেশি দূরে নয়

সুখে-দুখে জীবনের হবে জয়।

অবারিত সবুজের পাশাপাশি

     এ আকাশ নীল রঙ ছড়াবে

     মেঘেরাও বর্ষণ ঝরাবে;

(আজি)    মানুষ-প্রকৃতি রাখি বন্ধনে হবে—

     মায়াবিনী দুষ্টের যতো ক্ষয়

     সেইদিন আর বেশি দূরে নয়।।

এখনতো পাখি নীলে উড়ে উড়ে যায়

নদীওতো নির্ভয়ে বয়ে বয়ে যায়,

গাছে গাছে ফুলে ফুলে আরো ছেয়ে যায়

ভ্রমরওতো গুনগুন গান গেয়ে যায়;

(শুধু) আমরা কেমন যেন মনমরা থেকে—

     বেদনায় হই কেন পরাজয়

     সেইদিন আর বেশি দূরে নয়।।

আজ এসো মানুষের মূলে ফিরে যাই

কার সাথে সংঘাত খুঁজে যেন পাই,

প্রকৃতির চারপাশে দেখি ওড়ে ছাই

আজ বুঝি আরো আগে কেন বুঝি নাই;

(শুধু) মানুষ পড়েছে দোষে জেনেও না জেনে—

     জেনে-বুঝে দোষে যেন করি ভয়

     সেইদিন আর বেশি দূরে নয়।।

সুমন সরদারের গীতিকবিতা

করোনা ২

(মাগো)    একটি বারের জন্য এবার

          তোমার দু’চোখ খোলো,

(মাগো)    তোমার ছায়ায় আমরা যে বাঁচি

          অভিমান আজ ভোলো।।

তোমার সকল নীরব শর্ত এবার আমরা মানবো

স্বপ্ন ছোঁয়ার আশীর্বাদের সরল পথেই থাকবো।

     প্রকৃতি মাগো শপথ নিলাম—

          এইবার মুখ তোলো।।

তোমার সবুজ আমার জন্য সুখের স্বর্গ জানবো

স্বচ্ছ আকাশ যেমন থাকার তেমন করেই রাখবো।

     কণ্টক যতো সরাবোই মাগো—

          ভুলে যাও দুখগুলো।।

সুমন সরদারের গীতিকবিতা

আমার অনেক স্বপ্ন আছে

     আমার অনেক স্বপ্ন আছে

          দিতে পারি,

          যদি দু’হাত বাড়াও

(সেই) স্বপ্ন নিয়ে অনেক কথা

          বলতে পারি,

          যদি একটু দাঁড়াও।।

স্বপ্ন দিয়ে স্বপ্ন রাঙে স্বপ্ন স্বপ্ন খেলা

স্বপ্ন আবার পিছলে পড়ে যদি বহে বেলা।

স্বপ্নগুলো তোমার হাতে

          রাখতে পারি,

          যদি তা না হারাও।।

অনেক কথার কথা নিয়ে কিছু গল্প বলি

গল্প গায়ে হাঁটতে হাঁটতে একসাথে পথ চলি।

বাকি গল্প তোমার কাছে

          রাখতে পারি,

          যদি ভয়টা তাড়াও।।

সুমন সরদারের গীতিকবিতা

মনে পড়ে

মনে পড়ে, সেই দিনগুলো মনে পড়ে

     ভুলতে গেলেও দখিন হাওয়ায়—

          হৃদয় গভীরে স্মৃতিময় পাতা ঝরে।।

ডাক-পিয়নের পদধ্বনি পেলে

          দূর থেকে মনে হতো,

এইতো তোমার পত্র যে এলো

          ভাবতাম কতো শতো।

সুখের পরশে আলোছায়া পথে—

          মসৃণ স্মৃতি স্বপ্নচারিণী করে।।

শুকনো পাতার পথে হাঁটা সেই

          দূর পথিকের মতো,

সময় কোথাও হারিয়ে গেলেও

          সুখ জমা আছে কতো।

জীবনের সাথে সুখ মিলেমিশে—          

স্বপ্নের মতো কল্পকাহিনী গড়ে।।

…………………

পড়ুন

গীতিকবিতা

সুমন সরদারের ছয়টি গীতিকবিতা

প্রবন্ধ-গবেষণা

নাসির আহমেদের কবিতা : জীবনঘনিষ্ঠ মৃত্যুর নন্দনশিল্প

মতামত

শাহীন সরদার : কবিতার গানে তাঁর বেঁচে থাকা

About The Author

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন...